Better life with steem || The Diary Game || 31-October-2024|| দীপাবলির সারাদিন ||

in Incredible India17 days ago (edited)
Add a subheading.png
Made by Canva

Hello,

Everyone.

সকলকে জানাচ্ছি দীপাবলীর শুভেচ্ছা ।আশা করি পরিবারের সকলকে নিয়ে ভালো আছেন এবং সুস্থ আছেন ।সৃষ্টিকর্তায় অশেষ কৃপায় দিনগুলো ভালোভাবেই কেটে যাচ্ছে ।দীপাবলীর এই দিনটি আমার খুব সুন্দর ভাবে কেটে গেছে , এই দিনে প্রিয় মুহূর্তের কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করছি ।আশা করি আপনাদের ভালো লাগবে।
আজকের সকাল
IMG20241031181647.jpg

প্রতিদিনের ন্যায় আজও সকাল ছয়টায় ঘুম ভেঙে গেল । ফ্রেশ হয়ে সংসারের সমস্ত কাজ গুলো সেরে নিয়েছিলাম। গতকাল ছিল শ্মশান দিপালী আর আজ হল দীপাবলি। গতবছরের এই দিনটি অনেক সুন্দর ছিল। ২০২৩ সালে এই দিনে বরিশাল জেলায় ছিলাম । বরিশাল জেলার শ্মশান কালীবাড়িতে আমাদের মৃত আত্মীয়-স্বজনদের আত্মার শান্তির জন্য ধুপ, দ্বীপ এবং তাদের প্রিয় খাবারগুলো দেয়া হয়। গত বছর এই দিনে আমার শ্বশুর বাড়ি অনেকেই আমার বাসায় ছিল ।

IMG20241031175824.jpg

এবার শ্মশানে দ্বীপ দিতে পারিনি। আজ দীপাবলি ও কালী পূজার আনন্দটা ভালই উপভোগ করতে পেরেছিলাম । ভাশুরের বাসায় কালীপুজো হয় তাই আমরাও অন্যান্য আত্মীয়-স্বজন সকলে তার বাসায় পূজাতে অংশগ্রহণ করি। আজ দাদার বাসাতে যাব তাই সকালে উঠে প্রার্থনা সেরে কিছু পিঠা বানিয়ে নিলাম। দিদি দুধপুলি খুবই পছন্দ করেন এবং বাচ্চাদের জন্য তেলে ভাজা পুলি পিঠা তৈরি করলাম ।

IMG20241031163918.jpgIMG20241031165421.jpg
আজকের দুপুর

আপনারা সকলেই জানেন আমার দাঁতের রুট ক্যানেল চলছে । তৃতীয় দিন রুট ক্যানেল করার পরে দাঁতে প্রচণ্ড ব্যথা ছিল যার জন্য আমাকে ওষুধ খেতে হচ্ছে ।কিন্তু কি হবে? ওষুধ খাবার পরে ৬ থেকে ৭ ঘন্টা ভালো থাকি ।তারপরে আবার ব্যথা শুরু হয় তাই কোন কিছু করতে ইচ্ছে করছে না। এবারের পূজোতে আমি উপবাস থাকতে পারিনি । মেয়েকে সকাল বেলা ভাশুরের বাসায় দিয়ে এসেছি। সেখানে দিদির নাতি-নাতিরা আছে । মামনীর সমবয়সী অনেক বাচ্চারা আছে তাই ওকে সকালবেলা দিয়ে আসলাম । আমি ও আর্মি বাবু সন্ধার পরে যাব ।

আজকের বিকেল
IMG20241031180949.jpg

আজ দীপাবলি, প্রদীপের আলোয় সমস্ত পৃথিবী আলোকিত হোক , সকলের মনের অন্ধকার দূর হয়ে যাক , ।সকলের দুঃখ কষ্ট দূর করে আনন্দের আলোয় ভরিয়ে রাখুক সেই উদ্দেশ্যে আমরা সমস্ত ঘরে ও বাহিরে দীপ জ্বালিয়ে থাকি। দ্বীপগুলো বিকেল বেলায় গুছিয়ে রেখেছি। সন্ধার পরে দিদির বাসায় যেতে হবে তাই সবকিছুই বিকেলবেলা গুছিয়ে রেখেছি।

আজকের রাত
IMG20241031181837.jpg

সন্ধ্যার আজানের ধ্বনি শুনার সঙ্গে সঙ্গে আমি সমস্ত দ্বীপগুলো জ্বালিয়ে দেই । মা আমাদের সবার মঙ্গল করুক সেই কামনায় করি। দিদির বাসায় যাওয়ার জন্য তৈরি হই এবং তার বাসায় যেতে যেতে আমাদের রাত নয়টা বেজে যায় । আপনজনদের সাথে অনেকদিন পর দেখা হলে সত্যিই অনেক ভালো লাগে । ওদের এই এলাকার প্রতিবেশীরাও অনেক ভালো। আমাদের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও তারা যেন আমাদেরকে সত্যিই আপন করে নিয়েছে তাইতো তারা বারবার ফোন দিচ্ছিল কখন আসবো ।

IMG20241031210607.jpgIMG20241031225549.jpg

সকলে মিলে আমরা ঠাকুর দেখতে বের হলাম এবং বাচ্চারা তো অনেক খুশি। তারা নানা রকম বাজি ফাটিয়ে আনন্দ উল্লাস করছে। এইটুকু আনন্দই অনেক কিছু ওদের জন্য। পুজো শেষ হতে হতে রাত ৪:২০ বেজে গেল। পুজো শেষ হল সকলে অঞ্জলি নিলাম। প্রসাদ নিয়ে আমরা বাসায় চলে আসলাম ।

শ্রী শ্রী শ্যামা পূজায় মামনির শ্যামা সংগীত পরিবেশনা ।ওর জন্য সকলে আশীর্বাদ করবেন ।

video link

Add a subheading (1).png
Made by Canva

এত সুন্দর আয়োজন , এত লোকজন, সকলের সাথে কুশল বিনিময় করতে আমাদের রাত প্রায় ভোর এসেছে । এভাবেই কেটে গেল আমার দীপাবলির দিনটি। আশা করি আপনাদের দিনগুলো ভালোভাবেই কেটে যাচ্ছে । শুভরাত্রি ।

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSj1ATxRsaEvyH89EyziiK3D1ksn1tTDvDwLCveqrhctVcDnDqtNbsqFMtuqD1RetzrgjG.png

Sort:  
Loading...
 16 days ago 

You spent excellent and peaceful day of Happy Diwali festival. You made delicious pitha recipe.you saw Goddess mother kali puja. Have a great day. Thanks a lot for sharing your day. Friend.

 16 days ago 

আপনার মূল্যবান সময় দিয়ে আমার সম্পূর্ণ পোস্টটি পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।এভাবেই সব সময় পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.035
BTC 91285.68
ETH 3152.90
USDT 1.00
SBD 3.09