Better Life With Steem || The Diary game ||18 April ||
![]() |
---|
Made by Canva |
Hello,
Everyone,
![]() |
---|
আজ খুব সকালে উঠতে হল। আজকে আমি ঢাকা যাব । নিজের ছোট্ট ফ্লাটে আজকের উঠবো। অসুস্থ ছিলাম তারপরও নতুন একটি স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে আমি যাচ্ছি। বাবার বাড়ির ছেড়ে নিজের ছোট্ট ঘরে যাবার স্বপ্ন নিয়ে বের হলাম।
রাত ভোর হতে না হতেই মা উঠে পড়ল এবং আমাদের জন্য রান্না করলো । সকালের নাস্তায় অন্য কিছু না করে সরাসরি ভাত ও মাছ রান্না করলেন। মা আমার জন্য দুপুরের খাবার রান্না করে দিয়েছিল। আমাদের আসতে ৬ ঘন্টা সময় লাগার কথা তাই বলছে ,বাসায় গিয়ে রান্না করার দরকার নেই , আমি এটা গরম করে খেয়ে নিব।
মার বাড়িতে ২০ দিন ছিলাম বিধায় আসার সময় মন অনেকটাই খারাপ ছিল ।শরীর এবং মনের সাথে যুদ্ধ করেই জানো আজ বের হলাম ।বাসার সবাই চাচ্ছিল আরো কিছুদিন থাকি কিন্তু আর্মি বাবুর ছুটি শেষ তাই আমাদের চলে আসতেই হবে ।
আমরা বাসা থেকে সকাল ৮:৪৫ মিনিটে বের হলাম যেহেতু আমাদের গাড়ি ছিল ৯:১৫ মিনিটে। আমরা ১৭ তারিখ বিকেল বেলা গাড়ির টিকিট কেটে ছিলাম।বরগুনা থেকে ঢাকা এসি গাড়ি খুব কমই আছে। বরগুনা থেকে ঢাকা ছিট ভাড়া ছিল ১,৪০০টাকা করে। তিনটা টিকিট কেটে ছিলাম ৪,২০০ টাকা।
যা স্টিম মূল্য ছিল :
1=BD(price) | Steem price | Total BD price | Total steem price |
---|---|---|---|
2.00 | 0.12 | 4,200.00 | 252.00 |
আমরা ৯:০৫ মিনিটে বাস স্টেশনে এসেছিলাম ।আমাদের পরিবহনে চলে আসলো । আমাদের ছিট নাম্বার দেখে বসলাম এবং আমাদের মালামাল গুলো বক্সে দিলাম এবং সুপারভাইজার এর কাছ থেকে টিকিট সংগ্রহ করে নিলাম । কিছু হালকা নাস্তা নিয়েছিলাম সাথে ।
![]() |
---|
সকাল ৯ঃ১৫ মিনিটের ছাড়ার কথা ছিল পরিবহনটি কিন্তু একজন যাত্রী আসতে দেরি করায় ৯:২০ এ ছাড়লো । গাড়ি ভালোই ছিল কিন্তু গাড়ির চালক পরিবর্তন হলো। নতুন একজন চালক আসলেন। তিনি কিছু গাড়ির সমস্যা খুঁজে পান এবং সেটিও এর আগের চালককে ফোন করে সব কিছু জানাচ্ছেন।
![]() |
---|
কিছুদূর যেতে সে একটি সমস্যা পেল এক্সেলেটর কাজ করছে না ।চালক খুব দক্ষতার সাথে একটু একটু করে গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছে। বরগুনা থেকে বরিশাল আসতে তিন ঘন্টা যেখানে সময় লাগার কথা সেখানে চার ঘন্টা লেগে ছিল।
বরিশালে এসে সার্ভিসিং সেন্টারে নিয়ে গেল ।এখান থেকে গাড়িটি সারিয়ে নিলেন। সেখানেও আমাদের এক ঘন্টা সময় লেগেছিল। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। অবশেষে যখন সুপারভাইজার বললেন যে, আমাদের গাড়ি মেরামত হয়ে গেছে সবাই যার যার আসনে বসে পড়ুন , তখন স্বস্তি ফিরে পেলাম ।
![]() |
---|
কিছুক্ষণ চলতে না চলতে সামনে অনেক বড় জ্যাম পড়ে গেল ।সেই লম্বা গাড়ির লাইন অনেকক্ষণ বসে আছি ।কিছুই ভালো লাগছে না ।কিছুক্ষণ সুপারভাইজার ভাইকে জিজ্ঞাসা করলাম কি সমস্যা ? তিনি বললেন, আমাদের গাড়ির সামনে আরো অনেক গাড়ি । কিছুক্ষন পরে আমরা শুনতে পেলাম, সামনে একটি বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি মাঝ পথে আড়াআড়ি ভাবে রেখে দেয়া হয়েছে তাই উভয় পাশে জ্যাম পরে আছে।
![]() |
---|
কারণ জিজ্ঞাসা করায় বললেন, শ্যামলী পরিবহন নামে একটি গাড়ির যাত্রী কাছ থেকে অধিক ভাড়া চাওয়ার জন্য যাত্রী ড্রাইভার ভাইকে নাকি অনেক মারধর করেছেন তাই ড্রাইভার গাড়ি রেখে চাবি নিয়ে নিচে নেমে গেছেন। এখানে গাড়ির যাত্রী সাথে সাথে এলাকাবাসী অনেক এসেছেন এবং এই পরিবহনটি ছিল এই এলাকারই গাড়ির মালিক সমিতির সভাপতির গাড়ি ।
দুই পক্ষের তর্কে-বিতর্কে আমাদের সাধারণ জনগনের এত ভোগান্তি । শেষ পর্যন্ত পুলিশ আসলো ১:৩০মিনিট পরে এই সমস্যার সমাধান হল। অবশেষে আমাদের পরিবহনটি আবার যাত্রা শুরু করল । আজ মনে হচ্ছে যেন, পথ শেষ হচ্ছে না। মাত্র ছয় ঘন্টার পথ কখন যে শেষ হবে? ঈশ্বরী জানেন!
![]() | ![]() |
---|
সুপারভাইজার আমাদের দুপুরের খাবারের জন্য ২০ মিনিট সময় বিরতি দিলেন। আর্মি বাবু ভাত খেলেন ।আমাকেও ভাত খেতে বলেছিলেন কিন্তু আমি ভাত খাইনি। আমি কফি আর চিকেন বার্গার নিয়েছিলাম। আমাদের খাবার বিরতির পরে আবার গাড়ি চলা শুরু করলো ।
![]() |
---|
গাড়ি যখন পদ্মা সেতুর উপরে উঠল তখন মনে হচ্ছে. হ্যাঁ ঢাকায় চলে এসেছি। এই পদ্মা সেতুর কথা তো সকলেই জানা। দক্ষিণাঞ্চলের মানুষের অনেক স্বপ্নের সেতু ”পদ্মা সেতু” আজ এই পদ্মা সেতুর জন্য খুব সহজে এবং কম সময়ে দক্ষিণাঞ্চলের মানুষ রাজধানীতে চলে আসতে পারে ।এখন ফেরি পারাপারের কোন ঝামেলা নেই ।
![]() |
---|
পদ্মা সেতু পার হলাম কিন্তু ঢাকার প্রবেশ করতে না করতে যাত্রাবাড়ী এসে আবার জ্যামে পড়লাম। গাড়ি চলছে তো চলছে না। মাঝে মাঝে মনে হচ্ছে, গাড়ি থেকে নেমে হেঁটেই বাসায় যাব ।কিছুই করার নেই ।ঢাকা শহরের প্রধান সমস্যা হল এই যানজট ।বাসায় আসতে আসতে আমাদের রাত ৮:৩০মিনিট বেজে গেল।
![]() |
---|
যেখানে মাত্র ৬ ঘন্টা সময় লেগে থাকে সেখানে আমাদের ১১ ঘণ্টা থেকেও বেশি সময় লেগে গেল ।অবশেষে বাসায় এসে কিছুটা স্বস্তি পেলাম নিজের বাসায় আসলাম এই ভেবে কিন্তু আমার বাসার অবস্থা খুবই খারাপ। আমি এখনো বুঝতে পারতেছি না কতদিনে পারবো এই বাসা পরিষ্কার করতে?
![]() | ![]() |
---|
এভাবে কেটে গেল আমার ১৮ তারিখের দিনটি । আশা করি আপনাদের দিনগুলো খুব ভালো কেটে যাচ্ছে। যেহেতু প্রচন্ড গরম পরছে, সবাই বেশি বেশি করে পানি খাবেন এবং রসালো ফল বেশি খাবেন । ইতিমধ্যে বাংলাদেশ সরকার এক সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছেন এবং যতটা সম্ভব প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। । ভালো থাকবেন সুস্থ থাকবেন ।
TEAM 5
Congratulations! Your post has been upvoted through steemcurator08.শ্রদ্ধেয়া ম্যাম @sduttaskitchen, আমাকে সমর্থন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Your journey while filled with unexpected challenges seems like a testament to resilience and determination. Despite the hurdles along the way your positive attitude shines through reflecting your commitment to fulfilling your dreams. wishing you the best of luck in the contest..
নিজের বাবার বাড়ি ছেড়ে আবারো নিজ জায়গায় ফিরে এসেছেন। বাবার বাড়ি থেকে চলে আসার সময় খারাপ তো লাগবে এটা স্বাভাবিক একটি বিষয়। আপনি সারাদিনটি বেশ জার্নির মাঝে পার করেছেন।
এদিকে নতুন বাসায় উঠার জন্য সব কিছু নিয়ে গেছে।
সারাদিনের খানিক মুহূর্ত তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।