Better Life With Steem || The Diary game || 13 April 2024||

in Incredible India2 months ago
Untitled design (1).png
কেটে যাওয়া চৈত্র সংক্রান্তির দিনটি

Hello,

Everyone,

ঈদের আনন্দ কাটতে না কাটতেই বর্ষবরণ উদযাপন শুরু হয়েগেছে । ১৪৩০ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে ১৪৩১ বঙ্গাব্দকে বরণ করার জন্য বাঙালিরা সেজে উঠেছে নতুন সাজে ।আজ আমি ১৩ এপ্রিলের দিনলিপি আপনাদের সাথে শেয়ার করছি।
IMG20240413094934.jpg

আজকের অন্য দিনের মতো সকালবেলা উঠতে পারিনি এবং হাঁটতেও যায়নি ।আমি এতটা অসুস্থ ছিলাম যে সকালবেলা উঠে হাঁটতে যাওয়ার ইচ্ছে করছিল না । অ্যান্টিবায়োটিক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কারণে এবং আগে থেকে কিছুটা অসুস্থ থাকার কারণে আমার পেশার একদম লো হয়ে গেছে । এমন অসুস্থ আমি কখনোই হয়নি ।

IMG20240413101847.jpg

বছরের শেষে আমি এতটাই অসুস্থ হলাম , জানিনা নতুন বছরের দিন গুলো আমার কিভাবে কেটবে ? সে নিয়ে চিন্তায় আছি ।সকাল ৮টার সময় ঘুম থেকে উঠে স্নান করে নিলাম ।আজ গঙ্গা পূজা করতে হবে তাই আমি আর বৌদি গঙ্গা পূজা করার জন্য তৈরি হচ্ছিলাম ।

হিন্দু ধর্মে এই দিনে গঙ্গা পূজা করা হয় ।আমরা ফুল, ফল, মোম, ধুপকাঠি, তেল, সিঁদুর, পান ও সুপারি , কাঁচা আম দিয়ে গঙ্গা দেবীর পূজা করে থাকি। চৈত্র মাসের শেষ দিনে বা বছরের এই শেষ দিনে আমরা গঙ্গা পূজা করে থাকি।

IMG20240413101915.jpg

বছরের যত গ্লানি, ভুল মুছে গিয়ে নতুন বছরের সব কিছু শুভ বার্তা নিয়ে আসবে। সেই কামনা করে গঙ্গা দেবীকে আমরা পূজা দিয়ে থাকি । আমি আর বৌদি গঙ্গা পূজা দেয়ার জন্য ”আকরাবাড়ি” মন্দিরে গিয়েছিলাম । এখানে অনেকেই পুজো দিতে আসেন। এখানে মন্দিরটা অনেক সুন্দর। অনেক দেব- দেবীর মন্দির এখানে আছে।

IMG20240413102128.jpg

আমি এই মন্দিরে আগে কখনোই আসিনি। এখনো অনেক দিদি,কাকিরা আসেন গঙ্গা পূজা দিতে। আমিও সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি তাদের দেয়া হলে পরে আমরা নামবো। আমাদের অপেক্ষার পালা শেষ হল। আমরা গঙ্গা পূজা দেয়ার জন্য ঘাটে নেমে গেলাম।

IMG20240413102438.jpg

তেল, সিঁদুর, পান ও কাঁচা আম ভাসিয়ে , মনের যত কথা ,আশা আছে মায়ের সাথে বললাম এবং মায়ের কাছে প্রাণভরে আশীর্বাদ চাইলাম ।আশা করি সকলের এই দিনগুলো খুব ভালো কাটছে ।আপন জনদের সাথে সবাই দিনটির আনন্দ ভাগাভাগি করে নিতে পারছেন ।

IMG20240413102754.jpgIMG20240413102838.jpg

চৈত্র সংক্রান্তি হল , বাঙ্গালীদের বারো মাসে তেরো পার্বণের ভিতরে একটি পার্বণ। এই দিনে নানান নিয়ম কানুন পালন করা হয় ।সকল বাড়ি-ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে । বিশেষ করে যারা ব্যবসায়ী তাদের দোকানপাট পরিষ্কার করা হয় এবং পহেলা বৈশাখ হালখাতার আয়োজন করা হয়।

IMG20240413103306.jpg

এই চৈত্র সংক্রান্তিতে হিন্দু ধর্মালম্বীরা বিভিন্ন পূজা অর্চনা করে থাকেন। চড়ক পূজা, নীল পূজা, করে থাকেন। বর্তমান সময়ে চড়ক পূজা অতটা দেখা যায় না ।

IMG20240413102929.jpg

সকালের নাস্তায় দই, চিড়া, মুরি খেলাম । আজকে দুপুরের খাবারে নিরামিষ হবে ।১৪ শাক ভাজি, তিতার ঝোল, টক ডাল এগুলো আজ খেতে হয় ।আমার শাশুড়ি মা বলতেন যে , আজ সকাল বেলা এক চামচ টক দইয়ের সাথে দু ফোঁটা নিম পাতার রস মিলিয়ে খেলে এলার্জি ও খুজলি ভালো হয়ে যায় ।

IMG20240413140445.jpgIMG20240413140503.jpg

আমরা দুপুরে খাবার খেয়ে নিলাম।কিছুসময় শুয়েছিলাম কিন্তু ঘুম আর আসলোনা ।

IMG20240413181938.jpg

সন্ধ্যাবেলা হরি - গৌরী সহ বিভিন্ন সাজে সেজে একবার নীল নাচ নিয়ে আসেন। অনেক বছর পরে দেখলাম এই নীল নাচ ।শহরেতো এসব দেখাই যায় না । এভাবে কেটে গেল আমার চৈত্র সংক্রান্তি দিনটি।

আশা করি ১৪৩১ বঙ্গাব্দে আমাদের সকলের দিনগুলো ভালই যাবে। সেই আশা রেখে আজ বিদায় নিচ্ছি ।সবার জন্য রইল শুভকামনা

Sort:  
Loading...
 2 months ago 

আপনার শরীরটা খুব অসুস্থ জেনে খারাপ লাগছে। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। প্রতিটি ধর্মেরই নিজস্ব কিছু রীতি নীতি রয়েছে আর সেগুলো পালন করলে মনে প্রশান্তির ছোয়া লাগে, তার পাশাপাশি মন পবিত্র হয়।

ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

আমরা প্রত্যেকেই কোন না কোন ধর্মের সাথে যুক্ত রয়েছি।
আপনার শরীরটা খারাপ জেনে খুব খারাপ লাগলো। দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।

আপনার সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66916.74
ETH 3481.88
USDT 1.00
SBD 3.17