Better Life With Steem || The Diary game || 06 April 2024||

in Incredible India5 months ago
Add a heading.png
06 April 2024

Hello,

Everyone,

আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার চলে আসলাম আমার একটি দিনলীপি নিয়ে ।৬ই এপ্রিল দিনটি আমার কেমন কাটলো তা আপনাদের মাঝে শেয়ার করছি।
IMG20240406073919.jpg

প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে নিলাম। নাস্তা করার পরে দুপুরের রান্নার আয়োজন চলছে । কথার ছলে আমরাও আলোচনা করছি আজকে পটুয়াখালী যাওয়া যাক। সেখানে আমাদের 'সেনা পল্লী' প্লট দেখে আসি ।এখান থেকে অতটা দূরে না ।

IMG20240406133059.jpg

আমরা সিদ্ধান্ত নিলাম দুপুরের খাবার শেষে বাসা থেকে বের হব। দুপুর ১২টার সময় সবার জন্য তরমুজের জুস বনালাম । আমরা ২ টার সময় সকলে দুপুরের খাবার খেয়ে নেই ।

আমরা বাসা থেকে ৩ঃ৩০ মিনিটে বের হই । একটি ইজিবাইক এর জন্য অপেক্ষা করছিলাম ।কিছুক্ষণ পরে একটি ইজিবাইক পাওয়া গেল । বাসা থেকে ফেরিঘাট পর্যন্ত ভাড়া নিয়েছিল ১৪০ টাকা । ফেরিঘাট আসতে আমাদের বিকেল চারটা বেজে যায়। কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে ।

IMG20240406161017.jpgIMG20240406161031.jpg

বিকেল ৪:১০ মিনিটে ফেরি ঘাটে আসে। আমার ফেরিতে উঠলাম কিন্তু ফেরিটি তখনো ছাড়েনি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন তার জন্য অপেক্ষা করতে ছিল। এখানে অনেকে খেয়ায় নদী পারাপার হয় ।খেয়ায় নদী পার হতে আমার খুব ভয় লাগছে তাই আমরা ফেরির জন্য অপেক্ষা করছি।

IMG20240406160504.jpg

ইঞ্জিন চালিত ট্রলারে নদী পার হতে ২০ মিনিট সময় লাগে। নদী পার হতে ফেরির ৩০ মিনিট সময় লাগে। কিছুক্ষণ পরে পুলিশ কর্মকর্তাগনের গাড়ি চলে আসলেন । তাদের গাড়ি ফেরিতে ওঠার সঙ্গেই অন্যান্য যানবাহনগুলো উঠলো এবং সঙ্গে সঙ্গে ফেরি ছেড়ে দিল।৪:৩০ মিনিটে ফেরি ছাড়ল।

IMG20240406161538.jpg

বিকেল ৫টার সময় আমতলী ফেরিঘাটে এসে পৌছাল। আমরা আবার ২টি ইজিরিক্সা নিয়ে বাস স্টেশনে গেলাম ।৫:২০ মিনিটে আমরা বাস স্টেশনে চলে আসি। এখান থেকে পটুয়াখালী পর্যন্ত জন প্রতি ভাড়া নিল ৭০ টাকা করে। আমরা ছয়টা টিকিট কাটলাম। বাসটি ৫ঃ৩০ মিনিটে ছেড়ে দিল।

IMG20240406164725.jpgIMG20240406164903.jpg

কিছুটা সামনে যাবার পরে তিনজন যাত্রী উঠলেন। তাদের একজন যাত্রী কাছে একটি শিশু ছিল।আমার সামনের সিটে বসলেন। কৌতূহলের সাথে আমি সেই যাত্রীকে জিজ্ঞাসা করলাম , এত ছোট শিশু নিয়ে কোথায় যাচ্ছেন? তিনি বলেন, তিন ঘন্টা আগে বাড়িতে বসে নরমাল ডেলিভারি হয়েছিল, মা ভালো আছে কিন্তু শিশুটি অসুস্থ হয়ে পরেছে ।

IMG20240406180827.jpg

এ তিন ঘন্টা সময় কিছু খাচ্ছে না এবং পায়খানা প্রস্রাব করছে না। গ্রামের ডাক্তার দেখিয়ে ছিলেন। তিনি পটুয়াখালী জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেছেন তাই তারা শিশুটাকে পটুয়াখালী নিয়ে যাচ্ছেন।

IMG20240406182500.jpgIMG20240406182607.jpg

সুন্দর একটি ফুটফুটে বাচ্চা কত কষ্ট পাচ্ছে। যদি তারা একটু সচেতন হত , মাকে নিয়ে যদি কোন হাসপাতালে যেতেন এবং সেখানে যদি শিশুটির জন্ম হতো তবে এই কষ্ট তাকে পেতে হতো না ।এই বর্তমান সময় এসে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিছু মানুষ সেই আগের ধ্যান-ধারণা নিয়ে আছে ।কুসংস্কার এখনো মানুষকে ঘিরে রয়েছে ।

IMG20240406183730.jpg

মাকে বাড়িতে রেখে শিশুটিকে নিয়ে তারা শিশু হাসপাতালে যাচ্ছে ।কিছুক্ষণ পর পর মা ফোন দিচ্ছে আর কান্নাকাটি করছে । ঈশ্বরের কাছে প্রার্থনা করি মা ও শিশুটি সুস্থ থাকুক এবং ভালো থাকুক ।শিশুটি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।

IMG20240406182958.jpgIMG20240406183146.jpg

বাস স্টেশন থেকে সেনাপল্লী যেতে আমাদের ১০ থেকে ১৫ মিনিট সময় লেগে গেল ।অবশেষে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌছেছি। ছোট্ট একটি নতুন স্বপ্ন পূরনের আশায় আমাদের পথ চলা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের ছোট্ট স্বপ্নটি খুব শীঘ্রই পূর্ণ করতে পারি ।

IMG20240406211756.jpg
সকলের আশা পূর্ণ হোক সেই আশা রেখে আজ বিদায় নিচ্ছি ।

Sort:  
Loading...
 5 months ago 

পটুয়াখালী সেনাপল্লীতে ঘুরতে যাওয়ার খুব সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম পটুয়াখালি সেনাপল্লীর পাশেই আপনাদের বাসা। বাড়ির কাছে হওয়ায় সবাই মিলে ঘুরতে গিয়েছেন।

মাঝেমধ্যে এরকম পরিবারের সবার সাথে ভ্রমন করলে মন ভালো থাকে।

সুন্দর একটি ভ্রমণের মুহূর্ত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32