The diary game|| Better life with steem || শুভ রথযাত্রা ||

in Incredible India2 months ago
Add a subheading (1).png
শুভ রথযাত্রা

Hello,

Everyone,

পবিত্র রথ যাত্রার এই দিনে সকলের জন্য নিয়ে আসুক সুখ , সমৃদ্ধি সেই কামনায় সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা। সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ।প্রতি বছর এই দিনটির জন্য অধীর আগ্রহে থাকি।

আজ ৭ই জুলাই আষাঢ় মাসের শুক্ল পক্ষ তিথি। এই শুভদিনে জগন্নাথ, শুভদ্রা ও বলভদ্রর জন্য তিনটি রথ তৈরি করা হয়েছে। রথযাত্রা উপলক্ষে,পুরীর জগন্নাথ মহাপ্রভুর দর্শন পাওয়া খুব শুভ মনে করা হয় তাই আজ ভারত সহ বিভিন্ন দেশে শুভ রথযাত্রা উদযাপন করা হয়েছে ।

IMG20240707140916.jpg

আজ আমরা সারাদিন ইসকন মন্দিরে ছিলাম। আজকে আমাদের সারাদিন কেটে যাওয়া সেই সুন্দর দিন আপনাদের সাথে শেয়ার করেছি।

আমাদের কমেউনিটির দারুন একটি বিষয় নিয়ে প্রতিযোগিতা চলছে গতকাল রাত অংশগ্রহণ পোস্ট লিখতে লিখতে আমার রাত ২টা বেজে গেল । আজ সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হলো। সকাল ৮:৩০ মিনিটে ঘুম থেকে উঠলাম ।

IMG20240707122841.jpg

আজ যেহেতু রথযাত্রা তাই আর্মিবাবু ছুটি নিয়েছিলেন এবং আমরা সকলে মিলে ইসকন মন্দিরে যাব সে সিদ্ধান্ত হল। আমি সকাল বেলা উঠে স্নান করে নিত্য পূজা করে নিয়েছি। আমি উপবাস ছিলাম ।

ওদের জন্য রান্না করেছি।ওরা খাওয়া-দাওয়া করে তৈরি হতে হতে কিছু সময় লেগে গেল ।আমরা সকাল ১১ঃ৩০ মিনিটে বাসা থেকে বের হই। পল্লবী থেকে মালিবাগ দূরত্ব অনেক তাই একটু সময় হাতে নেই আমাদের বের হতে হবে। আজ যেহেতু রবিবার অফিস টাইম যানজট থাকবে।

আমরা মতিঝিলে মেট্রো করে যাব সে সিদ্ধান্ত হল। আমরা পল্লবী থেকে মেট্রো করে প্রথমে মতিঝিল গেলাম । ১১:৫৫ মিনিটে আমরা মেট্রোতে উঠেছি এবং ১২ঃ২৫ মিনিটে আমরা মতিঝিল এসে পৌঁছেছিলাম। পল্লবী থেকে মতিঝিল MRT Pass ছিল ৮০ টাকা করে । আমাদের তিনটি pass নিতে ২৪০ টাকা যা 12.63 Steem.(1 Steem = 19 Taka)। যেখানে আসতে গাড়িতে করে নিম্নতম তিন ঘন্টার বেশি লেগে যেত।যা ৩০ মিনিটে পেরেছি ।

IMG20240707123410.jpgIMG20240707123518.jpg

এই সেই শাপলা চত্বর। যা ঢাকা শহরের প্রাণকেন্দ্র বলা হয় । এর সামনে বাংলাদেশের বৃহত্তম উঁচু ভবন ”বাংলাদেশ ব্যাংক” যা ৩১ তলা এবং এর পার্শ্ববর্তী ”সেনাকল্যান ভবন” যার উচ্চতা ২১ তলা ।

IMG20240707132224.jpgIMG20240707132305.jpg
IMG20240707132421.jpgIMG20240707140854.jpg

বড় বড় ভবন গুলো দেখে মাঝে মাঝে মনে হয় এগুলো কিভাবে নির্মান করা হলো বা কিভাবে রং করা হয় । সে আজব প্রশ্ন । আমরা রিক্সা নিয়ে ইসকন মন্দিরে গেলাম। তখন রথযাত্রা আয়োজন শুরু হয়েগেছে । আলোচনা সভা শুরু হয়ে গেছে ।মাননীয় মেয়র সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছেন। প্রভুরাজসহ বিশিষ্ট ব্যক্তিগণ তাদের মূল্যবান বক্তব্য দিতেছেন ।আমরা মন্দির থেকে প্রসাদ গ্রহণ করলাম এবং রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করলাম ।

IMG20240707144620.jpgIMG20240707144746.jpg

জগন্নাথ দেবের দর্শন পাওয়া অনেক শুভ বিষয়। এখানে হাজার হাজার ভক্ত বৃন্দ আজ একত্রিত হয়েছে ।বাংলাদেশ সরকার এই শুভ অনুষ্ঠান সুষ্ঠুভাবে উদযাপন করার জন্য বিভিন্ন স্তরে নিরাপত্তা বাহিনী দিয়েছেন । ঢাকা বাসি খুব সুন্দর ভাবে এই শুভ দিনটি উদযাপন করতে পেরেছেন ।সকল কার্যক্রম সম্পন্ন করে রথযাত্রা শুরু করতে বিকেল চারটা বেজে গেল ।অনেক সুন্দর করে তিনটি রথ সাজানো হলো ।ফুল-ফলে সজ্জিত হল রথগুলো ।বিভিন্ন দেবদেবী সেই রথযাত্রার সাথে যুক্ত হলেন ।

IMG20240707144345.jpgIMG20240707144941.jpg
IMG20240707145857.jpg

এই গরমে রথযাত্রায় সময় ভক্তবৃন্দে জন্য ঠান্ডা জল ও শরবতের ব্যবস্থা ছিল ।ইসকন মন্দির থেকে যাত্রা শুরু করে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত যাবে ।আমরা রথকে প্রণাম করে এবং প্রসাদ গ্রহণ করে বাসায় চলে আসলাম । রথ যাত্রার সুবিধার জন্য রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিল। রিক্সা পাওয়া যাচ্ছিল না তাই কিছুদূর আমাদেরকে হাঁটতে হয়েছিল ।একটি রিক্সা পেয়েছিলাম কিন্তু ভাড়া অনেক বেশি চেয়েছেন ।তারপরও বাধ্য হয়ে রিক্সায় করে মতিঝিল মেট্রো রেল স্টেশন পর্যন্ত আসি।

IMG20240707145656.jpgIMG20240707145717.jpg

যেহেতু গাড়ি বন্ধ ছিল তাই মেট্রোরেলে লোকজনের ভিড় ছিল প্রচুর ।মেট্রো পাস সংগ্রহ করা ছিল এক কঠিন যুদ্ধের মত। তবে এখানে নিয়ম-শৃঙ্খলা অনেক সুন্দর ছিল। সবাই লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেছিল । আমি ২০ মিনিট অনলাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করলাম ।আমাদের আসতে মাত্র ৩০ মিনিট লেগেছিল যা এখন আমরা আসতে পারতাম না ।কারণ রাস্তা সম্পূর্ণ ব্লক ছিল।

IMG20240707153202.jpgIMG20240707153415.jpg

সত্যি ঢাকাবাসীর জন্য মেট্রোরেল অনেক সময় বাঁচিয়েছে এবং টাকাও সঞ্চয় করেছে ।আমাদের বাসায় আসতে আসতে বিকেল ছয়টা বেঁচে গেল। ফ্রেশ হয়ে আমরা কিছু ফল খেয়ে নিলাম । এভাবেই কেটে গেল আমার আজকের এই শুভ দিনটি ।আশা করি আপনাদের দিনগুলো ভালো যাবে। ঈশ্বর আপনাদের সর্বদা সুস্থ রাখুক এবং ভাল রাখুক সেই কামনা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি।

Device Description
Smartphoneoppo
Smartphone Modeloppo A83(2018)
Photographer@muktaseo

8Prrv7p5W83L7oFHxvWZQ5rzoJj7rUGVWQREWBaRkivXoXuzoDze6w8k1L7JFSvaLfKW5UELWgsskDEiZ41EVU3YTYeAQe2a1fze9uuBo151gAQ6CtsyD2JhZ6bvsxn5jGDxjacN3JN2bfFD3Kmh2FqrsqGVZCkPuutaXqqWMA59MVzDcfGD4KMrwbDLkW1sHDhTL7qgmmMMH8YSGLoxdBK.png

Sort:  
Loading...

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 2 months ago 

Thank you, Sir,@SCILWA

 2 months ago 

আপনাকে অসংখ্য ভাবে ধন্যবাদ জানাই আপনি আপনার রথযাত্রা এবং সারাদিনের কার্যক্রম আমাদের সাথে অনেক সুন্দর করে শেয়ার করেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

 2 months ago 

আপনাকে জানাই শুভ রথ যাত্রার অনেক শুভেচ্ছা খুব সুন্দর ভাবে রথযাত্রা পালন করা হয়েছে। আপনার সারাদিনের কাজকর্ম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58167.25
ETH 2358.72
USDT 1.00
SBD 2.36