আমার প্রথম ফটোগ্রাফি পোস্ট
![]() |
---|
Made by Canva |
Hello,
Everyone,
![]() |
---|
তারিখ :০২/০৪/২০২৪
সময় : বিকেল ৫ টা ৩৭ মিনিট
স্থান : মিজান টাওয়ার , বরগুনা
এই সময়ের কিছু সুন্দর সুন্দর মুহূর্তের একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে তুলে ধরেছি ।আশা করি আপনাদের এই ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। আমি আসলে ছবি তুলতে ভালবাসি কিন্তু অতটা আগ্রহ ছিল না ।স্টিমিট প্ল্যাটফর্মে যুক্ত হবার পর থেকে আমার সেই আগ্রহটি আরও বেড়ে গেছে।
আমি যেখানেই যাই সেখানেই কিছু নতুনত্ব দেখলে সঙ্গে সঙ্গে আমার মোবাইল থেকে একটি ছবি তুলি নেই ।সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি ।তবে চলুন শুরু করা যাক :
গোপাল সোনা |
---|
![]() |
---|
সবথেকে যার ছবি তুলতে আমার বেশি ভালো লাগে সে হলো আমার গোপাল সোনার ছবি ।
তারিখ :০৩/০৪/২০২৪
সময় : দুপুর ১২ টা ০৬ মিনিট
স্থান : বরগুনা
মায়ের সাথে সকালবেলা হাঁটতে যাওয়া , সুন্দর এ প্রকৃতি উপভোগ করা, সোনালী সূর্য দেখার সৌভাগ্য সবসময় হয়ে ওঠে না ।সকাল ছয়টায় আমরা হাটতে বেড়িয়ে পরি। তখন সবে মাত্র সূর্যমামা উঠতে শুরু করে, তার স্বর্ণ উজ্জ্বল রং দিয়ে পৃথিবীকে আলোকিত করে ।
সকালের সূর্যের আলো প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে তা আমরা সকলেই জানি যতই সময় গড়িয়ে ঘড়ির কাটার সাথে সাথে সূর্যের তাপদাহ বৃদ্ধি পেতে থাকে এ যেনো ঝলসানো রোদ ।
![]() | ![]() |
---|
তারিখ :০২/০৪/২০২৪
সময় : সকাল ৬ টা ২৭ মিনিট
স্থান : নাথ পট্টি লেক ,বরগুনা
সার্কিট হাউজ এর শোভা বর্ধনের জন্য বিভিন্ন ধরনের ফুলের চাষ করা হয়ে থাকে।ফুলগুলো দেথে খুব ভালো লাগলো। আমি চেষ্টা করেছি কিছু কিছু ছবি আমার মোবাইলে বন্দী করতে ।
ডালিয়া ফুল |
---|
![]() |
---|
তারিখ :০১/০৪/২০২৪
সময় : বিকেল ৫ টা ৪৭ মিনিট
স্থান : সার্কিট হাউজ,বরগুনা
শীতের সময় এই ডালিয়া ফুলের আকৃতি বৃদ্ধি পায় । এই সিজনে প্রচুর পরিমাণে ডালিয়া ফুল ফোটে ।তবে এখনো এই ফুলগুলো কিছু কিছু দেখা যায় । ডালিয়া ফুল বিদেশি ফুল হলেও বাংলাদেশে এর অনেক কদর রয়েছে। বিভিন্ন অফিস-আদালত, বাসা-বাড়িতে এই ফুলের চাষ করা হয় ।বাণিজ্যিকভাবে এর অনেক সুনামও রয়েছে ।ডালীয় ফুল বিভিন্ন রঙের ও বিভিন্ন আকৃতির হয়ে থাকে ।কিছু কিছু ডালিয়া ফুল৫ সেমি (২ ইঞ্চি) বা ৩০ সেমি (১ ফু)হয়ে থাকে।
বাগানবিলাস ফুল |
---|
লাল, সাদা, গোলাপি, বেগুনি বিভিন্ন রং এর বাগানবিলাস ফুল পাওয়া যায় । আমরা সকলেই জানি এর বৈজ্ঞানিক নাম: Bougainvillea spectabilis ।এই গাছগুলো হলো লতা জাতীয় এটি ২০ মিটার থেকে ৩০ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে ।রবীন্দ্রনাথ ঠাকুর এর বৈজ্ঞানিক নামের সাথে মিলিয়ে নাম রেখেছিলেন বাগানবিলাস ।এই ফুল বাগানের শোভা বৃদ্ধি করে তেমনি অনেক বাড়ির সামনে প্রধান গেটের সৌন্দর্য বৃদ্ধি করে।
![]() |
---|
তারিখ :০১/০৪/২০২৪
সময় : বিকেল ৫ টা ৪৮ মিনিট
স্থান : সার্কিট হাউজ,বরগুনা
এ ফুল গুলো কাগজের মত নরম থাকায় অনেকে একে কাগজফুল বলে থাকেন। তিনটি পত্র মঞ্জুরীর মাঝখানে ছোট ছোট সমান্তরাল ফুল ফোটে ।খুটি বা ঝাকা দিলে ৮০ থেকে ১০০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে ।লতা জাতীয় গাছ তাই এটিকে নিজের মন মত করে ডিজাইন তৈরি করা যায় ।
![]() |
---|
তারিখ :০১/০৪/২০২৪
সময় : বিকেল ৫ টা ৪৮ মিনিট
স্থান : সার্কিট হাউজ,বরগুনা
লাল, সাদা বাগানবিলাস গুলো বেশি দেখা যায় তবে বেগুনি, হলুদ এগুলো খুব কম চোখে পড়ে ।
সূর্যমুখী ফুল |
---|
![]() |
---|
তারিখ :০১/০৪/২০২৪
সময় : বিকেল ৫ টা ১৯ মিনিট
স্থান : সার্কিট হাউজ,বরগুনা
সূর্যমুখী ফুলতো সবাই চিনে ।এই সিজনে সূর্যমুখী ফুলের চাষ বেশি হয়ে থাকে ।সূর্যমুখী ফুল দেখতে যেমন সুন্দর তেমনি এর অনেক উপকারিতাও রয়েছে। এই ফুলের বীজ থেকে তেল উৎপাদন করা হয় । এই তেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ।
সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এই ফুলটি ও সূর্যের দিকে মাথা নত করে দেয় ।
![]() |
---|
তারিখ :০১/০৪/২০২৪
সময় : বিকেল ৫ টা ১৯ মিনিট
স্থান : সার্কিট হাউজ,বরগুনা
এই ফুলটি দেখতে অনেক সুন্দর কিন্তু এই ফুলটির নাম এখন মনে পড়তেছে না ।
![]() |
---|
তারিখ :০১/০৪/২০২৪
সময় : বিকেল ৫ টা ৪৭ মিনিট
স্থান : সার্কিট হাউজ,বরগুনা
আমি ততটা ভালো ফটোগ্রাফার নই কিন্তু আমি প্রতিদিন নতুন নতুন ফটোগ্রাফি দক্ষতা শেখার চেষ্টা করছি।
Device | Description |
---|---|
Smartphone | oppo |
Smartphone Model | oppo A83(2018) |
Photographer | @muktaseo |
প্রিয় ডালিয়া ফুলের ছবি দেখে খুবই ভালো লাগলো। এখন যদিও ডালিয়া ফুলের সিজন শেষের দিকে তবে দুই একটি জায়গায় ফুলটি দেখা যায়। কেন যেন ডালিয়া ফুলকে আমি এত পছন্দ করি এটা অন্য কোন ফুলের ক্ষেত্রে হয়নি। এছাড়া আপনি পোস্টটি খুব সুন্দর ভাবে সাজিয়েছেন। উপস্থাপনার ধরণটিতেও নতুনত্ব আছে। সব মিলিয়ে আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো।
আপনার মত করে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করি। আজকে আপনি চমৎকারভাবে আপনার কিছু পছন্দের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। সেই সাথে লোকেশান, সেটা জানতে পেরে বেশ ভালো লাগলো। ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি এবং বিস্তারিত আলোচনা করার জন্য। ভালো থাকবেন।
আপনার পোস্টে সবগুলো ফুলের ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে। আমি আপনার পোস্টে কিছু ফুল চিনতে পারলাম আর কিছু ফুল চিনতে পারলাম না। আর সবচেয়ে ভালো লেগেছে আপনি ফুলগুলো কোথায় থেকে তুলেছেন তার স্থান উল্লেখ করেছেন।তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন
ভাই আমিও ফুলগুলোর সঠিক নাম বলতে পারছিনা। তবে ফুলগুলো বাস্তবে দেখতে অনেক সুন্দর।
সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ফুল পছন্দ করে না এমন কেউ নাই বললেই চলে। ফুল হলো আমাদের সৌন্দর্যের প্রতীক। আপনার পোস্টের সূর্যমুখী ফুল বর্তমানে আমাদের এদিকেও চাষাবাদ করা হয়ে থাকে।
সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।