সহজ পদ্ধতিতে তৈরি করে ফেলুন মজাদার নারিকেলের নাড়ু।
Made by Canva |
আমার কিছু বন্ধু-বান্ধব তারাও খুব পছন্দ করে । আমার কিছু বান্ধবীরা বলল , তোদের মত আমরাও নাড়ু বানাই কিন্তু তোদের মত এত সুন্দর হয় না। আমরা কিন্তু এই নারুতে তেমন কিছু দেই না । খুব কম উপাদান দিয়ে এই নাড়ু বানানো হয় ।
তবে বর্তমানে নারিকেলে মূল্যবৃদ্ধি পেয়েছে এবং গুড়েরও মূল্যবৃদ্ধি পেয়েছে।বর্তমানে একটি নারিকেলের মূল্য ১২০ টাকা (6.228 Steem),(14 Trx) এবং সুপার শপে এক কেজি আখের গুড়ের মূল্য 250 টাকা (12.975 Steem),( 30.1125 Trx) আর খোলা বাজারে আখের গুড়ের মূল্য ২০০ টাকা ।
আগে এই দিনে আমার মা ২০ থেকে ২৫ টি নারিকেলের নাড়ু বানাত ।বাবার অফিসে,আমার স্কুলে ,আমার বন্ধুদের সবাইকে এই নাড়ু দিতে হতো।তবে , নাড়ু বানানটা অনেক কষ্টের তাই এখন কম নারিকেলের নাড়ু বানানো হয়। আমার আজকের পোস্টটি আমার শেই বন্ধুদের জন্য যারা নাড়ু বানাতে পারে না ।অবশ্য এটি অনেকেই জানেন তবে যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই পোস্টটি ।তবে চলুন শুরু করা যাক
উপকরণ:
নারিকেল | দুইটা |
---|---|
আখের গুড় | ৪০০ গ্রাম |
পানি | সামান্য |
ভাজা জিরার গুড়া | সামান্য |
রন্ধন প্রণালী:
প্রথম ধাপ |
---|
নারিকেলের ছোলা ছুলে কুড়িয়ে নেব ।নারিকেল ছোলা একটি কঠিন কাজ আমার জন্য । তাও কষ্ট করে ছুলে নিলাম ।
দ্বিতীয় ধাপ |
---|
আখের গুড় যেহেতু শক্ত থাকে সেটা কেটে নিলাম এবং একটি কড়াইতে গুড় , নারিকেল এবং সামান্য পানি দিয়ে মিশিয়ে নিব।
তৃতীয় ধাপ |
---|
গ্যাসের চুলার তাপ মাঝারি আছে রাখবো ।ভালো করে নাড়তে হবে। গুড় তাপে গলে যাবে এবং নারিকেল থেকে পানি বের হবে । এই পানিতে নারিকেল সেদ্ধ হয়ে যাবে ।এভাবে কিছুক্ষণ রান্না করব এবং বারবার নাড়তে থাকবো।
চতুর্থ ধাপ |
---|
যখন পানি শুকিয়ে আসবে তখন চুলের আস্তে কমিয়ে দিব এবং বারবার নাড়তে হবে । সামান্য ভাজা জিরার গুড়া দিয়ে দিব । এভাবে নাড়তে হবে যত সময় না পর্যন্ত সমস্ত পানি শুকিয়ে যায় এবং একটি আঠালো আঠালো ভাগ তৈরি হয় । আমি একটি স্টিলের বাটির সাহায্যে এটি খুব চেপে চেপে নিতেছিলাম । যত সময় পর্যন্ত এটি গোল হয় উঠে না আসে তত সময় পর্যন্ত এটি চুলার উপর রাখতে হয় এবং বারবার নাড়তে হবে ।
পঞ্চম ধাপ |
---|
নাড়ুর পাক হয়ে এসেছে চুলা থেকে নামিয়ে শিলপাটায় একটা বাটা দিয়ে নিলাম তাতে গরমের তাপমাত্রা হাতে কম লাগবে ।এটি গরম গরম বানানোর খুবই ভালো তাতে নাড়ুর আকৃতি টা সুন্দর থাকে এবং দুই হাতে সাহায্য আকৃতি দিলাম ।হয়ে গেল আমার নারিকেলে গুড়ের নাড়ু ।
আশা করি, এই সহজ পদ্ধতিটা আপনাদের বুঝতে কোন সমস্যা হয়নি ।আর যদি কোন সমস্যা হয়ে থাকে না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে মন্তব্য করে জানাতে পারেন । অবশ্যই বাসায় চেষ্টা করবেন।
সকলের জন্য রইল শুভকামনা |
---|
আজকে আপনি নারিকেলের নাড়ু তৈরি করার সকল উপকরণ খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উল্লেখ করেছেন।। সত্যি কথা বলতে রান্না করার কোন কিছুই আমার তেমন ধারণা নেই যে কোন বিষয়।। আজকে আপনার পোস্ট পড়ে নাড়ু তৈরি করার অনেক কিছুই জানতে পারলাম খুবই ভালো লাগলো।
Thank you, vaiya.
welcome 🤗
ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি রেসিপি সহজ ও সাবলীল ভাষায় আমাদের সামনে উপস্থাপন করার জন্য। নারকেলের নাড়ু আমার প্রিয় খাবারের মধ্যে একটি।
Thank you, Vaiya.
আপনার তৈরি নারিকেলের নাড়ুগুলো অনেক বেশি লোভনীয়। আমি যতবার তৈরি করতে গিয়েছি ততবার ব্যর্থ হয়েছি। আপনারা খুব সহজ পদ্ধতিতে নারিকেলের নাড়ু তৈরি করার পদ্ধতিটা শেয়ার করেন। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় এটা অনেক কঠিন।
তবে এবার অবশ্যই আপনার পোস্ট পরিদর্শন করে যে বিষয়গুলো আমি অধ্যায়ন করলাম। সেই বিষয়গুলো অবলম্বন করব, যখন আমি নারিকেলের নাড়ু তৈরি করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, নারিকেলের নাড়ু তৈরি করার পদ্ধতিটা খুব সহজ ব্যবহার উপস্থাপন করার জন্য। ভাল থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আপনি আমাদের সাথে নারিকেলের নাড়ু সহজে বানানোর উপায় শেয়ার করেছেন। আপনার পোস্ট এর মাধ্যমে নারিকেলের নাড়ু। বানানো খুব সহজ হয়ে গেল ও আর আমি নাড়ু অনেক পছন্দ করি তাই আমার কাছে আরও বেশি উপকারী লাগলো আপনার এই পোস্ট টি। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।