The diary game|| Better life with steem || বৃষ্টি ভেজা একটি দিন ||

in Incredible India8 days ago
IMG20240704150234.jpg

Hello,

Everyone,

আষাঢ় মাসের বৃষ্টি ভেজা একটি দিন পার হয়ে গেল । সংবাদ মাধ্যমে জেনেছি এভাবে এক সপ্তাহ থাকবে। বৃষ্টি ভালো লাগে কিন্তু এতদিন বৃষ্টি তাও ভালো লাগেনা। কিছুই করার নেই ।প্রকৃতির সাথে তালমিলিয়ে আমাদের চলতে হয়।

সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আরেকটি দিন পার হয়ে গেল জীবন থেকে । আশা করি এই দিনগুলো আপনাদের খুব ভালো কাটছে। আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ।

সকাল

বৃষ্টি ভেজা সকাল বেলা কাথা মুরি দিয়ে ঘুমিয়ে থাকতে অনেকেই পছন্দ করে। মনে হচ্ছে আর একটু সময় শুয়ে থাকি কিন্তু কি আর বলব, আমার সেই একটা বাজে অভ্যাস। সকাল ছয়টার পরে কোনভাবে আর বিছানাতে থাকতে পারিনা ।তখনো চারিদিক অন্ধকার ছিল ।

IMG20240704210648.jpg

বাইরে বৃষ্টি পড়ছিল। মেয়ে ঘুমাচ্ছিল । উঠে গেলাম, ফ্রেস হয়ে বাসায় কিছু টুকিটাকি কাজ সেরে নিলাম ।চোখের ঘুম কাটছে না, চা করে নিলাম। নিজেকে সতেজ করে নিলাম। কিছুক্ষণ ল্যাপটপ নিয়ে বসলাম , অনেক কাজ ছিল কিন্তু কিছুই করতে ভালো লাগছে না ।

IMG20240704210711.jpg

এরি মাঝে মেয়ে উঠে গেল ।ওকে সকালের নাস্তা দিলাম। মেয়ের এখনো কলেজ শুরু হয়নি ।এমনকি ভর্তি তাও এখনো পর্যন্ত শুরু হয়নি । যত দিন যাচ্ছে তত দেশ আধুনিক হচ্ছে। সমস্ত কার্যক্রমও পরিবর্তন হচ্ছে। নতুন নতুন ভাবে শিক্ষা কারিকুলাম সাজাচ্ছে।

আমরা যখন কলেজে ভর্তি হয়েছিলাম তখন ভর্তি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়েছি ।তার পূর্বে আমার দাদা যখন ভর্তি হয়েছিলেন তখন তাকে ভর্তি পরীক্ষা দিতে হয়নি ।সরাসরি গিয়ে ভর্তি হয়ে এসেছে। দিন যত যাচ্ছে ততই পরিবর্তন হচ্ছে ।কলেজে ভর্তির জন্য তিন ধাপে আপনাকে অপেক্ষা করতে হবে ।সত্যি বাচ্চাদের সাথে সাথে বাবা-মায়ের চিন্তার শেষ নেই ।সন্তান তার পছন্দশীল কলেজে পড়ার সুযোগ পাবে কিনা, এই নিয়ে আমি অনেকটা চিন্তায় আছি ।

দুপুর
IMG20240704150247.jpg

দুপুরবেলা আজকে কি রান্না করব তা নিয়ে ভাবছিলাম ।যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে খিচুড়ি খুব ভালো লাগে। আজকে খিচুড়ি রান্না করেছিলাম সাথে বেগুন ভাজি, ঝাল চিকেন ।তখনও বৃষ্টি পরছে। দুপুরের খাবার পরে আরো কিছু সময় বিশ্রাম নিলাম।বিকেল বেলা ল্যাপটপ নিয়ে বসলাম কিছু দরকারি কাজ করলাম।

সন্ধ্যা ও রাত
IMG20240704220922.jpg

সন্ধ্যাকালীন প্রার্থনা করে নিলাম । আর্মি বাবু চলে আসলেন ।তিনি কিছু ফল নিয়ে আসলেন ।এই আমটি আমি প্রথম দেখলাম। এটি দেখতে অনেক সুন্দর। নাম বলল ”ব্যানানা ম্যাংগো”। আমটি দেখতে কলার মতোই লম্বা। ভেবেছিলাম অনেক সুস্বাদু হবে যেহেতু দেখতে অনেক সুন্দর ছিল।

IMG20240704232820.jpg

রাতের খাবার শেষে সবাইকে আম কেটে দিলাম কিন্তু যতটা দেখতে সুন্দর ছিল ততটা স্বাদ ছিল না । আমটি ততটা মিষ্টিও না আবার টকও না ।তার থেকে হিম সাগর অনেক মিষ্টি । আমার সবথেকে প্রিয় ফল হল আম এবং লিচু ।

IMG20240704232831.jpg

বাইরের সৌন্দর্য দেখে কাউকে বিচার না করে তার গুন ও দক্ষতা দেখে বিচার করা উচিত। যাইহোক এভাবে কেটে গেল আমার ৪র্থ জুলাই দিনটি।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় সতর্ক থাকবেন ।যেহেতু এখন বর্ষাকাল তাই আপনাদের ছোট বাচ্চাদের এবং বয়জেষ্ঠদের প্রতি বেশি লক্ষ্য রাখবেন । আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।

Device Description
Smartphoneoppo
Smartphone Modeloppo A83(2018)
Photographer@muktaseo

Sort:  
Loading...
 8 days ago 

দিন দিন শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন ঘটছে। আমার পড়াশোনার জীবন বেশি দিন হয়নি শেষ হয়েছে। কিন্তু এর মধ্যেই অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। ভবিষ্যতের সমস্ত শিক্ষা ব্যবস্থাটাই বোধহয় পরিবর্তন হয়ে যাবে। এই আমের নাম যে ব্যানানা ম্যাংগো এটা আমি প্রথম জানলাম। এমনিতে বাজারে গেলে মাঝে মাঝে দেখি। তবে কখনো খেয়ে দেখা হয়নি। আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম তেমন একটা সুস্বাদু না। তাহলে না কিনে ভালই করেছি। ধন্যবাদ আপনাকে দিনলিপি আমাদের সাথে শেয়ার করার জন্য

 8 days ago 

বৃষ্টি বাদলের দিনে মজার মজার খাবার খেতে খুব ভালো লাগে। আজ আপনি খিচুড়ি রান্না করেছিলেন সাথে বেগুন ভাজি ও চিকেন ছিলো। একদমই তাই সৃষ্টি কর্তার কাজে বাধা দেওয়া ক্ষমতা কারো নেই। বৃষ্টির যেমন দরকার ছিলো তেমনই অতিরিক্ত বৃষ্টি অনেকের ক্ষতির কারন হয়ে দাড়িয়েছে।

 8 days ago 

বর্ষাকালে বৃষ্টির সময় আমি কাঁথা মুড়ি দিয়ে থাকতে খুব পছন্দ করি। বৃষ্টির দিনে ঘুম থেকে উঠতে ইচ্ছে করেনা। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তো খুব মজায় লাগে। ছবিতে আমগুলো দেখে সত্যিই খুব সুন্দর লাগছে। আপনার সারাদিনের কাজকর্ম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 8 days ago 

মাগো মা, বর্ষার দিন খিচুড়ি রান্না এ তো দেখেই জিব্বায় জল চলে আসছে, বর্ষার দিন আমার খিচুড়ি খেতে এত ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না।

যদি খিচুড়ির সাথে হয় হালকা একটু মুরগির মাংসের ঝাল ভুনা তাহলে তো আর কথাই নাই। যাই হোক বর্ষার একটি দিন খুব ভালোভাবেই কাটিয়েছেন সেগুলো আমাদের কাছে খুব ভালোভাবেই উপস্থাপনা করেছেন এজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 8 days ago 

অনেকদিন হয় বৃষ্টি হচ্ছে আপনি বলছেন আরো এক সপ্তাহ থাকার কথা শুনে একটু খারাপই লাগলো বৃষ্টি আমার ভালো লাগে কিন্তু অতিরিক্ত না।। যখন যেমনি আবহাওয়া হোক না কেন তাল মিলিয়ে চলতে হবে।।

আর হ্যাঁ বর্তমানে অবস্থায় শিক্ষার ব্যবস্থা অনেকটাই পরিবর্তন আগের তুলনায় এখন নাকি এসএসসি কোন গ্রুপ থাকবে না জানি না ভবিষ্যতে আরো কত নিয়ম তৈরি করবে।। আর হ্যাঁ বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কে না পছন্দ করে আর খিচুড়ি গুলো খুবই লবণ হয়েছিল।। আমের কালার গুলোই দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু।।

 7 days ago 

বর্তমানে সরকার শিক্ষাবস্থাকে পাল্টে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করতে গিয়ে নতুন নতুন এক্সপেরিমেন্ট চালাচ্ছে। আর এর মাঝে গিনিপিগ হচ্ছে শিক্ষার্থী ও তার পরিবার।
বৃষ্টির দিনে খিচুড়ি ,বেগুনভাজি ও মুরগীর মাংস থাকলে আর সাথে যদি একটু আচার থাকে তাহলে এর চেয়ে আর ভালো খাবার হয় ন।
এই ব্যানানা ম্যাংগো আমার বাসায়ও একবার এনেছিল।
খেতে একদমই ভালো না। ঠিক বলেছেন,শুধু বাহ্যিক চেহারা দেখে মুগ্ধ হওয়া ঠিক না।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58132.39
ETH 3138.08
USDT 1.00
SBD 2.44