নতুন জামা পেয়ে বাচ্চার আনন্দ।
আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন অসুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি।
আজকে আপনাদের সামনে নতুন একটি গল্প নিয়ে এসেছি গল্পটি হল নতুন জামা পেয়ে বাচ্চার আনন্দ আমরা ছোট বাচ্চাদেরকে অনেক সুন্দর সুন্দর জামা কিনে দিয়ে থাকি।
এই সুন্দর জামা যখন তাদেরকে পরিয়ে দেওয়া হয় তখন তারা অনেক খুশি হয়ে থাকে তবে অনেকের সমাপ্ত হয় না সব সময় ওদেরকে নতুন জামা পরিয়ে দেওয়া যার যার সমর্থ্য অনুযায়ী বাচ্চাদেরকে নতুন জামা কিনে দেয়, তবে বেশিরভাগ যখন আমরা আত্মীয়-স্বজনকে বা কোন জায়গায় ঘুরতে যাই তখন বাচ্চাদেরকে নতুন জামা পরিয়ে দেই তখন বাচ্চাদের আনন্দ দেখে পিতা মাতার মন চাই যে বাচ্চাদেরকে আরো নতুন নতুন জামা কিনা দেয় অনেক সময় যদি পিতা-মাতা গরিব হয়।
তখন বাচ্চাদেরকে ঠিকমতো নতুন জামা পরিয়ে তাদের মনে আনন্দ দিতে পারেনা অনেক মানুষ আছে যাদের পিতা-মাতা মাঠে ঘাটে কাজ করে কোন রকম দিন আনা দিন খাই তারা কিন্তু বাচ্চাদেরকে নতুন জামা পড়ানোর চেষ্টা করে।
তাদের মন চায় কিন্তু তারা এই কাজটা করতে পারে না আশপাশে যখন অন্য বাচ্চাদেরকে নতুন জামা পড়ানো হয় তখন তাদের মন চাই, যে আমরা এরকম ধরনের জামা পড়ি কিন্তু তাদের বাপ মার পরিস্থিতি দেখে তারা এইরকম জামা পড়তে পারেনা অনেকের আবার আত্মীয়-স্বজনই গরিব বাচ্চাদেরকে নতুন জামা কিনে দেয় তাদের মনে আনন্দ দেওয়ার জন্য অনেকে আছে।
ঠিকমত জামা কাপড় খাওয়া দাওয়া না হওয়াটাই রাস্তায় ঘুরতাছে তবে অনেক বাবা মা আছে যারা বাচ্চাদের নতুন জামা কিনতে নাড়তে পারায় ধনী মানুষের ধনী মানুষের পুরান কাপড় পুরান কাপড় নিয়া বাচ্চাদেরকে পড়ায় কি হয়ে যায় কারণ তারা তো কাপড় পাই না এখনকার ক্ষেত্রে এগুলো একটু কম হয়নি তাই আগে শুনছি মুরুব্বিদের মুখে বাচ্চাদেরকে খাওয়াই তো দিতে পারতো না তো নতুন পোশাক দিব।
কিভাবে এর কারণে বাচ্চাদেরকে মানুষের কাছ থেকে নেয়া করাইত ধনী মানুষরা অনেক সময় নতুন কাপড় কয় দিন পইড়াই গরীবদেরকে দিয়ে দিত বাচ্চাদেরকে পড়াইতো পিতা-মাতা অনেক কষ্ট করে তাদের মুখে ভাত দিত কাপড়টা কাপড় মানুষের কাছ থেকে নেয়া করাই তো এখনকার যুগে এগুলা একটু কম হয় কম হয়ে বলতে এখন তো দেখাই যায় না এখন সবাই সমান।
তো বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি এটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
নতুন জামা মানেই খুশির আনন্দ নতুন জামা মানে অন্য এক সুখ! আসলে নতুন জামা পেতে কার না ভালো লাগে! আমার নিজের কাছেও নতুন জামা পেলে,,, অনেক বেশিই ভালো লাগে।
আসলে আপনি ঠিকই বলেছেন,,, রাস্তার পাশে অনেক মানুষ বসবাস করে! যারা কিনা তাদের ছেলেমেয়েকে দুই ঈদে দুইটা জামা কিনে দিতে পারেনা! কিন্তু ধনী ব্যক্তিরা তাদের ছেলেমেয়েদের জন্য প্রত্যেকদিন,,, হয়তো বা প্রত্যেক সপ্তাহ নতুন জামা কিনে।
আসলে আপনি যে বিষয়টা উল্লেখ করেছেন,,, এই বিষয়টা আসলে বর্তমান সমাজে খুব কম দেখা যায়! কারণ প্রত্যেকটা মানুষ তাদেরকে নিয়েই ব্যস্ত! অসহায় মানুষের পাশে,,,, দাঁড়ানোর মত সময় বা ধৈর্য তাদের থাকে না।
অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, এই সুন্দর বিষয়টা আমাদের সাথে তুলে ধরার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য
ঠিক বলেছেন আপু প্রতিটা বাচ্চা নতুন জামা পেলে অনেক খুশি হয়ে যায় ৷ আবার দেখা যায় গরীব মানুষের তার বাচ্চাদের নতুন জামা তেমন ভাবে কিনে দিতে পারতো না হয়তো ঈদে বা পূজাতে নয়তো কোন অনুষ্ঠানে ৷ এগুলো দিয়ে তারা অনেক খুশি থাকে ৷ প্রতিটা বাবা মা চায় তার সন্তানকে নতুন জামা কাপর দিবে কিন্তু কখনও কখনও তা কিনে দেওয়া সম্ভব হতো না ৷ অনেক ধনী লোক রয়েছে যারা কিনা চাইলেই কিছু বাচ্চাদের মাঝে নতুন জামা কাপর কিনে দিতে পারবে ৷ কিন্তু সেই মন মানসিকতা বর্তমান সমাজের ধনী মানুষের নেই ৷
যাই হোক আপু ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
ধন্যবাদ