কর্মের ফল

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন,ও ভাল আছেন আমিও আপনাকে দোয়ায় অনেক ভালো আছি আমি আবারও আজকে আপনাদের সামনে নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটি হল কর্মের ফল কি?

কর্মের ফল

আমরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য এক এক জন ধরনের কর্ম করে থাকি। কর্ম করতে মানুষের অনেক কষ্ট হয় । কর্ম করে পেটের খাবার যোগাতে হয়, পোশাক বানানোর টাকা পয়সা জোগাতে হয় । কর্ম করে নিজের উপার্জন নিজেই করা ভালো।

shaking-hands-3098690_1280.jpg
Src

চুরি ডাকাতি করার চেয়ে কর্ম করে খেলে মানুষে ভালোবাসা পাওয়া যায় ।এবং সবাই থাকে ভালো চোখে দেখে । সবার সামনে নিজেকে মানুষ এর মত মানুষ করে রাখতে হয় কর্ম করে খাওয়া লাগবে।

সমাজে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কর্ম করে থাকে তবে যে ছোট থেকে ভালোভাবে মানুষের মত মানুষ হতে পারে সে একদিন বড় ধরনের কর্ম করবে সমাজে কিন্তু তার মাথা অনেক উঁচা হবে মানুষের মত মানুষ হওয়ার জন্য ঠিক মতো লেখাপড়া করতে হবে।
নিজের শরীরের যত্ন নিতে হবে ,তাহলে মানুষের মতো মানুষ হয়ে সবাইকে দেখাতে পারবে সে একদিন বড় ধরনের একটি কর্ম করে খাচ্ছে,সবাই তার প্রশংসা করবে।

যাদের সংসারে বেশি লোকজন আছে তাদের হয়তো একজন কর্ম করলে দিন যায় না কিন্তু এমনও পরিবার আছে পরিবারের একজনই কর্ম করলে তাদের সংসার ভালোভাবে চলে যায়।

meeting-2890414_1280.jpg
Src
কর্মের পার্থক্য আছে কেউ এমন কর্ম করে যে সে বেশি টাকা পায়। আর কেউ এমন কর্ম করে সে অল্প টাকা পায় এখনকার দিনের অল্প টাকায় সংসার ভালোভাবে চলে না কারণ এখন জিনিস পত্রের প্রচুর পরিমাণ দাম বেশি দাম হওয়ার কারণে সংসারে দুই থেকে তিনজন থাকলে সংসার কোনরকম চলে বেশি মানুষের কর্ম করা লাগে না।

কিন্তু এখন আমাদের চোখের সামনেই দেখতেছি মানুষ এখন আর কেউ ঘরে বসে থাকে না সবাই টাকা উপার্জন করার জন্য কর্ম করে কারণ এখন সবাই জানে কেউ কারো কাছে কোন কিছু চাইলে নিজেকে অনেক ছোট মনে করে এই কারণে সবাই এখন কর্ম করে নিজের জীবন নিজেই সুন্দর করে তুলছে।

জীবনে চলার পথে কার কখন কোন বিপদ আছে বলা যায় না কিন্তু এখনকার বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য শুধু টাকাই প্রয়োজন এই টাকা তো মানুষের উপার্জন করা লাগবে উপার্জন করতে কেউ না কেউ এক ধরনের কর্মের পেছনে পড়ে আছে।

এখনকার দিনে মানুষ বেশি টাকা উপার্জন করার জন্য দেশে খুব কম মানুষ থাকে সবাই বিদেশে কর্ম করে কারণ তারা বিদেশে কর্ম করে বেশি টাকা উপার্জন করার চেষ্টা করে । আমাদের সমাজে যার টাকা আছে তার জীবন আছে যার টাকা নাই তার জীবন নাই। এই বলে আমি এই গল্পটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60913.22
ETH 2643.10
USDT 1.00
SBD 2.58