The Diary game ||20-12-24||A Beautiful Day, Shopping, Family, and Special Moments

in Incredible India5 days ago (edited)

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ পড়ছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিনের বিরতির পর আজকে আবার একটি দিনের দিনালিপি শেয়ার করতে চলে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

20241221_140839.jpg

Cover Photo

সকাল সকাল ঘুম থেকে ঊঠে ফ্রেশ হয়ে চললাম বাজার করতে। ছুটির দিন গুলিতে সাধারণত মাছ মাংসের কেনাকাটা থাকে। যদিও বাসায় মাংসের থেকে মাছই বেশি রান্না হয়। আজকেও বাজারে গিয়ে বোয়াল মাছ আর কাকিলা।মাছ কিনলাম। সকাল সকাল সাধারণত টাটকা মাছ পাওয়া যায়, যদিও শুক্রবার বাজারে ক্রেতার চাপ বেশি থাকে পাশাপাশি দামও বেশি থাকে। তবে, আজকে মাছের দাম সাধ্যের মধ্যেই ছিল। বোয়াল ছোট সাইজেরটা নিলাম ৩৮০ টাকা, আর কাকিলা মাছ নিল ৫০০ টাকা কেজি।

20241220_083703.jpg20241220_083717.jpg

সকাল সকাল টাটকা মাছ কেনা


মাছ কেনা শেষে বেশ কিছু সবজি নিয়ে তারাতারি বাসায় ফিরলাম। একটু পরেই মাঠে যেতে হবে, আজকেও ক্রিকেট খেলা আছে। বাসায় গিয়ে নাস্তা করে তারাতারি মাঠে চলে গেলাম, সাথে মেয়েকেও নিয়ে যেতে হলো।

20241220_101757.jpg20241220_102824.jpg

মাঠে গিয়ে পাথর নিয়ে খেলছে আমার মেয়ে, মেহেক, সাথে তার খেলার সাথী


মেয়ে মাঠে গিয়ে তার খেলার সাথীদের না পেয়ে মন খারাপ করলো, তবে এই বয়সের বাচ্চারা খুব সহজেই খেলার সংগী বানিয়ে ফেলে, মেহেক ও একজন সাথী পেয়ে তার সাথে খেলতে লাগলো, আর আমি ক্রিকেট নিয়ে মাতলাম। ১১ টা অব্দি খেলা চললো।

20241220_101802.jpg

খেলা শেষে বাসায় এসে টুকটাক কাজ শেষ করে গোসলে গেলাম। যেহেতু শুক্রবার জুমার দিন তাই, তারাতারি।মসজিদে চলে গেলাম। নামাজ শেষে ঘোষণা দিল, আজকে এই মসজিদের পাশের মাদ্রাসার হাফেজ শিশুদের পাগড়ি প্রদান ও মাহফিলের আয়োজন করা হয়েছে, বাদ আসর থেকে রাত ১০ টা অব্দি অনুষ্ঠান চলবে। এখানে ৫-১০ বছরের বাচ্চারা পড়ালেখা করে, এই বয়সেই তারা পুরো ৩০ পারা কোরআন শরীফ মুখস্ত করে ফেলেছে, এটা যে কত বড় সাফল্য এবং সম্মানের ব্যাপার তা আসলে বলে বুঝানো যাবে না। মনে মনে ঠিক করলাম মেয়েকে নিয়ে সেই অনুষ্ঠান অবশ্যই দেখবো।

20241220_172207.jpg

বাসার পাশের মসজিদের মাহফিল আয়োজন


নামাজ শেষে বাসায় এসে খাওয়া দাওয়া শেষে মেয়ে ঘুমিয়ে পড়লো। তাই অনুষ্টানের প্রথম অধিবেশন।মানে পাগড়ী প্রদান দেখা হলো।না, তবে মাগরীবের সময় মেয়েকে নিয়ে হাজির হলাম মাহফিলে। এই মাহফিল নিয়ে বিস্তারিত আরেকটি ব্লগে জানাবো।

বাসায় ফেরার পথে ওষুধের দোকান থেকে তিনজনের জন্য তিনটা ব্রাশ আর গিন্নির জন্য কলম কিনলাম। আগামীকাল থেকে তার পরীক্ষা শুরু হবে।

20241220_182826.jpg

টুকটাক কেনাকাটা


বাসায় ফিরে দেখি গিন্নী ছোলা মুড়ি মাখা বানাচ্ছে। শীতকালে বিকেলের নাস্তায় আমার খুব ই প্রিয় একটি নাস্তা। মজাকরে সবাই মিলে ছোলা মুড়ি মাখা খেলাম।

20241220_192754.jpg

বিকেলের প্রিয় নাস্তা, ছোলা মুড়ি মাখা


রাতে সবজি রান্নায় গিন্নিকে সাহায্য করলাম। শীতকালে ভাত না খেলেও আমার চলবে কিন্তু সবজি মিস।করা যাবে না। প্রতিদিন সবজি থাকা চাই। সবজি খাওয়ার কোন ক্ষতিকর দিক নেই, খুব দ্রুতই যেমন হজম হয়, তেমনি নানাবিধ ভিটামিন, মিনারেল,ক্যালসিয়াম আমাদের শরীরে যোগান।দেয়। তাই সবারই উচিৎ এই শীতে বেশি বেশি সবজি খাওয়া।

20241220_200853.jpg

শীতকালীন মজাদার সবজি


তো এই ছিল আমার আজকের কাটানো দিনটির বিশেষ কিছু মুহূর্ত। কেমন লাগলো আমার ডায়েরি অবশ্যই মতামতে জানাবেন। ভালো থাকবেন সবাই।


Post Details

CameraSamsung M31
Photographer@mukitsalafi
LocationDhaka, Bangladesh
Sort:  
Loading...
 4 days ago 

চাকরিজীবী মানুষের জন্য শুক্রবার খুবই আনন্দের একটা দিন। কেননা এই দিনটা তারা নিজেদের মতো করে কাটাতে অনেক বেশি পছন্দ করে। যেহেতু আপনার ক্রিকেট খেলা রয়েছে তাই আপনি বাজার শেষ করে তাড়াতাড়ি করে আপনার মেয়েকে নিয়ে ক্রিকেট খেলতে মাঠে চলে গেলেন।

এটা একেবারেই ঠিক ছোট বাচ্চারা খুব তাড়াতাড়ি তাদের বন্ধু বানিয়ে ফেলে আর তাদের সাথে অনেকটা সময় ব্যয় করতে তারা অনেক বেশি আনন্দ উপভোগ করে। আসলে শীতের সময় তাই বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় মাহফিল শুরু হয়ে গেছে, আর শীতের বিকেল বেলা মুড়ি মাখা আমার খুব পছন্দের একটা জিনিস। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 4 days ago 

ছুটির দিন গুলিতে চেষ্টা করি যত পারা যায় শরীর থেকে ঘাম ঝড়ানোর, এই জন্যেই এই খেলাধূলা। ঠিক বলেছেন ছোটবেলায় বন্ধু বানানো অনেক সহজ ছিল বড় হয়ে বন্ধুর অভাব সবথেকে বেশি টের পাই।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95554.61
ETH 3368.38
USDT 1.00
SBD 3.14