The Diary Game April 23, 2024 ||The prices of vegetables come down quite a bit

in Incredible India7 months ago
"হ্যালো স্টিমিট বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। "

কভার ফটো

সপ্তাহের অন্য দিনগুলির থেকে আজকের দিনটি শুরু হলো অন্য ভাবে। সকাল সকাল গিন্নি ঘুম থেকে ডেকে তুলে বাজারে পাঠালো, এই প্রথম মনে হয় ছুটির দিন বাদে অফিশিয়াল কোন দিনে আমি এত সকালে বাজারে যাচ্ছি।

🌸সকাল থেকে দুপুর🌸

শুক্র বা শনিবার ছুটির দিনেই সাধারণত বাজার করা হলেও গতকাল রাতে গিন্নির মামি হটাৎ অসুস্থ হওয়ায় ঢাকা নিয়ে আসা হয়। উনাদের আমার বাসায় ওঠার কথা, তাই আজকে সাঝ সকালে বাজারে আসা।

বাজার ঘুরে টাটকা কিছু সবজি নিলাম। এখানের করলা,পটল ও কাচা মরিচ গুলো অনেক টাটকা পেলাম।

20240423_074627.jpg

যদিও টমেটোর ব্যাপারে কোন মন্তব্য করতে চাই না। টমেটো দেখলেই মনে হয় বিষ খাচ্ছি। টমেটো কিনে পাশের দোকান থেকে একটি কচি জালি কুমড়ো নিলাম।

20240423_074537.jpg
20240423_074634.jpg

সকাল সকাল বাজারে গিয়ে ক্রয়কৃত টাটকা সবজির মূল্য

ProductQtyPrice(BDT)Price(SP)
করলা1/2 KG30 TK0.68
পটল1/2 KG30 TK0.68
টমেটো1KG40 TK0.91
জালি কুমড়ো1 Pcs40 TK0.91
কাঁচা মরিচ250 gm20TK0.45

সবজি কেনা শেষে চলে গেলাম মাছের বাজারে। সেখানে অনেক রকমের মাছ ঊঠেছে। আমি পাবদা আর গুলসা মাছ নিলাম।

20240423_074428.jpg
20240423_074554.jpg

অসুস্থ মানুষ অন্য মাছ তেমন একটা খেতে চায় না, তাই ভাবলাম এগুলো নেই। এই মাছ গুলো চাষের হলেও খেতে মন্দ নয়।

ক্রয়কৃত মাছের মূল্য

ProductQtyPrice(BDT)Price(SP)
পাবদা মাছ1/2 KG200 TK4.53
গুলসা/টেংরা মাছ1/2 KG300 TK6.79

বাজার নিয়ে বাসায় এসে দ্রুত গোসল সেরে অফিসের পথে রওনা দিলাম প্রিয় বাইকে চেপে। অফিসে এসে যথারীতি কাজের চাপ। কোনদিক দিয়ে দুপুর হয়ে গেল যেন বুঝতেই পারলাম না। দুপুরে নামাজ পড়ে লাঞ্চ করে নিলাম। আজকে অফিসে পাবদা মাছ, লাউ এর সবজি ও ডাল ছিল। অবাক হলাম বাসাতে যে পাবদা কিনে রেখে এলাম সেই পাবদা অফিসেও চলে এলো কিভাবে? এই নিয়ে গিন্নির সাথে মজা করলাম ফোন দিয়ে।

20240423_131421.jpg

অফিস ক্যান্টিনে আজকের লাঞ্চ

বিকাল থেকে সন্ধ্যে

প্রচন্ড গরমের জন্যে পুরো সপ্তাহ অফিস থেকে ভয়ে বের হই নি। সব গুলো ব্যাংকের কাজ জমিয়ে রেখেছি। আজকেও আর বের হলাম না। এই গরমে বাইরে বের হওয়া অনেক কষ্টের। জানিনা শ্রমজীবী মানুষদের এখন কত কষ্ট হয়।

বিকেলে ছাদে গিয়ে আসরের নামাজ পড়ে নিলাম। ছাদে মনে হচ্ছে পুরা আগুন লেগে আছে। সব গুলো এসির আউটসাইড অংশ ছাদের উপরে।

20240423_140117.jpg

এসির এই আউটসাইড ইউনিট গুলো প্রতিনিয়ত গরম বাতাস বের করে

সন্ধ্যেবেলা অফিস ছুটি হলে বাসায় ফেরার পথে এক কেজি মিষ্টি নিয়ে বাসায় ফিরলাম। মেহমানদের মিষ্টি না খাওয়ালে কেমন হয়?

20240423_190338.jpg

মিষ্টির দোকান থেকে কেনা মিষ্টির মূল্য

ProductQtyPrice(BDT)Price(SP)
মিষ্টি1 KG400 TK9.02
রাত

রাতের বেলা বাসায় গিয়ে প্রথম কাজ কাপড় ছেড়ে ফ্যানের নিচে শুয়ে পড়া। এরই মাঝে গিন্নি এক গ্লাস জ্যুস নিয়ে হাজির। খেয়ে মনে হলো মন প্রাণ ভরে গেল।

20240423_223339.jpg

প্রচন্ড গরমে এরকম এক গ্লাস জ্যুস যেন অমৃত

রাতে সবাই মিলে খাবার খেয়ে নিলাম, কিন্তু আত্মীয়দের আসার খবর নেই। তখন ও তাদের ডাক্তার দেখানো হয় নি। পরে রাত ১১ টার দিকে কল করে জানালো রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে, তাই আর উনারা আসবেনা। আমরাও আর বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়লাম।

Sort:  
Loading...
 7 months ago 

আজ আপনি অনেক কিছু বাজার করেছেন এবং সেগুলো মূল্য তালিকা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আজ আপনি গুলসা মাছ কিনেছেন, সত্যি বলতে আমি কখনও গুলসা মাছ খাইনি।

  • আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
 7 months ago 

ধন্যবাদ ভাই, আমি সব সময় চেষ্টা করি বাজার করলে তার মূল্য টাকা ও স্টিমে দেবার।

 6 months ago (edited)

অন্যান্য দিনের থেকে খুব সকালেই ঘুম থেকে উঠে বাজারে গিয়েছেন। আপনার গিন্নির মামী অসুস্থ এজন্য আপনাদের বাসায় আসবে।
মেহমানদের জন্য বেশ ভালোই বাজার করেছেন। দোয়া করি মামি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।
মেহমানদের জন্য অফিস থেকে ফেরার পথে মিষ্টিও নিয়ে এসেছেন।

সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

ধন্যবাদ ভাই, আমার পোস্ট বরাবরের মত সুন্দর করে পড়া শেষে চমৎকার মন্তব্য করার জন্য।

 6 months ago 

আজকে সকালে উঠে বাজার গিয়ে সবজী কিনলেন তারপর টেংরা মাছ কিনলেন ৷ বাজার শেষে দুপুরের খাবার বেশ মজা করে সেরে ফেললেন ৷ তারপর দেখলাম মিষ্টির দোকানে গিয়েছেন আর মিষ্টি গুলাও দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 6 months ago 

হ্যা ভাই বাজার করতে সব সময় আমার অনেক বেশু ভালো লাগে, তবে ইদানিং দাম বেশি বেড়ে যাওয়ায় কষ্ট হয়। মনে হয় গ্রামে নিজেদের জমিতে এত এত সবজি থাকতে ঢাকায় এই বাশি জিনিস বেশি দামে কেনা লাগছে।

ভালো থাকবেন ভাই, এভাবে সাপোর্ট দেয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81449.68
ETH 3207.32
USDT 1.00
SBD 2.82