The Dairy Game||July 07, 2024|| A Snapshot of my busy life

in Incredible India6 days ago
সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি
20240707_230751.jpg
কভার ফটো

সকাল সকাল ঊঠে টিভিতে ব্রাজিল এর খেলা দেখতে বসে পড়লাম। অনুমেয় ছিল ব্রাজিল আজকে হারবে, খেলা শুরু আগে থেকেই বন্ধুদের গ্রুপে ট্রলের স্বীকার হচ্ছি, এটা অবশ্য নতুন না ২০১৮ সালের পর থেকে নিয়মিতই এমন হচ্ছে। আসলে প্রকৃতি সব কিছু ফিরিয়ে দেয়, একটা সময় আমি তাদের ট্রল করেছি, এখন তারা করছে। বাংলাদেশী ব্রাজিল আর্জেন্টিনা রাইভাল সাপোর্টারদের এমন মুহুর্ত গুলো আছে বলেই আমরা এখনো খেলা দেখে উপভোগ করি। সকাল সকাল হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে এবারের মত বিদায়।

অফিসে গিয়ে কাজ করবো তাতেও শান্তি না, কলীগরা এসে পোক মেরে যাচ্ছে একটু পর পর। আহা, ভারী অশান্তি। তবে এসব শেষ হয়ে গেল একারোটা বাজতে না বাজতেই। কেননা এখন আগামী ১৫ তারিখ অব্দি প্রচন্ড কাজের প্রেসার থাকবে সবার, তার উপর সাম্নের মাসে ইনক্রিমেন্ট, অনেকের প্রমোশন হবে, সবাই এখন কাজ নিয়েই বেশি সিরিয়াস।

অনলাইন থেকে কেনাকাটা করাটা একরকম নেশা। আমি ভয়ে মাঝে মাঝে অনলাইন মার্কেটপ্লেসে ঢুকি না, দেখলেই কিনতে ইচ্ছে করে। এই যেমন ঈদের আগে দুইটা ফ্যান অর্ডার করেছিলাম, বাসায় এই টাইপ ফ্যান আরো আছে, তার পরেও আবারো কিনলাম, আজকে সেগুলো ডেলিভারি পেলাম।

20240707_125537.jpg
20240707_214021.jpg

অনলাইন থেকে কেনা ফ্যান

এই ফ্যানের দাম পড়েছে প্রতিটি ৪৩০ টাকা করে। ডেলিভারি পেতে প্রায় ৪০ দিন লেগেছে, কেননা এগুলো গ্লোবাল প্রডাক্ট, সরাসরি চায়না থেকে এসেছে। এগুলো অফিসের কলীগরা দেখা মাত্রই কারাকারি অবস্থা, অনেক কষ্টে উদ্ধার করে একটা বাসায় আনতে পেরেছি।

আজকে বিকেলে অফিসের কাজে একটু বাহিরে গিয়েছিলাম। রাস্তায় দেখলাম লটকন বিক্রি হচ্ছে। দেখে আর লোভ সামলাতে পারলাম না, ১ কেজি কিনে নিলাম ১২০ টাকা দরে।

20240707_142621.jpg

অফিসের কাজে উত্তরা যেতে হবে শুনে ভেবেছিলাম অনেক জ্যাম পাবো, তবে এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ায় সময় কম লেগেছে। আজকেই প্রথম এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে যাওয়া হলো, মনেই হয়না যে এটা বাংলাদেশ। সরকারের সমালোচনা যতই করুন এরকম কাজকে সাধুবাদ জানাতেই হবে।

20240707_134308_exported_84946.jpg

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফেরার পথে বাধলো বিপত্তি, গুলশান ২ এর কাছে এসে বাইকের এক্সিলেটর কেবল গেলো ছিড়ে, অনেক কষ্টে ১০০ ফিটে এসে গাড়ি সারাতে দিলাম।

20240707_192246.jpg20240707_192236.jpg
20240707_192227.jpg

যেই মেকানিক কাজ করলো তার সাথে কথা প্রসংগে জানতে পারলাম সে আমার এলাকারই ছেলে। ভালো লাগলো এমন একজনকে পেয়ে, এখন থেকে তার কাছেই বাইকের কাজ করানো যাবে। এলাকার মানুষজনকে পেলে খুব ভালো লাগে, এটা আলাদা একটা টান।

বাসায় ফিরে ফ্রেশ হয়ে রান্না শুরু করলাম, এদিকে টিউটোরিয়াল ক্লাস শুরু হলো, দেরিতে জয়েন হলাম, জয়েন হবার একটু পরেই শুরু হলো গিন্নির ফোন, এককানে টিউটোরিয়াল ক্লাসের ম্যাম অন্য কানে হোম-মিনিস্টার ম্যাম, এভাবেই চালিয়ে গেলাম প্রায় ২০ মিনিট। আজকের টিউটোরিয়াল ক্লাস সবার জন্য অনেক বেশি শিক্ষণীয় ছিল।

Screenshot_20240707-214411_Discord.jpg

কমিউনিটির টিউটোরিয়াল ক্লাস চলাকালীন স্ক্রিনশট নেয়া

ক্লাস শেষ করে রাতের খাবার খেয়ে এক বসাতেই পোস্ট টা লেখা শেষ করলাম। বুঝতে পারছি তাড়াহুড়োতে লিখছি, আর তাড়াহুড়োর কাজ কেমন হয় তা সবার জানা। মাঝে মাঝে মনে হয় এই প্ল্যাটফর্মে আসতে অনেক দেরি করে ফেলেছি, যখন হাতে প্রচুর সময় ছিল তখন এলে অনেক ভালো হতো। শত ব্যস্ততার পরেও দিনে একবার এসে কিছু লেখার একটা অভ্যাস হচ্ছে এটাই এখন প্রাপ্তি।

Sort:  
 6 days ago 

আমার আজকে লেখা হয় নাই। ভেবেছিলাম রাতে লিখবো কিন্তু এখন লিখতে বসলে সবাই বকা দিবে। তাই আগামীকাল কালকেই লিখবো।
অনলাইন মার্কেটপ্লেসে আমিও ঢুকি না ভয়ে। ঢুকলেই কিনি।কি যে বাজে অভ্যাস।
এক্সপ্রেসওয়েতে প্রায়ই যাওয়া হয় আমার।আসলেই ওঠলে মনে না বাংলাদেশে আছি।
মাঝরাতে লটকনের ছবি না দিলেও পারতেন। এখন আমি লটকন কই পাবো। ওইদিকে জিভ দিয়ে পানি ঝরছে।

Loading...

All gets serious during increment phase. I wish something good for you in this increment.

খেলাকে খেলার জায়গায় রাখায় ভাল, আমাদের বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে একটু বেশিই মাতামাতি হয়, সেটা একেবারেই অনুচিত, একজন মানুষ যে কোন দল সাপোর্ট করতে পারে, তাইবলে হারলেই ট্রল করতে হবে, এটা একেবারেই বেমানান, গতকাল আমি প্রথম ট্রিউটোরিয়াল ক্লাসে অংশগ্রহণ করেছি, আপনার শেয়ার করা ছবিতে আমাকে দেখা যাচ্ছে। ধন্যবাদ সুন্দর পোস্ট এর জন্য।

 5 days ago 

ভাই অনলাইনে জিনিস কেনার কথা আর আমি আপনাকে কি বলবো আমিও আপনার মতন ঠিকই যখনই অনলাইন মার্কেটে ঢুকি তখনই যে জিনিসটা দেখি সে জিনিসটা কিনতে মন চায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আল্লাহর কার্যক্রম আমাদের সাথে এত সুন্দর করে শেয়ার করেছেন।

 5 days ago 

এটা একটা নেশা, এতে অবশ্য কখনো লাভ হয়, অনেক কম দামে ভালো জিনিস কেনা যায়, আবার কখনো লস ও হয়। ভালো জিনিস দেখিয়ে খারাপ জিনিস ডেলিভারি করে। প্রতারক সেলারদের থেকে একটু সাবধানে থাকতে হয়।

 2 days ago 

নিজের পছন্দের দল হেরে গেলে বন্ধুরা এরকম মজা নিবে এটাই স্বাভাবিক।। এবছর হাইলাইট ছাড়া ফুটবল খেলা দেখা হয়নি।। অনলাইন থেকে আপনার পণ্য নেওয়া নেশা জেনে ভালো লাগলো আসলে অনলাইনে জিনিসগুলো দেখতে অনেক সুন্দর দেখায়।। লটকন আমার খুব বেশি পছন্দ না তারপরও খাওয়া হয়।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58635.35
ETH 3152.96
USDT 1.00
SBD 2.44