SEC17/W3|Experiences come with age or circumstances!

in Incredible Indialast month

সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে স্টিমিট এনগেজমেন্ট চ্যালেঞ্জের ৩য় সপ্তাহে অংশ নিচ্ছি। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমি আমার @mrsokal @kouba01 @jakaria121@hasnahena বন্ধুদেরকে এই চ্যালেঞ্জে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

Edited in Canva

How do you define maturity?

পরিপক্বতা মানুষ বাদে অন্য সব কিছুই পরিপক্ব বলতে আমরা সাধারণত বুঝি বয়সের ব্যাপারটা। কিন্তু মানুষের বেলায় পরিপক্ব মানে শুধুই বয়স নয়। আমার কাছে মনে হয় পরিপক্বতা ব্যাপারটি পুরোটাই দায়িত্বশীলতার যায়গা থেকে আসে। নিজের আবেগকে বুঝে নিয়ন্ত্রণ করে মানুষ যখন চিন্তাশীল সিদ্ধান্ত নিতে পারে তখনই বুঝতে হবে তার মাঝে পরিপক্বতার গুণ এসেছে।

যখন আমরা নিজের শক্তিমতা ও দুর্বলতার জায়গা গুলো চিহ্নিত করে বিকল্প পথ ভেবে কোন সিদ্ধান্ত নেই তখন তা সর্বদাই ভালো ফলাফল নিয়ে আসে। বিভিন্ন সময় কাজ করতে গিয়ে আশানুরূপ ফলাফল না পাওয়াটা একটা অভিজ্ঞতা, আর এরকম অভিজ্ঞতাকে পরবর্তীতে কাজে লাগিয়ে সফল হবার বাসনা থেকেই মানুষ পরিপক্বতার নিকটে চলে যায়।

kpexels-olly-3783585.jpg

source

What do you believe experiences come with age or circumstances? Define.

অভিজ্ঞতা, পরিস্থিতি ও বয়স দুটি থেকেই আসতে পারে। এই দুটি একটি অপরটির সাথে ওতোপ্রোতোভাবেই জড়িত।

মানুষের বয়স যত বাড়তে থাকে ততোই সে নতুন নতুন কিছু শিখে।বয়স বাড়ার সাথে সাথে আমরা জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপ গুলো পার করি। আর প্রত্যেকটি ধাপ পার করার সময় আমরা আলাদা আলাদা চ্যালেঞ্জের সম্মুখীন হই , আর তখন আমরা পারস্পরিক সম্পর্ক, শিক্ষা ও মেধা বিকাশের মাধ্যমে শিখি। তাই এটা বলাই যায় মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে প্রাকৃতিক নিয়মে অভিজ্ঞতার ঝুড়ি ভারি হয়।

অভিজ্ঞতা বিষয়টা শুধু যে বয়সের সাথেই সম্পৃক্ত তেমনটিও নয়। বয়সের পাশাপাশি পরিস্থিতি অনেক সময় আমাদের অভিজ্ঞ করে তোলে। কারো কারো ক্ষেত্রে বয়সের থেকেও পরিস্থিতি তাকে বেশি অভিজ্ঞ করে তোলে।

pexels-sasha-kim-8432272.jpg

source

একটি নির্দিষ্ট ঘটানার সাথে পরিস্থিতির সম্পর্ক। আর যতোদিন না কেউ সেই পরিস্থিতিতে পরে ততোদিন সে বুঝতে পারেনা এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয়। অনেকেই ৫ বছরে যে পরিস্থিতির স্বীকার হয়, কেউ আবার তার সারাজীবনেও সেই পরিস্থিতিতে পরে না। কাজেই দেখা যায় ৫ বছরের শিশুর সেই বিষয়ে যে অভিজ্ঞতা তা একজন সারাজীবনেও অর্জন করতে পারে না।

তাই বলা যায় অভিজ্ঞতা অর্জনে বয়স ও পরিস্থিতি দুটোরই সমান অবদান। মানুষের বয়স বাড়ার সাথে সাথে সময়ের মাধ্যমে মানুষ বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চার করে, আর পরিস্থিতি নানা ঘটনাবলীর মাধ্যমে মানুষকে অভিজ্ঞ করে তোলে।

Do you believe older people can also learn so many things from youth? Justify.

হ্যাঁ, প্রবীনরা তরুণদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন। তরুণরা সব সময় প্রযুক্তির দিক থেকে অনেক অনেক এগিয়ে, পাশাপাশি অনেক সময় তারা সংস্কৃতি ও ধর্মীয় বিষয়েও পড়ালেখা করে গবেষণা করে নিজেদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করে। তরুণদের এমন নতুন নতুন উদ্দীপনা এবং নতুন চিন্তাভাবনা বয়স্কদেরকেও উদ্বুদ্ধ করতে পারে। তরুণদের কাছ থেকে শিখে বয়স্করা তাদের গোড়ামি থেকে বেরিয়ে আসতে পারে। তারাও আরও আধুনিক হয় এবং পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারেন।।

এই যেমন ধরুন কিছুদিন আগেও গ্রামের মানুষেরা ড্রোন দেখে মাঠ থেকে কাজ ফেলে ভয়ে পালাতো। ড্রোনের সাথে অধিকাংশ তরুণ তখন পরিচিত থাকলেও প্রবীনরা অপরিচিত ছিল। কিন্তু ২-৩ বছর না যেতেই এখন প্রবীনরাও এই ড্রোন সম্পর্কে বুঝতে শিখেছে। এখণ ঈদের নামাজ হোক বা এলাকার উল্লেখযোগ্য কোন যায়গা হোক, মাথার উপর যখন তারা ড্রোন দেখে, এবং পরে সেই ফুটেজ গুলো বিভিন্ন মাধ্যমে তাদের কাছে যায় তখন তারা খুশি হয়, এখন আর মাথার উপরে ড্রোন দেখে ভয়ে পালায় না কেউ।

আবার গ্রামে এখন অনেক উদীয়মান তরুণরা ড্রোন দিয়ে জমিতে কীটনাশক ছেটানোর পরীক্ষামূলক পদ্ধতি আবিস্কার করে ফেলেছে। কে জানে হয়তো আর কিছুদিন পর কৃষকরা এই ড্রোন নিজেরাই ব্যবহার করে তাদের জমিতে কীটনাশক ছেটাবে।

pexels-jeshoots-com-147458-442589.jpg

source

এরকম হাজারো উদাহরণ রয়েছে আমাদের চারিপাশে। তরুণরা যেমন বয়স্কদের আছে কোন রকম লজ্জা না পেয়ে শিখতে আগ্রহী হয়, তেমিন বড়দেরও উচিৎ তরুণদের কাছ থেকে ভালো কিছুর শিক্ষা নিয়ে নিজেকে আপডেট করা।

তরুণদের সাথে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করতে না পারলে সবক্ষেত্রে আমরা পিছিয়ে পড়বো। তরুণ প্রবীন এই দুই প্রজন্মের শিক্ষার বিনিময় উভয় পক্ষের জন্যেই খুব বেশি দরকার, এতে দুই প্রজন্ম যেমন লাভবান হবে তেমনি লাভবান হবে পুরো মানুষজাতি তথা পুরো বিশ্ব।

লিখতে শুরু করলে শেষ হতে চায় না, তার পরেও থামতে হয়। আমাকেও এখানেই শেষ টানতে হচ্ছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই।

Sort:  

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 last month 

Thanks a lot for Support

Loading...
 last month 

dear brother,
First of all I would like to thank you for inviting me to participate in the competition.

Maturity varies from language to language. Like how you mentioned if a person doesn't succeed after working then he doesn't give up and keep working later he succeeds and he matures.

In fact I agree with it because the youth are far ahead with information technology while the old are lagging behind. Also religious knowledge is also more than other things in which young people are more advanced and old people can definitely learn from young people.

Not only can old people learn from young people! We have a lot to learn from the elders too.

Thank you for presenting us your knowledgeable article in a wonderful way. Wishing you success in the competition.

 last month 

অনেক ধন্যবাদ ভাই আমার পোস্ট পড়ার পর এত সুন্দর মন্তব্য করার জন্য। এটা একদম ই সত্য যে শেখার কোন বয়স নেই, আমরা যে কোন মানুষের কাছ থেকেই ভালো জিনিস শিখতে পারি, হোক উনি বয়সে বড় কিংবা ছোট। অনেক অনেক ভালো থাকবেন প্রিয় ভাই।

 last month 

অনেক অনেক ধন্যবাদ জানাই আমার মন্তব্য পড়ে আপনার মতামত জানানোর জন্য।

 last month 

এনগেজমেন্ট চ্যালেঞ্জার সিজন 17 এর তৃতীয় সপ্তাহে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।
একজন মানুষের মাঝে তখনই পরিপক্কতা দেখা যাবে। যে কোন পরিস্থিতিতে একাই সামাল দিতে পারবে।
আসলে সত্যি কথা বলতে কি শেখার কোন শেষ নেই।

 last month 

হ্যা ভাই পরিপক্বতা ব্যাপারটি আসলে একেক জনের কাছে একেক সময় আসে। কেউ বয়স বাড়ার সাথে সাথে নিজেকে পরিপক্ব করে কেউবা পরিস্থিতিতে পড়ে।

ধন্যবাদ ভাই আমার চ্যালেঞ্জে পোস্টে আওনার গুরুত্বপূর্ণ মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

 last month 

আপনার মত ম্যাচিউরিটি মানে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে দায়িত্বশীলতার সাথে কোন সিদ্ধান্ত নিতে পারা।
অভিজ্ঞতা বয়স ও পরিস্থিতি দুটো থেকেই আসতে পারে বলে আপনি মনে করে থাকেন।
মানুষের যতই বয়স বাড়তে থাকে ততই সে শিখতে থাকে। তবে পরিস্থিতি মানুষকে আরো দ্রুত শেখায় এটা আমিও মানি।

আসলে শেখার কোন বয়স নেই। ছোটরা যেমন বড়দের কাছ থেকে শিখতে পারে তেমনি বড়োরাও ছোটদের কাছ থেকে বিভিন্ন বিষয় শিখতে পারে। বিশেষ করে প্রযুক্তিগত বিষয়ের দিকগুলোতে বয়স্করা অনেক পিছিয়ে আছেন।
আপনি প্রতিযোগিতার প্রতিটি প্রশ্নের উত্তরই খুব সুন্দর ভাবে দিয়েছেন ।
প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি।

 last month 

হ্যা, এটা একদম ই সত্য যে ভালো কিছু শেখার ক্ষেত্রে বয়স এর কোন বাধা থাকা উচিত নয়, ছোটদের কাছ থেকে শেখায় কোন লজ্জা নেই, প্রযুক্তিগত দিক দিয়ে সব সময় তরুণরা বেশি এগিয়ে থাকে, তাদের থেকে না শিকজলে বড়রা পিছিয়ে পড়বে, আর বড়রা পিছিয়ে পড়লে একটি দেশ বা জাতি পিছিয়ে পড়বে। ধন্যবাদ আপু।

 last month 

ভাই আপনাকে অনেক ধন্যবাদ প্রতিযোগীতায় অংশ গ্রহণ করার জন্য। আপনি আজ আমাদের দারুন কিছু কথা উপহার দিয়েছেন। আমার কাছে ভালো লেগেছে ড্রোন ক্যমেরার বিষয়টি। আমাদের এদিকেও ওয়াজ মাহফিলে এমনটা হয়েছিলো। কেননা যারা বয়স্ক তাদের অনেক কিছুই এখনো অজানা রয়েছে। তরুনরা যা পারে তা সকলের জন্য আইডল বলে আমি মনে করি।

পরিপক্কতার বিষয়টি আপনি দারুনভাবে আমাদের বুঝিয়েছেন। সব মিলিয়ে আপনার লিখা পড়ে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন ভাই। শুভকামনা রইলো।

 last month 

ধন্যবাদ ভাই আমাকে এভাবে এপ্রিশিয়েট করার জন্যে। আওনাদের কাছে তজেকে পাওয়া এ ধরণের মন্তব্যের জন্যেই আসলে লেখার আগ্রহ পাই। গ্রামে এখন মানুষ আর আগের মতো ড্রোন দেখে ভয় পায় না। সবাই নিজেকে যুগের সাথে তাল মিলিয়ে আপডেট করে নিচ্ছে। যুবক আর বয়োজ্যেষ্ঠ দের জ্ঞানের বিনিময়ে সুন্দর আগামীর হাতঁানি দেখতে পাচ্ছি আমরা।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 71122.86
ETH 3848.97
USDT 1.00
SBD 3.49