You are viewing a single comment's thread from:

RE: "নিজের কাজের প্রতি নিজের একনিষ্ঠতা ও সম্মান সর্বাগ্রে জরুরি"

in Incredible India7 months ago

আমিও এরকম অন্সগখ্য দোকান মালিক দেখেছি যাদের কে দেখে বোঝার উপায় নেই তারা এত বড় প্রতিষ্ঠান এর মালিক। আবার আমি যে কোম্পানিতে জব করি সেই কোম্পানির মালিক এখনো ফুডপ্নডায় নিজের অরডার করে এবং প্রমোকোড ইউজ করে। অথচো এই কোম্পানির ম্যানেজার বা এজিএম রা কখনোই প্রমোকোড ইউজ করেনা। আসলে মালিক বলেই হয়তো উনি এটা করেন কারণ উনি ভাবেন এতে ওনার কোম্পানির কিছু টাকা সেইভ হবে। জীবন যাপনেও অনেক সাধারণ। বিন্দুমাত্র ক্ষমতার দাপট কাউকে দেখান না।

আর আমরা সাধারণ হয়েও মাঝে মাঝে ক্ষমতার দাপট দেখাই, নিজের চা বানাতে পিয়ন ডাকি। নিজে বানিয়ে খাবো?

নিজের চা বানানোই যাদের কাছে অসম্মানের মনে হয় তারা কোন দিনই জাড়ু হাতে নিয়ে ঝাড়ু দিবেনা। হয়তো এই কারণেই আপনার দেখা দোকানের মালিক ও অন্যদের থেকে আলাদা। এই কারণেই হয়তো উনি আজ এত উপরে ঊঠেছে। এসব নায়কদের কাছে অনেক কিছু শেখার আছে।

Sort:  
 7 months ago 

সফলতা সকলে ধরে রাখতে পারে না। এই কারণে আপনার কোম্পানির মালিক আর ম্যানেজারের আচরণের মধ্যে, জীবন যাপনের ক্ষেত্রে এতো পার্থক্য। সত্যিই সেদিন ঐ দোকান মালিককে দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63526.15
ETH 3387.82
USDT 1.00
SBD 2.56