Incredible India monthly contest of August #2| My opinion about community system!
Hello,
বন্ধুরা, সবাই কেমন আছেন?
অনেদিন ধরে কোনরকম কন্টেস্টে অংশ নেয়া হয়ে ঊঠে না। এর পেছনে যতটা না সময়ের অভাব তার থেকেও বড় অভাব ছিল ইচ্ছের। তবে আজকে আমি সব অনিচ্ছাকে এক পাশে রেখে প্রিয় কমিউনিটি কর্তৃক আয়োজিত কন্টেস্টে অংশ নিতে চলেছি। চেষ্টা করবো প্রতিটি প্রশ্নের উত্তর খোজার।
|
---|
source |
---|
কমিউনিটির বিপক্ষে যাবো এই কল্পনাইতো কখনো করতে পারি না। এই স্টিমিট প্ল্যাটফর্মে যুক্ত হবার পর যখন অকূল দড়িয়ায় এসে পড়েছিলাম, কোন কূল কিনারা খুজে পাচ্ছিলাম না, কি করবো,কিভাবে এগুবো এসব এর কিছুই যখন বুঝতাম না তখন কমিউনিটি সবার আগে এগিয়ে এসেছে। অনেকটা হাতে ধরে ধরে শিখিয়েছে, ঠিক যেমনটা ছোট বাচ্চাদের বেলায় হয়, হাত ধরে ধরে হাটি হাটি পা পা শেখানোর মতন। নতুনদের জন্য কমিউনিটি গুলো যেন মহাগ্রন্থ, যেগুলোর সাথে পরিচয় হলে, সব গাইডলাইন পাওয়া যায়, সে অনুযায়ী সামনে এগুলো স্টিমিট প্ল্যাটফর্মে জার্নিটা অনেক সহজতর হয়। তাই কমিউনিটির বিপক্ষে যাবার কথা কল্পনাতেও আসে না।
কমিউনিটি মানে একটা পরিবার। একটা পরিবারে যেমন অনেকগুলো সদস্য থাকে, এদের কেউ যেমন বয়সে প্রবীণ অভিজ্ঞতা সম্পন্ন হয়, ঠিক তেমনি থাকে নবীন সদস্য। কোন নবীন যদি কোন কাজ করতে গিয়ে ভূল করে বা বাধার সম্মুখীন হয়, তখন পরিবারের অন্যান্য সদস্যরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়, ঠিক একই ভাবে স্টিমিট প্ল্যাটফর্মের কমিউনিটি গুলো এডমিন থেকে শুরু করে সদস্য সবাই অনেক হেল্পফুল হয়ে থাকে। একজনের প্রয়োজনে অন্য সদস্যরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়, ভুল হলে সেটি ধরিয়ে দিয়ে সংশোধন এর সুযোগ করে দেয়। তাই আমি সব সময় কমিউনিটির পক্ষে।
|
---|
নতুনদের জন্য কমিউনিটি গুলো আশীর্বাদ স্বরূপ। কেননা একজন নতুন স্টিমিয়ান এই প্ল্যাটফর্মে যখন তার যাত্রা শুরু করে তখন অনেকগুলোও বেসিক নলেজ দরকার পড়ে। পাশাপাশি দরকার পরে গাইডলাইন। যদি কেউ উন্মুক্ত প্ল্যাটফর্মে ঘুরে বেড়ায় তাহলে সে হয়তো সেভাবে এই গাইডলাইন গুলো পাবে না।
অন্য দিকে সে যদি কমিউনিটির ভেতরে থেকে কাজ করে তাহলে তার যাত্রাটা অনেক সহজতর হবে। অন্য কমিউনিটির ক্ষেত্রে জানিনা তবে প্রিয় কমিউনিটি ইনক্রিডেবল ইন্ডিয়া নতুন্দের জন্য সব সময় আলাদা করে ভাবে। হাতে ধরে ধরে শিখিয়ে দেয় কিভাবে সাম্নের পথে চলতে হয়। কমিউনিটি মানে নতুন্দের জন্যে বটবৃক্ষ বা বলতে পারেন ছাতার মত।
শুধু যে নতুন ইউজারদের জন্য কমিউনিটি আবশ্যক তা কিন্তু নয়। অন্যান্য ইউজারদের জন্যেও এটি আশীর্বাদ। প্ল্যাটফর্মে যাবতীয় আপডেট নিউজ স্টিমিট সংশ্লিষ্ট কর্মকর্তারা জানালেও অনেক সময় সেগুলো আমাদের চোখে পড়ে না, কেননা ২-৩ হাজারের বেশি পোস্টের মধ্যে সেগুলো আমাদের চোখে না পড়াটাই স্বাভাবিক, কিন্তু কমিউনিটির এডমিন বা মদারেটররা যখন আমাদের এই আপডেট গুলো দেয় তখন সেগুলো চোখে না পড়ার কোন কারণ নেই। কারণ তাদের সাথে আমরা সরাসরি যুক্ত থাকি।
|
---|
আমি কখনই কমিউনিটির বাইর কাজ করি নি। সেক্ষেত্রে কি কি বাধা আসবে তা সম্পর্কে আমি অকিবহাল ন। তবে এতটুকু বুজতেপারি যদি কমিউনিটি না থাকে তাহলে এই প্ল্যাটফর্মে টিকে থাকা অনেক কষ্টের হবে। আমরা যারা কোন কমিউনিটির সাথে সম্পৃক্ত হয়েছি, তাদের সদস্যদের মধ্যে আলাদা একটা সম্পর্ক তৈরি হয়েছে। হটাৎ করে সেই কমিউনিটি যদি না থাকে তাহলে স্বাভাবিক ভাবেই সেই সম্পর্কে ছেদ পড়বে। বিশেষ করি কমিউনিটির টিউটোরিয়াল বা হ্যাংআউটে মন খুলে একে অপরের সাথে কথা বলতে পারার যে আনন্দ কখনই চাইবো না সেটি হারিয়ে যাক।
কখনই চা না কমিউনিটি বন্ধ হয়ে যাক। কেননা এক একটি কমিউনিটি এক একটি পরিবার, পরিবার আছে বলে যেমন সমাজ টিকে আছে, মানুষে মানুষে আলাদা বন্ধন রয়েছে, ঠিক তেমনি কমিউনিটি আছে বলে এই প্ল্যাটফর্মের অস্তিত্ব রয়েছে। যদি কমিউনিটি না থাকে তাহলে অস্তিত্ব নিয়েই সংকট তৈরি হবে।
যাই হোক এই কমিউনিটি গুলো টিকে থাকুক সেই কামনা করি। এমতাবস্থায় কমিউনিটির নিয়ম অনুযায়ী আমি আমার নিম্নোক্ত বন্ধুদের @karobiamin71 @mou.sumi @mdsahin111 আমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য।
এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।কমিউনিটি একটি পরিবারের মতো কাজ করে— নতুনদের হাত ধরে এগিয়ে নেয়, গাইডলাইন দেয়, অভিজ্ঞরা নবীনদের সাহায্য করে, আর সবাই একসাথে শেখার এবং কাজ করার সুযোগ পায়। এটি আসলেই একটি শক্তিশালী সম্পর্ক, যা শুধু প্ল্যাটফর্মের সাফল্যের জন্য নয়, ব্যক্তিগতভাবে উন্নতির জন্যও অত্যন্ত জরুরি।সুস্থ থাকবেন,ভালো থাকবেন, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আমিও আপনার সাথে একমত, আমরা কখনো কল্পনাও করতে পারি না যে আমরা কমিউনিটির বিপক্ষে যাব, কমিউনিটি আমাদেরকে হাতে-কলমে শিখিয়েছে স্টিমিট প্ল্যাটফর্ম এর সকল কিছু, যদি কমিউনিটি সিস্টেম না থাকতো তাহলে হয়তো আমাদেরকে আর খুঁজে পাওয়া যেত না, আপনার জন্য শুভকামনা রইল আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এবং প্রতিযোগিতার সকল প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে গুছিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন, ধন্যবাদ আপনার সুন্দর পোস্টের জন্য।