Better Life With Steem | The Diary Game |09th November

in Incredible Indialast year

"শুরু করছি সৃষ্টিকর্তার নামে"

আসসালামুয়ালাইকুম
Beige Blue Modern Photo Paris Collage LinkedIn Post.jpg
Edited by Canva

অনেক দিন পর আবারো ডাইরি গেইম লিখতে বসেছি। চেষ্টা করবো আমার জীবিনের একটি দিন সবার সাথে শেয়ার করতে। আশা করি সবাই সাথে থাকবেন।

সকাল বেলা কেটে গেলো তাড়াহুড়োর মধ্যে

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার৷ অন্য সব সপ্তাহে এই দিনটা খুব বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায়, কিন্তু আজকের সকালটাই শুরু হলো তাড়াহুড়োর মধ্য দিয়ে। গত্রাতে ঘুমোতে একটু দেরি হয়ে গিয়েছিলো। আজকে ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঊঠে দেখি সকাল ৭ টা পাড়। তারাতারি ঘুম থেকে ঊঠে ফ্রেশ হয়ে নিলাম। কি নাস্তা করবো বুঝতে পারছি না। ফ্রিজ খুলে দেখলাম আগের রাতের ঢেড়স চিংড়ি ভাজি। আরেক পাশে পরাটা বানানো। তারাতারি ২ টা পরাটা ভেজে নিলাম। চিংড়ি ভাজি হালকা একটু গরম করে নিলাম। ২ টা খেজুর আর পরাটা+ভাজি, এই ছিল সকালের নাস্তা।

20231109_073706.jpg

আমার সকালের নাস্তা

নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা থেকে ১০ মিনিট হেটে যেতে হবে অটো স্ট্যান্ডে। সেখানে আমার কলিগ কে সাথে নিয়ে চলে গেলাম মধ্য বাড্ডা। সারাদেশে অবরোধ থাকায় স্কুল গুলো বন্ধ, তাই রাস্তা ফাকা, খুব দ্রুতই আমরা বাড্ডা চলে এসেছি। সেখান থেকে বাসে করে গুলশান ১ যেতে হয়। কিন্তু অবরোধে বাসে ঊঠা বিরাপদ না, প্রায়শই বাসে আগুন দিচ্ছে, তাই আমরা হেটে হেটে গুলশান লেকের পাশ দিয়ে অফিসের দিক রওনা দিলাম। গুদারাঘাটে দেখলাম শীতকালীন সবজির দোকান বসেছে ফুটপাতে। হরেক রকমের সবজি দিয়ে ঠাসা দোকান।

20231109_083652.jpg

শীতকালীন সবজি আসতে শুরু করেছে দোকানে

20231109_083843.jpg

আর একটু হেটে গিয়েই দেখলাম ফুটপাতে এক মা তার ছোট বাচ্চাকে নিয়ে ভিক্ষা করছে। খুব খারাপ লাগে এভাবে মানুষকে দেখতে।

অফিসে ঠিক সময়ে গিয়ে পাঞ্চ করলাম। এর পর কাজে বসে পড়লাম।

দুপুরটা ছিল স্পেশাল

20231109_143145.jpg
20231109_143150.jpg

আজকে অনেকদিন পর আমরা আমাদের পুরো ফাইন্যান্স টিম একসাথে অফিসে লাঞ্চ করেছি। ঢাকার বিখ্যাত সুলতান ডাইন এর কাচ্চি। এর সাথে ছিল তাদের সবথেকে হট প্রডাক্ট বোরহানি। আমরা সেখানে আড্ডা দিলাম সবাই মিলে। কাজের প্রেসারে এভাবে আমরা অনেকদিন একসাথে লাঞ্চ করতে পারি নি। অবশেষে আজকে সময় হয়েছে সবার। আমাদের চিফ ফাইন্যান্সিয়াল স্যার এসে আমাদের উদ্দেশে ২ মিনিট কথা বললেন। আমদের কে এভাবেই মিলেমিশে দেখতে চান সবসময়

সন্ধ্যেবেলা কাটলো স্থানীয় হাটে

অফিস থেকে এসে মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম নদীর ঘাটে। বৃহস্পতিবার এখানে গ্রাম্য হাট বসে। হাটে যেতে যেতে প্রায় রাত হয়ে গেছে, হাট প্রায় শেষ, তার পরেও কিছু দোকান খোলা ছিল সেখান থেকে আমি লেবু যেটার দাম ২৫ টাকা হালি, করলা, আলু কিনে চলে এলাম।

20231109_200925.jpg

20231109_201008.jpg

স্থানীয় হাটের সবজি দোকানে

হাট থেকে সোজা ওষুধের দোকানে এসে কিছু ওষুধ কিনে বাসায় চলে এলাম। বাসায় এসে কিছুক্ষণ খেলা দেখলাম। রাতের খাবার খেয়ে কিছুক্ষন এই প্ল্যাটফর্মে পার করলাম। বেশ কিছু ভালো পোস্ট পড়লাম। এভাবেই কেটে গেল আজকের দিন।

আজকে এখানেই শেষ করছি। জানিনা কেমন লাগলো আজকের লেখা। অবশ্যই আপনাদের মতামত জানাবেন

Post Details

CameraSamsung M31
Date09-11-2023
LocationDhaka, Bangladesh

image.png
Thank you very much for reading my post.
image.png

Sort:  

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার দিনের কার্যক্রম গুলো শেয়ার করার জন্য এবং আপনার দিনের আনন্দ গুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।আপনি অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন আপনার পোস্ট এর মাধ্যমে জানতে পারলাম। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 last year 

ধন্যবাদ সাথে থাকার জন্যে। আপনাদের এমন উৎসাহ গুলো কাজ করার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল

Loading...
 last year 

ধন্যবাদ আপনাক, বিভিন্ন ব্যস্ততা পেরিয়ে সারাদিনের প্রতিটা মুহূর্ত আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।আপনি আপনার প্রতিটা কাজে সফল হন আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ আপনাকে। খুব ই ভালো লাগলো আপনি কমেন্ট করেছেন দেখে।।

 last year 

আপনি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আবার একটু ঘুমিয়েছেন। তারপর আপনি সকালের নাশতা করেছেন। রেডি হয়ে অফিসে গিয়েছেন আটো করে গিয়েছেন কিছু পথ।

তারপর আপনি পায়ে হেঁটে গেছেন কিছু পথ। আর আপনি ঠিক সময়ে অফিসে গিয়েছেন। দুপুরে সবাই মিলে একসাথে দুপুরের খাবার খেয়েছেন।

তারপর আপনি অফিস শেষ করে বাসায় এসে হাটে গিয়েছেন এবং কিছু কাঁচাবাজার করেছেন এবং তারপর বাসায় চলে এসেছেন।

যাইহোক, আপনার দিনলিপিটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনার পরবর্তী আকর্ষণীয় দিনলিপি পড়ার অপেক্ষা থাকলাম। ভালো থাকবেন আপনি ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই আপনাকে। আপ্নিও ভালো থাকবেন

 last year 

ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনাকে একটি দিনের কার্যক্রম আমাদের কিছু শেয়ার করার জন্য।

আপনি সকালে ফরজের নামাজ আদায়ের মধ্য দিয়ে দিন শুরু করছেন একজন মুসলিম হিসেবে আমাদের নামাজ আদায় করাটাই ফরজ।

দিন শেষে বাজার করতে এসে ২৫ টাকা হালি লেবু কিনে নিয়ে বাড়িতে এসেছেন। আপনার দেখা করার মধ্য দিয়ে বাজারে সর্বমূল্যের দাম জানতে পারলাম।

 last year 

ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সব সময়

 last year 

এত রাতে সুলতান এর কাচ্চির কথা পড়ে এখন খেতে ইচ্ছে করছে।
শীতের দিনের সবচেয়ে বাজে বা ভালো যাই বলি না কেন সবজি ওলাদের ভ্যানে নানা ধরনের রঙিন সবজি দেখলেই শুধু কিনতে ইচ্ছে করে।
আপনি আপনার সারা দিনের কার্যক্রম আমাদের সাথে চমৎকার ভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন। শুভকামনা রইলো আপনার জন্য

 last year 

আমার সম্পূর্ণ পোস্ট পড়ে চমৎকার বিশ্লেষণ ও মন্তব্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76530.78
ETH 3054.36
USDT 1.00
SBD 2.63