Better life with steem || The Diary Game || 7th April|| Eid Shopping activities

in Incredible India6 months ago

My Diary

৭ এপ্রিল, ২০২৪

ঈদের আগেই যেন ঈদের ছুটি পেয়ে গেল বাংলাদেশের মানুষ। শুক্র,শনি সাপ্তাহিক ছুটির পর রবিবার শবেবরাত এর ছুটি থাকায় টানা তিনদিনের ছুটিতে মানুষ এবছর প্রাণভরে ঈদ কেনাকাটায় ব্যস্ত ছিল। ব্যতিক্রম হয় নি আমার বেলাতেও। আমি রবিবারের সারাটাদিন শপিং করে কাটিয়েছি। আজকে সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করবো।

সকাল বেলা ঘুম থেকে ঊঠে ফ্রেশ হয়ে আমরা তিনজন মিলে চলে গেলাম শুভাস্তু নজরভ্যালি শপিংমল এ। সকাল সকাল আসার একটাই কারণ, আবহাওয়া টা ঠান্ডা ছিল পাশাপাশি এই সময়ে ভীড় কিছুটা কম থাকে। আমরা ১১ টার পর মার্কেটে গিয়ে প্রথমে মেয়ের ড্রেস খুজতে শুরু করলাম। মেহেক দোকানে গিয়ে শুধু লাল রঙ এর জামা খোজা শুরু করছে। সে আগেই ঠিক করেছে এবারের ঈদের সে লাল ড্রেস নিবে। কি আর করার, অনেক খোজাখুজি করলাম কিন্তু সেভাবে পছন্দ হচ্ছিল না। অবশেষে ৮-১০ টা দোকান ঘুরে মেয়ের ড্রেস পাওয়া গেল।

20240407_155905.jpg

মেয়ের পরে মেয়ের মায়ের পালা, সে অবশ্য খুব বেশি সময় নিলো না, দ্রুতই একটা থ্রি-পিস পছন্দ করে কিনে ফেললো। কিন্তু সমস্যা গিয়ে বাধলো মায়ের থ্রি-পিছের সাথে মেয়ের একই রঙ এর ড্রেস মেলাতে গিয়ে। অনেক খোজাখুজির পর না পেয়ে অবশেষে একই রঙ এর ম্যাচিং করে গজ কাপড় কিনে নিলাম, সাথে ২ গজ লেজ ফিতা কেনা হলো।

20240407_162138.jpg
20240407_155942.jpg

মেয়ে ও মেয়ের মা এবার ডিপ ফিরোজা রঙ এর জামা পড়বে


তাদের কেনা শেষ হলে এবার আমার পালা, অনেক খোজাখুজি করে পাঞ্জাবি ম্যাচিং করাতে না পেরে আর কেনাই হলো না। একটা জিন্স প্যান্ট কিনে নিলাম। সব শেষে মেয়ের গরমের আরামদায়ক একটা জামা কিনে কাপড়ের দোকানের কেনাকাটা পর্ব শেষ হলো।

20240407_162110.jpg
20240407_160036.jpg

চলুন আজকের ক্রয়কৃত কাপড়ের বাজার দর সম্পর্কে একটু ধারণা দেই।

আজকের কেনা কাপড়ের ক্রয়মূল্য

ProductQtyPrice(BDT)Price(SP)
বেবি গাউন1 pcs800 TK17.39
থ্রি-পিছ1 pcs2900 TK63.03
গজ কাপড়2 yds300 TK6.52
বেবি জামা1 pcs450 TK9.78
জিন্স প্যান্ট1 pcs700 TK15.21

কাপড় কিনতে কিনতে দুপুর হয়ে গেল, মেয়ের ভীষণ ক্ষিদে, তাকে নিয়ে একটা খাবারের রেস্তোরাঁয় গিয়ে স্যান্ডউইচ কিনে দিলাম, দাম নিলো ১০০ টাকা (2.17 SP), মেয়ের মাকে বললাম খাইয়ে দিতে, সেই ফাকে আমি শপিং মলের একদম উপরের ফ্লোরের মসজিদে জোহরের নামাজ আদায় করে নিলাম।

20240407_130806.jpg
20240407_132606.jpg

নামাজ শেষে তাদের কে নিয়ে চলে গেলাম মোবাইল গ্যাজেটের দোকানে, সেখান থেকে গিন্নির মোবাইলের গ্লাস প্রটেক্টর, ও একটা ব্যাক কভার কিনলাম। এই দুইটার দাম নিল ২২০ টাকা (4.78 SP)

20240407_183821.jpg

গ্যাজেটের দোকান থেকে বের হয়ে সোজা মার্কেটের নীচ তলায় চলে এলাম। এখানে এমনিতেই হাটছিলাম, গিন্নি ক্রোকারিজ এর দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় একটা ফ্রাইপ্যান দেখে থেমে গেল, দাম জিগেস করতেই দোকানদার মামা ৭ পিছের প্যাকেজ ধরায় দিয়ে গিন্নির মাথাটা নষ্ট করে দিল। কি আর করার পুরো ৭ পিছের সেটটাই কিনে নিতে হলো।

20240407_160940.jpg20240407_155833.jpg

আজকের কেনা ক্রোকারিজ এর ক্রয়মূল্য

ProductQtyPrice(BDT)Price(SP)
কিয়াম নন স্টিক কুকওয়্যার7 pcs3900 TK84.76

ঈদ শপিং এর বাজেটের একটা বড় অংশ আমার এই খাতে ব্যয় হয়ে যাওয়ায় আজকের মত কেনাকাটা শেষ করে ফেললাম। তবে ওই যে আছে না শেষ হইয়াও হইলো না শেষ, বাসায় ফেরার পথে মেহেদি,তরমুজ, শশা, লেবু কিনে আমরা একটা রিক্সা নিয়ে বাড়ি চলে এলাম।

অন্যান্য কেনাকাটা

ProductQtyPrice(BDT)Price(SP)
মেহেদি1 pkt50K1.09
মেহেদি ডিজাইন1 pcs30TK.65
লেবু12 pcs60TK1.30
শশা1 kg40TK.87
তরমুজ1 pcs150TK3.26

বাসায় ফেরার পথে অসহায় ৬ জন মানুষকে দান করলাম, রমাজান মাসে দানের অনেক ফজিলত। সাধ্যমতো সবারই উচিৎ গরীব অসহায় দের সাথে ঈদের আনন্দ ভাগ করার লক্ষ্যে তাদের পাশে দাঁড়ানো, যারা এখন আমার ব্লগ পড়ছেন তাদের কেও আমি এই আহবান জানাই। দান করে দেখবেন, তারা আপনাকে খুশি হয়ে দোয়া দিবে, মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি পাবেন।

বাসায় এসে আছরের নামাজ পড়ে মেয়ে তার লাল ড্রেস টা ট্রায়াল দিয়ে দিলো। মেকাপ বক্স এনে আমার কাছে সে সাজবে বলে বায়না ধরলো, আমি প্রথমে তাকে আমার অদক্ষ হাতে সাজিয়ে দিলাম, পরে সে ড্রেস পড়লো। ড্রেসের সাথে একটা প্রজাপতির ডানা পেয়েছে, সেটা পড়ে সে বলছে বাবা আমি এখন ঊড়ে বেড়াবো।

20240407_192603.jpg
20240407_160425.jpg

ইফতারির সময় হয়ে গেলে আমরা খিচুড়ি আর কয়েক পদের ভর্তা দিয়ে ইফতার করে নিলাম।

20240407_181342.jpg

রাতে নামাজ পড়ে ৯ টার দিকে ঘুমিয়ে পড়লাম। এই ছিল আমার আজকের কাটানো দিনটি। কেমন লাগলো আমার ডায়েরি অবশ্যই মতামত জানাবেন।

Sort:  
 6 months ago 

চাকরিজীবীরা সবসময় ছুটির দিনের অপেক্ষায় থাকেন আর সেদিন মার্কেট করবেন আর আপনিও এর ব্যতিক্রম নয়।। মেয়ে লাল জামা নেবে আসলে ছোট বাচ্চাদের পছন্দের রং থাকে।। এছাড়াও আপনারাও কেনাকাটা করেছেন আর হ্যাঁ মেয়েকে নাল জামাতে অনেক সুন্দর লাগছে।।

 6 months ago 

কি আর করার ভাই, অন্যদিন অফিস করে ঘরে গিয়ে আবারো কেনাকাটার উদ্দেশ্যে বের হওয়াটা খুব ই কষ্টসাধ্য হয়ে যায়৷ তাই ছুটির দিন সবার পছন্দ

 6 months ago 

আপনার রবিবারে কেনাকাটার মুহূর্তগুলো আমাদের মাঝে খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন। বর্তমানে ঈদের বাজারে কাপড়ের যা দাম বলার মত নয়। আপনাদের পরিবারের জন্য বেশ সুন্দরভাবে কেনাকাটা করেছেন।

কেনাকাটার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

কাপড়ের দাম আসলে প্রথম দিকে বেশি ছিল, এখন অনেকটাই কম। তাই তো একেবারে শেষের দিকে কেনাকাটা করা ভালো। ধন্যবাদ ভাই

Loading...
 6 months ago 

Pakaian Baru Putri anda sangat bagus, dan ia terlihat sangat bahagia dengan pakaiannya.

 6 months ago 

Thanks a lot, pray for my daughter.

 6 months ago 

ছুটির দিনকে কাজে লাগিয়ে শপিং করতে গেলেন। পরিবারের সবার জন্য ঈদ শপিংয়ে আপনার সারাটা দিন কাটলো। আপনার মেয়েকে লাল জামাতে বেশ সুন্দর লাগছে আর জামাটিও অসম্ভব সুন্দর। আপনারা এক হয়ে পরিবারের সবকিছু করেন এই ব্যাপারটি সত্যিই খুব চমৎকার। ইফতারিতে ভর্তা দিয়ে খিচুড়ি খেলেন। খিচুড়ি দেখতে খুবই লোভনীয় লাগছে। চমৎকার একটি দিনলিপি আপনি শেয়ার করলেন।

 6 months ago 

হ্যাঁ, ইচ্ছে ছিল চাঁদ রাতে ঘুরবো, তবে ঈদ কবে হয় না হয় এজন্য আর রিস্ক নেই নি, আগেই করে ফেললাম। তবে যেহেতু ঈদ একদিন পেছালো তাহলে অবশ্যই চাঁদ রাতে আরেকবার ঘুরবো। খিচুড়ি আসলে ইফতারিতে এভছর এবারই প্রথম খাওয়া হলো। ধন্যবাদ আপু।

 6 months ago 

প্রথমে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।চারদিকে শুধু মার্কেট করার ঘ্রাণ পাওয়া যাচ্ছে, ঈদের শপিং টা তাহলে সেরেই ফেলেছেন। বাচ্চারা সব সময় লালের উপর একটু বেশিই ক্রাশ খায়। তবে আপনার ড্রেসটা কিন্তু সুন্দর হয়েছে।
সব মিলিয়ে খুব সুন্দর একটি দিন কেটেছে আপনার ধন্যবাদ।

 6 months ago 

ধন্যবাদ আপু। ঈদ কাটিয়ে আবারো যান্ত্রিক জীবনের শুরু হয়ে গেল। আবারো ২ মাসের অপেক্ষা আরেকটা ঈদের জন্য।

 6 months ago 

ভাই ঈদে শপিং করার অভিজ্ঞতা প্রতিবারই দারুন হয়ে থাকে। আমার ক্ষেত্রে আরো বেশি হয়। যাইহোক আপনার লিখা পড়ে বুজতে পারলাম আপনারও বেশ অভিজ্ঞতা হয়েছে এবারের ঈদ শপিং এ ।

যাইহোক আপনার মেয়েকে লাল ড্রেসে অনেক সুন্দর লাগছে। বাবুর জন্য রইলো অনেক অনেক দোয়া আর শুভ কামনা। ভালো থাকবেন প্রিয় ভাই।

 6 months ago 

ঈদে শপিং মানেই নানা রকমের মিশ্র অভিজ্ঞতা, যেটা বছর ঘুরে এই একবারই আসে। ভালো লাগে ঘুরতে। ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62555.95
ETH 2435.55
USDT 1.00
SBD 2.64