Better life with steem || The Diary Game || 3rd February

in Incredible India6 months ago

My Diary

৩ ফেব্রুয়ারী ,২০২৪- শনিবার। শীতের দিনে মানুষের চুল, দাড়ি নখ অন্য সময়ের তুলনায় মনে হয় কম বড় হয়। এটা বিজ্ঞানসম্মত কি না তা জানি না, তবে আমার কাছে এমনটাই মনে হয়। আমি সেই কবে চুল কেটেছি কিন্তু বড় হবার আর নাম নেই, এমনেই আমার মাথার চুল কোকরা, তার উপর অনেকদিন না কাটার কারণে কেমন পাগলাটে ভাব চলে এসেছিল। শুক্রবার সেলুনে গিয়ে ৩০ মিনিট বসে থেকেও সিরিয়াল না পেয়ে শনিবারের সিরিয়াল দিয়ে এসেছিলাম।

সেলুন গুলো শুক্রবার আর শনিবার মনে হয় ফ্রি তে চুল কাটায় এমন একটা ভাব। সবাই এই দুই দিনেই এসে ভীড় জমাবে। হোক সে চাকুরীজীবি বা ব্যবসায়ী।

চেহারায় কেমন একটা কবি কবি ভাব এসেছে

শনিবার ১১ টার দিকে চুল ছাটানোর উদ্দেশ্যে বাসার পাশের সেলুনে চলে গেলাম। গিয়েও দেখি ভীড়। আমার সিরিয়াল থাকলেও গিয়ে দেখি তখন নাপিত মামা এক পিচ্চির চুল কাটাচ্ছে। কি আর করার বসে কতক্ষণ মোবাইল চালালাম। ২০ মিনিট পর আমি বসতে পারলাম, সেলুনে বসে চোখ বন্ধ করে আয়েশি ভংগিতে থাকি।

আমি কখনই নাপিতকে গাইডলাইন দেই না, কেমন করে কাটাবে। বলি আপনার যেমন মনে চায় কাটুন। আগে যদি বলতাম হৃতিক রোসানের মত করে কেটে দেন, দিতো দিলদারের কাট, জীবনে কখনো মনের মত হেয়ার স্টাইল না করতে পারায় আমার এই সিদ্ধান্ত নেয়া।

প্রতিবার একজনের কাছেই কাটাতাম, কিন্তু আজকে তার ভাগ্নে কেটে দিলো। একবারে মুরগী কাট করে দিয়েছে।

চুল কাটানোর পর

চুল কেটে বাসায় ফিরতে ফিরতে দুপুর। গিয়ে দেখি মেয়ে গোসল করে একা একাই খাচ্ছে। আজকে বাসায় বিরিয়ানি রান্না হয়েছে, আর যেদিন বিরিয়ানি হয় সেদিন মেয়ের ক্ষুদা লেগে যায় বেশি। বিরিয়ানির গন্ধ পেলেই হয়েছে। আমিও তারাতারি গোসল করে দুপুরের খাবার খেয়ে নিলাম।

দুপুরে খেয়ে একটু ঘুম দিলাম সবাই মিলে। বিকেলে আজকে একটু নতুন বাজার যেতে হবে। ফ্যান এর ওয়ারেন্টি ক্লেইম করেছিলাম সেটা চেঞ্জ করে নিয়ে আস্তে হবে। যাবার জন্যে রেডি হয়ে বের হবো দেখে মেয়ে আর মেয়ের মা পিছু নিয়েছে, মানে তারাও যাবে। কি আর করার তিন জন মিলেই রওনা হলাম।

নতুন বাজার আর এল এল বেস্ট বাই শোরুম থেকে প্রথমে ফ্যান টা চেঞ্জ করে নিলাম। দেখি মেয়ে কিন্ডার জয় নিয়েছে আর মেয়ের মা পানির মগ রাখার ট্রে। সেগুলোর বিল পে করে চলে গেলাম স্বপ্ন সুপার শপে।

সেখান থেকে মেয়ের সেম্পো,চিজ, ভ্যানিলা স্টিকস, দই, বিছানা চাদর নিলাম। অনেক গুলো আইটেম এ অফার চলছিল। তাই এগুলো কেনা।

আজকের ক্রয়কৃত পণ্যের বাজারদর

Product NameQtyPrice(BDT)Price(SP)
Sweet Yogurt3 pcs75 TK2.6
Cheese Cube1 pkt200 Tk6.93
Vnilla Stix2 pkt240 Tk8.32
Bed sheet1 pcs599 TK20.75
Tray1 pcs320 TK11.09
Kodomo shampoo1 pcs1040 TK36.04
Sandals1 pair250 Tk8.66
Total2724 TK94.38

কেনাকাটা শেষ করতে করতে সন্ধ্যে নেমে এলো। আমরা তারাতারি বাসায় ফিরে এলাম। মেয়ের টাইফয়েড হবার পর থেকে বাহিরে গেলেও বাহিরের খাওয়া বন্ধ। বাসায় এসে আমরা নাস্তা করে নিলাম।

নাস্তা করে রাতের খাবার রান্না করলাম ৩ জন মিলে। এদিকে হ্যাংআউট শুরু হয়ে গেছে, আমি জয়েন করতে করতে লেট করে ফেললাম। তার পরেও পিয়া আপু, শম্পা দিদির গান কবিতা শুনতে পেয়েছি।

হ্যাংআউট চলাকালীন ফোনে স্ক্রিনশট নেয়া

এইতো সাপ্তাহিক বন্ধের ২য় দিনটি এভাবেই কেটে গেলো। কেমন লাগলো আমার ডায়েরি অবশ্যই মতামত জানাবেন।


Sort:  
Loading...
 6 months ago 

আপনার মেয়ের না আমারও ভালো খাবারের ঘ্রাণ পেলেই ক্ষুধা বেড়ে যায়। বিরিয়ানি, ওহ! লোভনীয় আমি কিন্তু ভাই ঘ্রাণ পাচ্ছি।

আবার খুব সুন্দর করে আপনি বাজার ক্রয় করা সব কিছুর মূল্য উল্লেখ করেছেন।

আজকের ক্রয়কৃত পণ্যের বাজারদর

  • যেহেতু এটা ৩ফেব্রুয়ারির দিনলিপি তাই এটা আজ না লিখে আপনি বিগত শনিবার লিখলেই উত্তম হতো ভাই। এটি সম্পাদনা করে দিন।
 6 months ago 

ধন্যবাদ আপু মন্তব্যের জন্যে। নেক্সট টাইমে পোস্ট করার সময় লেখার ভেতরে ঠিক করে নিবো। আসলে আগে লেখা পরে পোস্ট করা হয়তো তাই এমন হয়।

 6 months ago 

ভাই, ঐটা সঠিক আছে। আমার বোঝার ভুল ছিল। আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই।

 6 months ago 

ধন্যবাদ আপু। আমিও এটা নিয়ে কনফিউশান এ ছিলাম, তাই ক্লিয়ার হয়ে নিলাম। ধন্যবাদ সহযোগিতার জন্য। আশা করি আপনার গাইডলাইন আগের মতোই অব্যাহত থাকবে। কনফিউশান হলে আমরা শুধরে নিবো।

 6 months ago 

অবশ্যই ভাই, ভুল হলেই সেখান থেকে নতুন কিছু শেখা সম্ভব।

 5 months ago 

আপনি একদম সঠিক কথা বলেছেন শুক্রবার দিন এলে যেন সেলুনে চুল কাটার জন্য সবার ভিড় জমে যায়। সেদিন মনে হয় সেলুনের দোকানদার সবথেকে বড় ক্ষমতাবান লোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর কার্যলিপি উপস্থাপন করার জন্য।

 5 months ago 

আর বলবেন না, যদি নিজের চুল নিজেই কাটা যেত তাহলে খুব ভালো হতো। অবশ্য করোনার সময় দু বার নিজেই নিজের চুল কেটেছি।

 5 months ago 

সেলুন ওয়ালারাও আমাদের মত শুক্রবারের দিনে খুব ভাবে থাকে। অন্যদিন বসে বসে মাছি মারে, কিন্তু ঈদের আগের দিন আর শুক্রবারের দিন তারা যে ব্যস্ততা দেখায় বলার ভাষা নেই।
ভালো লাগলো আপনার মিন্তব্য পড়ে। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 66996.66
ETH 3235.91
USDT 1.00
SBD 2.63