Better life with steem || The Diary Game || 31 January

in Incredible India7 months ago

My Diary

৩১ জানুয়ারি,২০২৪- বুধবার। সময় কত দ্রুত ফুড়িয়ে যায় দেখুন। এইতো কদিন আগেই হ্যাপি নিউ ইয়ার-২০২৪ শুরু করলাম। দেখতে দেখতে আজকে জানুয়ারির শেষ দিন। প্রতিটি মাস যায়, আর নিজের সফলতা ও ব্যর্থতার হিসেব কষতে থাকি। কি পেলাম, কি হতে পারতো, বা কি হবে, এই নিয়েই সব চিন্তা। ঘুম থেকে ঊঠে এসব চিন্তা মাথায় আসে মাঝে মধ্যেই, তবে তা বেশিক্ষণ স্থায়ী হয় না।

মনকে এই বলে সান্তনা দেই যে, যা চলে গেছে না নিয়ে ভাবার দরকার নেই, লক্ষ্য এখন শুধু সামনের দিকে ছুটে চলার। ছোট্ট জীবনের এখনো মেলা পথ পাড়ি দেয়া বাকি। হিসেব না হয় অন্য দিন করা যাবে।

প্রতিদিনের মত সকাল টা শুরু হলো তাড়াহুড়ায়। ফজরের নামাজের সময় টের পাই নি, তাই নামাজ আদায় করলাম সকালে। ফজরের নামাজের ক্ষেত্রে সবথেকে গ্রহণযোগ্য মাসালাহ হচ্ছে যদি আপনি ঘুম থেকে সজাগ না হোন, তাহলে যখনি ঘুম থেকে ঊঠবেন সালাত আদায় করে নিবেন।

সকালে নাস্তা সেড়ে অফিসের পথে ছুটতে হয়। এতদিন এই রাস্তায় এত হাটাহাটি করেছে কিন্তু কখনো চোখে পড়ে নি যে হোসেন মার্কেটের এই ভবনেই তায়কোয়ান্দো ক্লাব আছে।

এই ভবনেই তায়কোয়ান্দো ক্লাব আছে

আমার শখ আছে মেয়েকে এই ক্লাবে এডমিট করাবো, ও একটু বড় হোক। মেয়েদের আত্মরক্ষার কৌশল গুলো জানা খুব গুরুত্বপূর্ণ।

আজকে অফিসে গিয়ে বসতে না বসতেই মেইল পেলাম। তারাতারি ব্যাংকে যেতে হবে। চলে গেলাম ডাচ বাংলায়। সেখানে অফিসের সেলারির সব হিসাব বুঝিয়ে দিয়ে নিচে ওয়েট করছিলাম। শীতের সময় সব খানে শুধু ফুল আর ফুল। ব্যাংকের সামনে অনেক গুলো ফুলের গাছে রঙ বেরং এর ফুল ফুটেছে।

ডাচ বাংলা ব্যাংক-গুলশান শাখার সামনে

অফিসে গিয়ে কিছুক্ষণ কাজ করে চলে গেলাম ক্যাফেটেরিয়াতে। আজকে লাঞ্চ মেনুতে ভাত,মাছ,ডাল,সবজি আর সালাত ছিল।

অফিসে আজকের লাঞ্চ

সন্ধ্যেবেলা অফিস শেষ করে বাসায় ফেরার পথে মেয়ে কল দিলো। বললো ওর ডাইপি লাগবে। মানে ও ডায়াপার কে ডাইপি বলে। আমি দোকান থেকে ৫ পিচ এর একটা ডায়াপার এর প্যাকেট কিনে নিলাম। এর প্যাকেটে দাম ১৪০ টাকা লেখা থাকলেও এটি দোকানে ৯০-১০০ টাকায় বিক্রি হয়। জানিনা দামের কেন এত পার্থক্য। আমি ৯০ টাকা দিয়ে একটি প্যাকেট কিনে নিলাম।

*ফ্রেশ কোম্পানির ডায়াপার

বাসায় গিয়ে দেখি বউ অসুস্থ। তাই তারাতারি ফ্রেশ হয়ে আমি ভাত রান্না করলাম। তরকারি সে কোনরকম রান্না করেছে। আমি ভাত রান্না করতে গেলে চাল ধোয়া পানি কখনোই ফেলে দেই না। এই পানি আমি গাছে দেই। আজকেও পানি গুলো মগে করে রেখে দিলাম।

চাল ধোয়া পানি গাছের জন্যে খুব ভালো খাবার

ভাত রান্না করে আমি মেয়েকে ভাত খাইয়ে দিলাম। আজকে টমেটো বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হয়েছে। মেহেকের ইলিশ মাছ খুব ই পছন্দের। তাকে খাওয়ানোর সময় জিগেস করলাম ভাত গুলো মেহেক খাচ্ছে নাকি ইলিশ মাছ?

রাতে মেয়েকে খাওয়ানো হয়ে গেলে আমিও খেয়ে নিলাম। কমিউনিটির টিউটোরিয়াল ক্লাসেও উপস্থিত হলাম। আজকে এনগেজমেন্ট বাড়ানোর ব্যাপারে ম্যাম দিক নির্দেশনা দিলেন, পাশাপাশি আরো কিছু বিষয় নিয়ে কথা হলো।

Screenshot_20240131-212743_Discord.jpgটিউটোরিয়াল ক্লাস চলার সময় স্ক্রিনশট নেয়া

ক্লাস শেষে কমিউনিটিতে পোস্ট পড়ে কমেন্ট করলাম। এভাবেই কেটে গেল আরো একটি দিন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মত ডায়েরি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ


Sort:  
 7 months ago 

সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করেই অফিসে গিয়েছিলেন। অফিসে গিয়েই কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলেন। আপনার ফুলের ফটোগ্রাফিটা সত্যিই খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।।

 7 months ago 

আপ্নাকে ধন্যবাদ ভাই এত সুন্দর মতামত দেবার জন্য।

Loading...
 7 months ago 

নতুন বছরের নতুন মাসের শেষ দিন আপনার একটি দিনের কার্যকর বেশি ভালোভাবে উপস্থাপনা করেছেন।

আমিও আপনার মত রাতে খাওয়া-দাওয়া করে কমিউনিটির টিউটোরিয়াল ক্লাসেও উপস্থিত হয়েছিলাম। এনগেজমেন্ট বাড়ানোর ব্যাপারে ম্যাম দিক নির্দেশনা দিলেন, পাশাপাশি আরো কিছু বিষয় নিয়ে কথা হলো। ঠিক এনগেজমেন্ট বাড়ানো আমাদের জন্য খুবই জরুরী এতে করে আমাদের অ্যাকাউন্ট রেংকিং বৃদ্ধি পাবে।

ভাই অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে শেয়ার করার জন্য

 7 months ago 

হ্যা, ভাই, ম্যামের কথা মত কাজ করলে আশা করি আমাদের একাউন্ট রেপুটেশন বাড়বে।

ধন্যবাদ ভাই

 7 months ago 

সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এরপর নাস্তা খেয়ে অফিসের কাজে রওনা দিলেন। আপনি কাছ থেকে আপনার পোস্টটি পড়ে নতুন একটি প্রোজেক্ট জানতে পারলাম সেটি হলো চাল দোয়া পানি ফুল গাছের জন্য নাকি খুব উপকারী। এই ব্যাপারটা জেনে খুব ভালো লাগলো। শাড়ি বাদা ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।

থ্যাঙ্ক ইউ খুব সুন্দর একটি দিন অতিবাহিত করলেন এবং সেটা আমাদের সাথে শেয়ার ও করেছেন।

 7 months ago 

যেদিন অফিস থাকে সেদিন আপনার সকালে একটু তাড়াহুড়া করে যেতে হয়।। আজকে অফিস যাওয়ার পথে তায়কোয়ান্দো ক্লাব দেখেছেন যা আপনার আগে কখনো চোখ পড়েনি। শুনে ভালো লাগলো আপনার মেয়েকে এই তায়কোয়ান্দো ক্লাবে এডমিট করাবেন।। বিকেলে অফিস থেকে এসে রান্না করেছেন সেই সাথে মেয়েকেও খাইয়ে দিয়েছেন।

 7 months ago 

আসলেই অফিসের দিন গুলিতে কেমন বেশি যান্ত্রিক হয়ে যাই। ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58493.60
ETH 2468.39
USDT 1.00
SBD 2.41