Better life with steem || The Diary Game || 29 January

in Incredible India6 months ago

My Diary

২৯ জানুয়ারি,২০২৪- সোমবার। সকাল সকাল ঘুম থেকে ঊঠে ফ্রিজে রাখা রুটি গুলো বের করে সেঁকে নিলাম।একটা ডিম ভেজে রুটি দিয়ে খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম।

আমার অফিসে যাবার পথে যে শিউলি গাছটা আছে সেখান থেকে প্রতিদিন ই ফুল পড়ে নিচে ফুলের বিছানা হয়ে যায়। আমি প্রতিদিন এখান থেকে দুই একটা ফুল কুড়িয়ে অফিসের ডেস্কে নিয়ে রেখে দেই। শিউলির ঘ্রাণ অনেক্ষন আমার ডেস্কে থাকে, এটা আমার খুব ভালো লাগে।

সকালের ঝড়ে পরা শিউলিফুল
20240130_085716.jpg

অফিসে গিয়ে কাজ শুরু করতে না করতেই ব্যাংকের কাজ পড়ে গেলো। চলে গেলাম গুলশান ১ ও ২ এর মাঝামাঝি ডাচ বাংলা ব্যাংকে। সেখানে গিয়ে দেখি ব্যাংকার রা মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলছে। পাশাপশি ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়ানো নিয়ে কথা বলছে। তাদের কথোপকথনে এটা শিখলাম যে একটি দেশের সরকার মার্কেট থেকে অতিরিক্ত টাকা তুলে নিতে ব্যাংক ইন্টারেস্ট বৃদ্ধি করে

যাই হোক আমি ব্যাংকে গয়ে দেখি আজকে একদম ফাকা।তাই দ্রুতই কাজ শেষ করে ফেললাম।

ডাচ বাংলা ব্যাংক-গুলশান শাখা

ব্যাংকের কাজ শেষে গাড়ির জন্যে অপেক্ষা করছিলাম। গুলশানের রাস্তাগুলোতে প্রচুর গাছ দেখতে পাওয়া যায়। তার উপর কিছু দিন আগে বাংলাদেশে নতুন হিট অফিসার নিয়োগ হয়েছে। উনি আরো কিছু গাছ লাগিয়েছে। গাছ গুলো বড় হচ্ছে। এই গাছ গুলো আছে বলেই আমরা বেচে আছি।

হিট অফিসারের লাগানো গাছ

অফিসে গিয়ে কাজ শুরু হয়ে গেল। কখন যে দুপুর হয়ে গেল টের ই পেলাম না। তারাতারি ক্যান্টিনে চলে গেলাম। সোমবার আমাদের খিচুড়ি মেনু, সাথে ছিল ডিম ভাজি,সালাত,টমেটো চাটনি ও বেগুন ভাজি।

আজকের লাঞ্চ

আজকে অফিসের পুরাতন একটা ড্র‍য়ার খুলতে গিয়ে দুইটা কয়েন পেয়েছি। এর একটা চীনের আরেকটা সম্ভবত মালয়েশিয়ার। আমি এরকম কয়েন পেলে সবার আগে সংগ্রহ করে সংরক্ষণ করার চেষ্টা করি।

সন্ধ্যেবেলা অফিস শেষে বাসায় ফেরার পথে প্রতিদিন কিছু না কিছু কেনাকাটা থাকে। আজকে আপেল আর ডালিম কিনেছিলাম। গুদারাঘাটে অনেক গুলো ফলের দোকান বসে, মোটামুটি একটু কম দামে পাওয়া যায়।

আজকের কেনাকাটা
ProductQtyPrice(BDT)Price(SP)
Pomegranate1kg240 TK8.33
Apple1kg280TK9.72

রাস্তায় যাবার সময় দেখলাম লেকপাড়ে কয়েকজন আগুন জালিয়েছে। যদিও এখন তেমন ঠান্ডা নাই, তার পরেও ছোট ছেলেগুলো আগুন জালিয়ে তাদের শরীর উষ্ণ করে নিচ্ছে। এদের অনেকেরই তেমন শীতের মোটা পোশাক নেই।

20240129_184028.jpg

বাসায় গিয়ে সব সময়ই দেখবো মেয়ে দরজার সামনে অপেক্ষা করছে। তাকে সালাম জানিয়ে কোলে তুলে তারপর ঘরে ঢুকতে হয় আমার। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে স্টিমিটে পোস্ট পড়া শুরু করি, ইদানীং একটু ব্যস্ততা বেড়েছে, মাসের শুরু আর শেষে সব সময়ই বেশি চাপ থাকে। তার পরেও যখন ই সুযোগ পাই প্ল্যাটফর্মে ঢুকে আপডেট নেয়ার চেষ্টা করি। এভাবেই কেটে যাচ্ছে আমার ব্যস্ত দিনগুলো।


Sort:  
Loading...
 6 months ago 

প্রিয় ভাই, আপনার দিনলিপিতে প্রতিদিন নিত্য নতুন জিনিস খুজে পাই। সব মিলিয়ে ভালোই উপভোগ করি আপনার লিখনি। আজকেও তার ব্যতিক্রম হয়নি। শিউলি ফুলের ঘ্রান আমারো অনেক প্রিয়।

কর্মব্যস্তময় একটি দিন দারুণভাবে অতিবাহিত করলেন। কয়েন সংরক্ষনের বিষয়টি আমাকে বেশ আকর্ষিত করেছে। এভাবে কয়েন সংরক্ষণ করুন দেখবেন একদিন অনেক কয়েন সংরক্ষন করতে পেরেছেন। অনেকেই দূর দুরান্ত থেকে তখন এই কয়েনগুলো দেখতে আসবে হয়তো।

যাইহোক ভাই ভালো থাকবেন।

 6 months ago 

জানি না ভাই অত কয়েন আমার কাছে নেই। অল্প কিছু দেশের গুলো কালেক্ট করতে পেরেছি।

ধন্যবাদ ভাই।

 6 months ago 

ঝরে পড়া শিউলি ফুল গুলো দেখতে বেশ ভালোই লাগছে, আজ আপনি অফিসের কাজে ডাচ বাংলা ব্যাংকে গিয়েছিলেন, দুপুরে লাঞ্চ করেছেন অফিসে সব মিলে খুব সুন্দর একটি দিন কেটেছে আপনার।

 6 months ago 

ধন্যবাদ আপু আমার ডায়েরি পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 6 months ago 

হিট অফিসারের কথাগুলো টিকটকের বিশাল ভাইরাল হয়েছিল 😁😁।

বেশি বেশি গাছ লাগানো ভালো পরিবেশের ভারসাম্য রক্ষা হয় এবং ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়।

অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে শেয়ার করার জন্য।

 6 months ago 

আপ্নাকেও ধন্যবাদ ভাই। হিট অফিসার কিছু হলেও তার কাজ করেছে।

 6 months ago 

ঝরে পড়া শিউলি ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আপনি আজ অফিসের কাজে ডাচ-বাংলা ব্যাংকে গিয়েছিলেন এবং দুপুর বেলা লাঞ্চের খাবার গুলো খুব লোভনীয় ছিল।
তাই কি খুব সুন্দর একটি দিন অতিবাহিত করলেন।

 6 months ago 

শিউলি ফুল এর ঘ্রাণ সবথেকে সুন্দর। ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67079.94
ETH 3266.85
USDT 1.00
SBD 2.64