Better life with steem || The Diary Game || 23 January

in Incredible India8 months ago

My Diary

২৩ জানুয়ারি,২০২৪- মঙ্গলবার। শীতের সকাল অলসদের জন্যে সুখের হলেও যারা কর্মব্যস্ততায় চাকুরীকে পেশা বানিয়েছে তাদের জন্যে খুব বেশি দু:খের। সকাল সকাল উষ্ণ লেপের ভেতর থেকে যেখানে টয়লেটে যেতে মন চায় না সেখানে শখের ঘুম কে বিসর্জন দিয়ে বাথরুমে গিয়ে স্নান করে অফিসে যাওয়া লাগে। এর থেকে কষ্টের আর কি হতে পারে?মাঝে মাঝে মনে হয় ছাত্রজীবন অনেক ভালো ছিল।

সকাল সকাল অফিসে গিয়ে সোজা চলে গেলাম ছাদে। আজকে মোটামুটি আগে ভাগেই রোদ বের হয়েছে। সকাল বেলার এই মিষ্টি রোদ খেতে অনেক মজা লাগে। তাই ১০ মিনিটের মত দাড়য়ে থাকলাম।

শীতের সকালের মজা মিষ্টি রোদ

সেখান থেকে অফিসে এসে কাজ শুরু করে দিলাম। ১১ টার দিকে খিদায় পেট চোচো করছিলো। কলীগকে বললাম চলেন সিঙাড়া খেয়ে আসি। সেও রাজি হয়ে গেল। আমরা চলে গেলাম গুলশান লেক পাড়ে। সেখানে এক হুজুর গরম গরম সিঙাড়া ভাজে। খুব মজার না হলেও খেতে ভালো লাগে। এই গুলশানের মতো যায়গায় সব রেস্টুরেন্টের ভীড়ে আমাদের মত সাধারণ মানুষের এক মাত্র খাবার যায়গা এরকম হুজুরের দোকান গুলো। এগুলো না থাকলে আর খাওয়া হতো না।

অফিসের পাশেই হুজুরের দোকনের বিখ্যাত সিঙাড়া

অফিস থেকে নিচে গেলে খুব একটা সময় পার করার সুযোগ নেই। তাই খুব দ্রতই অফিসে চলে এলাম। এসে একটানা দুপুর অব্দি কাজ করে গেলাম।

দুপুরে লাঞ্চ সেড়ে চলে গেলাম মসজিদে। জোহরের নামাজ আদায় করে নিলাম।

অফিসের মসজিদে জোহরের নামাজ আদায়

নামাজ শেষে স্যোসাল মিডিয়া ব্রাউজ করছিলাম। এখন বাংলাদেশে সব থেকে বেশি আলোচনা হচ্ছে সপ্তম শ্রেনীর পাঠ্যবইয়ে শরীফ থেকে শরীফা হয়ে ওঠার গল্প নিয়ে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম তসলিমা নাসরিনের বই নিয়ে বিতর্ক হতো, আর এখন সপ্তম শ্রেণির বই নিয়ে বিতর্ক হচ্ছে। খুব খারাপ লাগে নিজ দেশের শিক্ষাব্যবস্থার এমন দৈন্যদশা দেখে।

যাই হোক, বিকেল ৪ টা বাজলে আমরা সবাই ছাদে চলে গেলাম। কেননা আমাদের ডিপার্টমেন্ট এর একটা টিম এখনো টুর্নামেন্টে টিকে আছে। এই ম্যাচে তার জয় নিশ্চিত করে সেমি ফাইনালে চলে গেলো।

অফিসের চলমান ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ আজকের খেলা

সন্ধ্যেবেলা অফিস ছুটি হলো। আমি বের হয়ে চলে গেলাম পর্দার দোকানে। সেদিন যেটা কিনেছিলাম তার একটা পরিবর্তন করে আরো দুইটা কিনে নিলাম।

আগের টা চেঞ্জ করে এই ডিজাইন পছন্দ করলাম

বাসায় যাবার পথে আমি মেয়ের জন্যে আঙুর আর কলা কিনে নিলাম। আজকে বাংলা কলা পাই নি, তাই বাধ্য হয়ে চিনি চম্পা কলা কিনে নিলাম। আর বাসার সামনে দেখলাম দেশি জাতের ছোট ছোট ফুলকপি বিক্রি হচ্ছে। সেখান থেকে ২ টা ফুলকপি কিনে নিলাম। এই ফুলকপি গুলো স্থানীয় ভাবে চাষ হয় বলে খেতে অনেক মজা লাগে। আমি দেখতে পেলেই কিনে ফেলি। সব গুলোর বাজার দর সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই, চলুন

20240124_114715.jpg
ProductQtyPrice(BDT)Price(SP)
Cauliflower2 pcs40 TK1.52
Banana8 pcs30 TK1.14
Sweet Grapes1kg280 TK10.62

বাসায় গিয়ে মেয়ে আঙুর দেখেই খেতে চাইলো। আমি ভালো ভাবে ধুয়ে খেতে দিলাম। এই ধরণের ফলগুলো লবণ পানি দিয়ে ধুয়ে বাচ্চাদের খেতে দেয়া ভালো।

আমি কিছুক্ষণ বিপিএল খেলা দেখলাম। বরিশাল ভালো খেল্লেও শেষে গিয়ে কুমিল্লার কাছে হেরে গেলো। বরিশালের বোলার রাই মূলত ম্যাচ টা হারিয়ে দিলো। আজকে আবার দেখলাম তামিম কে ভূয়া ভূয়া বলছে। এই রকমের অসুস্থ প্রতিযোগিতা আগে কখনো দেখি নি।

রাতে খাওয়া শেষে একটু পড়ালেখা করে আমি ঘুমিয়ে পড়লাম। কেমন লাগলো আমার আজকের ডায়েরি টি অবশ্যই আপনাদের মতামত জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।


Sort:  
Loading...
 8 months ago 

সিঙ্গাড়া আমার খুব প্রিয়। তারপর ব্যাডমি্টন খেলেছেন। মেয়ের জন্য ফলমূল কিনে উচিত কাজ করেছেন কারন ফল স্বাস্থ্যের জন্য খুব উপকারি।। ধন্যবাদ আপনাকে।।।

 8 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে, সুন্দর মন্তব্যের জন্যে

 8 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।।।

 8 months ago 

সকাল উঠে গোসল করে অফিসে যাওয়াটা একটা কঠিন কাজই।তারপরও আপনার অফিস এর একটা জিনিস আমার কাছে ভালো লাগে আর সেটা হলো ইচ্ছে করলেই ছাদে যেতে পারেন বা বাইরে যেতে পারেন।কাজের চাপ থাকলেও ফাকে ফাঁকে কিছুটা রিলাক্স হওয়া যায়।
শরীফ থেকে শরীফা হওয়াটা মেনে নিলেই বিতর্কের কিছু থাকেনা।
আমাদের এলাকায় এক ভাইকে দেখতাম সারাজীবন লিপস্টিক আর মেয়েদের সাজগোছ করে থাকতো। প্রকৃতি তাকে পুরুষ বানালােও মনের দিক থেকে সে একজন নারী ছিলো।
বিয়েও করে নাই কখনো।প্রকৃতির এই বিষয়টাকে আমাদের মেনে নিতে হবে।
আর বইয়ে না থাকলেই কি আমাদের বাচচারা কিছু শিখবে না এটা ভাবা বোকামি।ইন্টারনেট এর যুগে ওরা আরো বেশি এডভান্স।
তাই ওদেকে অবুঝ করে রাখতে চাইলেও সম্ভব না।
তবে কিছু মানুষ বইয়ের পাতা ছিড়ে ভাইরাল হডে পারে এই যা।
আপনার দিনলিপি পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

 8 months ago 

হ্যা, আমাদের অফিসবেখন অব্দি রিলাক্স আছে, যদিও দিন দিন অফিসের কাজের প্রেসার বাড়ছে। শরীফ শরিফার আড়ালে কিছু আছে কি না সেটা নিয়ে সংশয় থেকেই যায়, কেনন না গতবছরে এই গল্পে ট্রান্সজেন্ডার উল্লেখ ছিল, এখন সেয়াতা চেঞ্জ করে জিহড়া করা হয়েছে।

গরম গরম সিঙ্গারা খেতে বেশ ভালোই লাগে সে যেরকম টেস্ট হোক না কেন শুধু লবণ বেশী না হলেই হলো। তসলিমা নাসরিনের লেখা লজ্জা আমাদের এখানে ব্যান ছিল কিন্তু আমার বাবা কোনোমতে কিনে এনেছিল আর তারপর প্রথমে বাবা, মা আর তারপর আমি পড়েছিলাম।

 8 months ago 

লজ্জা আমিও পড়এছি। তবে আমাদের পাঠ্যপুস্তক এ বিতর্কিত লেখা ছাপা হয়েছে যা নিয়ে দেশ এখন গরম।

 8 months ago 

শীতের সাথে যুদ্ধ করার প্রতিদিনকার কাজ হয়ে যাচ্ছেন। কিন্তু এত অভিযোগ করার পরেও শীত কমছে না। হঠাৎ করেই চলে যাবে, তখন কিন্তু আবার গরম নিয়ে অভিযোগ শুরু হয়ে যাবে। এটাই আমাদের মানুষের স্বভাব।

আপনাদের অফিসের কার্যক্রম বেশ ভালই লাগে। কেননা আপনাদের অফিসে নামাজের ব্যবস্থা রয়েছে খেলাধুলার ব্যবস্থা রয়েছে। এর চাইতে ভালো হয়তো আর কিছুই হতে পারে না। বর্তমান সময়ে দ্রব্যমূলের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছেন। সেখানে আপনি খুব স্বল্প দাম দিয়েই এই জিনিসগুলো পেয়েছেন। ধন্যবাদ আপনাকে একটা কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

ধন্যবাদ আপু, আসলে আমরা এমন ই, যখন যেটা পাই সেটা চাই না, আবার দুদিন পরে সেটারই আফসোস করি।

 8 months ago 

ছাত্র জীবন ও আসলে এত মজার নয়। সেই ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হতো। আবার নিয়মিত স্কুল-কলেজেও যেতে হতো। তবে এটা ঠিক অলসদের জন্য এই শীত খুবই আনন্দের। আপনি সারাদিনে অনেক কাজ করলেন। আর হুজুরদের সিঙ্গারা যেটা বললেন পড়ে বেশ মজা
পেলাম। সিজনে ফুলকপি বেশ স্বাদ লাগে। সব মিলিয়ে আপনার দিনলিপি পড়ে খুব ভালো লাগলো।

 8 months ago 

অলস হতে পারি না বলে দু:খ। তবে আগামীকাল শুক্রবার অলসের খাতায় নাম লিখাবো।

 8 months ago 

এরকম শীতের দিনে যাদের কাজকর্ম নাই তারাই শুধু এরকম কম্বলের নিচে শুয়ে থাকতে পারে। কিন্তু যারা কর্মজীবনে ব্যস্ততার মাধ্যমে দিন পার করে তারা ঠিকই এই শীতের দিনেও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে। আপনার পোস্টগুলো পড়লে মনের ভেতর খুব ভালোলাগা একটা কাজ করে। কারণ আপনি শত ব্যস্ততার মাঝেও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর কার্য লিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 8 months ago 

পাচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি তবে মাঝে মাঝে ফজরের টা মিস হয়ে যায়। আরো অনেক সতর্ক হতে হবে আমাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62300.84
ETH 2421.47
USDT 1.00
SBD 2.56