Better Life with Steem|| The Diary Game||19 august 2024

in Incredible Indialast month
"সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি"
20240819_180212.jpg

Cover Photo

ইদানীং এমন একটা সময় পার করছি, যেখানে আগের দিন যে কিনা নায়ক বনে যাচ্ছে দুদিন পর তার ছোট কোন ভূলে আমরাই আবার তাকে মাটিতে নামিয়ে ফেলছি। এটার পেছনে স্যোসাল মিডিয়ার অবদান সব থেকে বেশি। প্রতিদিন রাতে ঘুমাতে যাবার সময় ভাবি সকাল হলে না জানি কি সংবাদ দেখতে হয়। এটা মনে হয় আমার মত বাংলাদেশের প্রতিটি মানুষের ক্ষেত্রেই হচ্ছে। এই যেমন ঘুম থেকে ঊঠে একটা মেয়ে আর এক আর্মি অফিসারের বাক্যবিনিময় এর ভিডিও চোখে পড়লো।

এইতো ছাত্র আন্দোলনের শুরুর দিকে সবাই এই মেয়েটিকে বাহবা দিয়েছিল, কেউ কেউ অগ্নিকন্যা খেতাব ও দিয়েছিল। কিন্তু আজকে ঘুম থেকে ঊঠেই দেখি সেই মেয়েটির সমালোচনায় সবাই ব্যস্ত। ঠিক দ্রুত যেভাবে ভাইরাল হয়েছিল, প্রশংসা পেয়েছিল, তার থেকেও দ্রুত যেন তার পতন হলো।

প্রতিদিন সকালে মোবাইল হাতে নিলেই নতুন নতুন এরকম সংবাদ চোখে পড়ে। দেখি আর অবাক হই। আজকে সকালে এই ঘটনা দেখতে গিয়ে বিছান থেকে ঊঠতে একটু লেইট হয়ে গেল। নাস্তার পরে গিন্নি আমাকে পুডিং কাটতে বললো। সকাল সকাল এমন লোভনীয় পুডিং কাটতে পারাটা ভাগ্যের ব্যাপার। খেতেও অসাধারন হয়েছিল

20240819_074658.jpg

বাড়িতে বানানো মজাদার পুডিং

অফিসে আসতে ইদানীং রাস্তায় প্রচন্ড জ্যাম পরছে, আগে যেখানে আমার ২০-২৫ মিনিট লাগতো এখন প্রায় ৪০ মিনিট লাগছে। স্কুল কলেজ গুলো পুরোদমে চালু হওয়ায় রাস্তার এই অবস্থা। জ্যাম ঠেলে অফিসে পৌছাতে প্রায় ৯ টা বেজে গেল। অফিসে এসে জানতে পারলাম আজকে আমাদের অফিসে ফ্রি ডেন্টাল চেক আপ করানো হবে। তাই সেমিনার রুমে গিয়ে সিরিয়াল দিয়ে এলাম।

IMG-20240819-WA0000.jpg

অফিসে ডেন্টাল চেক-আপ, ছবি কলীগের ফোনে তোলা

প্রতিদিন দুই-তিনটা ব্যাংকে আমাকে দৌড়াতে হচ্ছে, বলতে পারেন এখন এটা রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে। সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম যে আর ডেন্টাল চেকাপ করানো হলো না।

সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে বাসায় ফেরার পথে মুদি দোকানে গেলাম। ডিটারজেন্ট কিনতে গেলে দোকানদার এক প্যাকেট পচা ডিটারজেন্ট পাউডার দিল। কি ভাবছেন পচা মানে খুব ই খারাপ? আসলে ব্যাপারটা তেমন না।

20240819_184913.jpg

ন্যাগেটিভ মার্কেটিং এর সবথেকে উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশে স্থাপন করেছিল আলমের এই পচা ব্রান্ড। নাম দেখে সবাই ভাবতো এটা আবার কেমন, কিন্তু এই নামের কারণে একটা সময় এই পচা সাবান বাংলাদেশের এক নম্বর ব্রান্ডে পরিনত হয়েছিল। কাপড় কাচা সাবান মানেই যেন আলমের এক নং পচা সাবান । সেই একই কম্পানি এখন পচা ডিটারজেন্ট বাজারে নিয়ে এসেছে। আমি দুই কেজির একটা প্যাকেট কিনলাম এবং সাথে একটা বর বালতি ফ্রি পেলাম।

রাতে বাসায় গিয়ে দেখি মেয়ে ও গিন্নি পিঠা বানাতে ব্যস্ত। এই পিঠার নাম আমি মনে রাখতে পারি না। তবে খেতে খুব মজার হয়। পিঠার উপর হাত দিয়ে সুন্দর ডিজাইন করা হয়। এর পর যখন এই পিঠা বানাবে অবশ্যই আমি তার রেসিপি নেয়ার চেষ্টা করব।

20240819_204627.jpg
20240819_204633.jpg

রাতের বেলা ভাত খাবার পর পিঠা আর সকালের বানানো অবশিষ্ট পুডিং মজা করে খেলাম সবাই মিলে। এভাবে চলতে থাকলে বুঝতে পারছি খুব শীঘ্রই ওজন বেড়ে একশ কেজি হবে।

তো এই ছিল আমার আজকের কর্মব্যস্ত দিনটি। সামনে আবারো নতুন কোন ব্লগ নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকবেন।

Post Details

CameraSamsung M31
Photographer@mukitsalafi
LocationDhaka, Bangladesh
Sort:  
 last month (edited)

বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক খবর পাওয়া যায়, সুখবর সত্যি হয় আবার অনেক খবর হয় মিথ্যে, অনেক সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই গুজব ছড়িয়ে থাকে, বর্তমান যে পরিস্থিতি চলতেছে আশা করি এই পরিস্থিতি হচ্ছে দ্রুতই শেষ হয়ে যাবে, এবং অতি সুন্দর জীবন যাপন করতে পারব, আপনি সারাদিনই কার্যক্রম দেখে খুব ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্টে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65037.75
ETH 2638.96
USDT 1.00
SBD 2.81