Better Life with Steem || The Diary Game || 09 September 2024 ||
৯ সেপ্টেম্বর ২০২৪, সকাল সকাল ঘুম ভাংলো মুয়াজ্জিনের আজানের মধুর ধ্বনিতে। শান্তির ঘুম ফেলে বিছানা ছেড়ে ঊঠে ওজু করে ফজরের সালাত আদায় করে নিলাম। অনেকদিন হয় মসজিদে ফজরের সালাত আদায় করা হয় না, বাসাতেই আদায় করি।
নামাজ শেষে আবারো বিছানায় শুয়ে মোবাইল হাতে নিলাম, ভাব্লাম কিছু নটিফিকেশন চেক করে নেই। মোবাইল হাতে নিলাম আর ৫ মিনিট পর ঘড়িতে তাকিয়ে দেখি প্রায় সাড়ে ৬ টা। মানে মনে হয়েছে ৫-১০ মিনিট কিন্তু কখন যে ২ ঘন্টা পার করে ফেলেছি খবর নেই। বেশির ভাগ সময় এরকমই হয়, এই কারণেই মাঝে মাঝে মোবাইল টা বিছানা থেকে দূরে সরিয়ে রাখি। সকাল বেলা বেলকনিতে গিয়ে আকাশ টা অনেক সচ্ছ মনে হলো। মসজিদের মিনারের সূর্যের আলোতে ঝিকঝিক করছে। আমি মোবাইল দিয়ে তা ধারণ করার চেষ্টা করলাম।
![]() |
---|
সুন্দর সকাল দেখা |
---|
সকাল বেলা আর ঘুম আসছে না দেখে সকাল সকাল বাজারে চলে গেলাম। কিছু সবজি আর পাকা পেপে কিনে বাসায় ফিরলাম। কাচা পেপে ৩০ টাকা কেজি আর পাকা পেপে ৬০ টাকা কেজি নিল।
![]() |
---|
আজকের সবজি বাজার |
---|
![]() |
---|
বাজার থেকে এসে গোসল করে অফিসে বের হবার প্রস্তুতি নিলাম। সকালের নাস্তায় ছিল আগের রাতের বাসি ভাত আর ডিম ভাজি। তারাতারি খাবার খেয়ে অফিসের পথে ছুটলাম। অফিসে এসে গায়ের ধূলো ময়লা ঝাড়তেই জীবন শেষ। রাস্তায় এত পরিমাণে ধুলো বালি যে বাইক চালিয়ে অফিস আসার পর আয়নার সামনে দাড়ালে মনে হয় জমিতে হাল চাষ করে এলাম।
![]() |
---|
ফ্রেশ হয়ে ডেস্কে গিয়ে এক মগ কফিতে চুমুক দিতে দিতে কাজ শুরু করলাম। অফিসে অডিট চলছে, তাই নিজের কাজের থেকে অডিটরদের ডকুমেন্টস সরবরাহ করতেই বেশির ভাগ সময় পার হয়ে যায়।
![]() |
---|
দুপুরের দিকে গিয়েছিলাম ইবিএল ব্যাংক, গুলশান সার্কেল ১ শাখায়। অফিস থেকে ৫ মিনিটের পথ হলেও যেতে সময় লাগে প্রায় ৩০ মিনিট। রাস্তাইয় প্রচন্ড জ্যাম ছিল সারাদিন ব্যাপী। ব্যাংক থেকে ফিরে বাকিটা সময় অডিটরদের সাথেই কেটে গেল।
অফিস থেকে ফেরার পথে খেয়াল করলাম বাইকের পাদানিটা নড়বড়ে হয়ে গিয়েছে। কি আর করার মেকানিকের কাছে থেকে পুরাতন্টা বদলিয়ে নতুন আরেকটা লাগিয়ে নিলাম। খরচ পরলো ৩৮০ টাকা।
![]() |
---|
বাসায় ফিরতেই একদিকে মেয়ে অন্যদিকে মেয়ের মা একে অপরের নামে অভিযোগ শুরু করলো। দুজনেই যেন আমার মতো একজন বিচারকের অপেক্ষায় দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল। নিরপেক্ষ বিচার করা আসলে অনেক কঠিন কাজ।
রাতের খাবারে গিন্নি আজকে গরম গরম ইলিশ ফ্রাই আর সাথে ডাল করেছিল। ইলিশ কিনবো না কিনবোনা করে গেল সপ্তাহে কিনেছিলাম, ২০ তারিখের পর থেকে সম্ভবত ইলিশ ধরা বন্ধ হয়ে যাবে, তাই কিছু কিনে রাখা। এখঙ্কার ইলিশ গুলো খেতে খুবি সুস্বাদু। যদিও দামটা এখনো হাতের নাগালের বাহিরে।
![]() |
---|
বাংলাদেশের বিখ্যাত পদ্মার ইলিশ |
---|
![]() |
---|
আজকের দিনটাও প্রতিদিনের মত একই নিয়মে কেটে গেল। যার বেশির ভাগ সময় কাটলো অফিসে আর কিছু সময় পরিবারের সাথে। আজকে আর বেশি কিছু লিখছি না, আপনাদের মতামতের অপেক্ষায়। ভালো থাকবেন সবাই।
Device name | Samsung M31 |
---|---|
Photographer | @mukitsalafi |
Location | Dhaka, Bangladesh |
অনেক সুন্দর দৈনিক কার্যক্রম।
প্রত্যেকটা মুসলমানের উচিত , সকালে ঘুম ভাঙবে মুজ্জিনের আযানের ধ্বনিতে। আপনি ফজরের সালাত আদায় করেছেন এবং সেই সাথে সারাদিনের কার্যক্রম গুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনি কি অসংখ্য ধন্যবাদ আমার সুন্দর একটা লেখা এবং কার্যক্রম উপহার দেওয়ার জন্য