নয়নতারার জাদুকরী গুণাবলি ও চমৎকার কিছু ফটোগ্রাফি

in Incredible India6 months ago

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে অনেকদিন পর আবারো একটি ফটোগ্রাফি পোস্ট শুরু করছি। সারা পৃথিবীতে যে কত রকমের ফুল আছে তার হিসেব নেই, আবার এক এক জনের কাছে এক এক ফুল প্রিয়। এই যেমন কারো কাছে গোলাপ ভালো লাগে তো কারো শাপলা। তবে আমার পছন্দের তালিকায় উপরে থাকবে নয়নতারা ফুলের নাম।

DSC_0176.JPG

নয়নতারা ফুল সাধারণত ৫ টি পাপড়ি বিশিষ্ট হয়ে থাকে, পিংক, সাদা এই দুই রঙ এর নয়নতারা বেশি দেখা গেলেও এর অন্য রঙ ও পাওয়া যায়। তবে পিংক রঙ এর নয়নতারা আমাদের বাংলাদেশ বেশি দেখতে পাওয়া যায়। আমার বারান্দায় অনেক আগে থেকেই একটি নয়নতারার গাছ আছে, সারা বছর ধরেই এই গাছে ফুল ফুটে থাকে। আজকে আমি এই নয়নতারার ফটোগ্রাফির পাশাপাশি এর নানাবিধ গুণাগুণ আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক।

ডায়াবেটিস এর ওষুধ

নয়নতারা ফুলের নানাবিধ ওষধি গুণাগুণ রয়েছে। এটি ডায়াবেটিস রোগের ওষুধ হিসেবে কাজ করে। নয়নতারার ফুল রোদে শুকিয়ে গুড়ো করে তা এয়ারটাইট বক্সে রেখে দিন। এবার প্রতিদিন সকালে ডায়াবেটিস রোগীকে এক চামচ নয়নতারা ফুলের গুড়ো এক গ্লাস পানিতে মিশিয়ে খাওয়ান, ৮-১০ দিনের মধ্যে ডায়াবেটিস রোগীর রক্তে সুগারের পরিমাণ কমে আসবে। এটা বহুল পরীক্ষিত।

DSC_0166.JPG

ব্লাড প্রেসার
নয়নতারা ফুল যে শুধু ডায়াবেটিস এর ওষুধ তা কিন্তু নয়। এরবপাতা ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে। এর জন্যে নয়নতারা ফুল গাছের ৮-১০ টি পাতা ব্লেন্ড করে রস করুন, এবং সেই রস পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে বা রাতে খান, আশা করি ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকবে।

DSC_0168.JPG

কৃমির ওষুধ
নয়নতারা ফুল, পাতা ও শেকড় ভালো ভাবে ধুয়ে নিয়ে পানিতে সারারাত ভিজিয়ে রেখে পরদিন সকালে এক চামচ করে টানা ৮-১০ দিন খেলে কৃমির সমস্যা দূর হয়ে যায়। তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বাচ্চাদের বেলায় এটি প্রয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিবেন।

ব্রেইন টনিক
নয়নতারা ব্রেইন টনিক হিসেবে কাজ করে। বহুকাল থেকে নয়নতারা পাতা ও ফুলের রস ব্রেইন টনিক বা মেধা বিকাশের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

DSC_0169.JPG

পোকা মাকড়ের দংশনে

বিভিন্ন প্রকার পোকা বা মৌমাছি, বোল্লা, ভোমরা, বা কালো পিপড়া প্রভৃতি কামড়ালে গায়ে এক ধরনের জ্বালা হয়, সেক্ষত্রে নয়নতারার পাতা থেঁতো করে তার রস পোকা কামড়ানো জায়গায় লাগিয়ে দিলেই দারুণ ফলাফল পাওয়া যায়।

আরো কিছু ফটোগ্রাফি : চলুন আরাও দুইটি ফটোগ্রাফি দেখে আসা যাক।

DSC_0173.JPG

DSC_0174.JPG

❎ সতর্কতা
উপরে উল্লেখিত তথ্যই যে যোগ্য চিকিৎসা তা ধরে নিবেন না। অনেক সময় দেখবেন একই রোগে ব্যক্তি বিশেষে আলাদা ওষুধ সেবন করতে দেয়া হয়, তাই উপরের চিকিৎসা আপনার শরীরের জন্যে সঠিক কিনা বা মাত্রা কেমন হওয়া উচিৎ এর জন্যে অবশ্যই বিশেষজ্ঞ কারোর মতামত নিবেন। আজকের মত এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগা, খারাপ লাগা অবশ্যই মতামতে জানাবেন।

Post Details

CameraNikon D5500
CategoryPhotography
Photographer@mukitsalafi
LocationDhaka,Bangladesh
Sort:  
 6 months ago 

ছোট বেলা থেকেই এই ফুল বাড়িতে দেখে আসছি। আর এখন আমার বারান্দাতেও নিয়মিতই ফুটে এই ফুল।যার কারনে এই ফুল আমার অতি পরিচিত একটা ফুল।তবে শুধু আমারই না সারা দেশের মানুষ এর কাছেই হয়তো অতি পরিচিত একটা ফুল।
এতদিন আমি শুধু উপকার আছে এই ফুলের এতটুকুই জানতাম কিন্তু এত ডিটেইলস জানতাম না। আপনার লেখা পড়ে জানা সম্ভব হলো।
ধন্যবাদ এত চমৎকার ভাবে বিষয়টা উপস্থাপন করার জন্য। অনেক মানুষই উপকৃত হবো এই পোস্ট এর মাধ্যমে।
শুভকামনা রইলো আপনারা সবাই।

 6 months ago 

আমারো তেমনে কটা জানা ছিল না, তবে কিছু দিন আগে নতুন ভ্যারাইটির একটি নয়নতারা খুজতে গিয়ে ইন্টারনেটে এই ফুল সম্পর্কে বিস্তারিত জানতে পারি। তারই ধারাবাহিকতায় আজকের এই পোস্ট।

Loading...
 6 months ago 

আপনি নয়নতারা ফুলের ফটোগ্রাফির পাশাপাশি নয়নতারা ফুলের ওষুধই গুনাগুন এবং এর উপকারীতা খুব সুন্দর করে বর্ণনা করেছেন যা পড়ে অনেক কিছু জানতে পারলাম। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন

 6 months ago 

ধন্যবাদ ভাই, আমি চেষ্টা করেছি যা জানি সব তুলে ধরার। ভালো থাকবেন।

 6 months ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকবেন

 6 months ago 

প্রথমেই আপনাকে বলব নয়নতারা ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। নয়নতারা ফুল একসময় আমাদের বাসায় ও ছিল। নয়নতারা ফুলের গুনাবলী এবং উপকারিতা সম্পর্কে খুব বিস্তারিত তথ্য শেয়ার করেছেন।

এরকম নিত্য নতুন ফুলের ফটোগ্রাফি এবং উপকারিতা সম্পর্কে তথ্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

ধন্যবাদ ভাই, অবশ্যই চেষ্টা করবো এর পর আরো নতুন কোন ফটোগ্রাফি নিয়ে হাজির হবার।

 6 months ago 

এই ফুল আমার কাছে অনেক পরিচিত কারণ বাসার পাশেই এই গাছ রয়েছে।। এই গাছ পরিচিত থাকলেও এর গুনাগুন সম্পর্কে আমার জানা ছিল না।। আর আপনার পোস্টের মাধ্যমে এর গুনাগুন জেনে অনেক ভালো লাগলো।।

 6 months ago 

এই ফুল আসলে আস্ত যেন ওষুধ, আমি চেষ্টা করেছি জা জানি তা শেয়ার করার, বাকিটা ইন্টারনেট থেকে জেনে নিতে পারবেন।

 6 months ago 

নয়নতারা ফুল গুলো অনেক সুন্দর লাগে আমার কাছে ৷ তাছাড়াও আপনার নয়নতারা ফুুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে বিশেষ করে আকর্ষণীয় লাগতেছে বৃষ্টিতে ভেজা নয়নতারা ফুল গুলো দেখতে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 6 months ago 

ধন্যবাদ ভাই, চেষ্টা করেছি ভালো ভাবে ক্যাপচার করার বৃষ্টি ছিলনা তাই অয়ানি ছিটিয়ে দিয়েছিলাম।

 6 months ago 

কথাটা কিন্তু মিথ্যা বলেন নি। সত্যি আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে দেখতে।
সেই সাথে নয়ন তারা ফুলের সম্পর্ক অনেক সুন্দর ভাবে বিস্তারিত শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

ধন্যবাদ আপু, আমার ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62555.95
ETH 2435.55
USDT 1.00
SBD 2.64