আইডল শচীন টেন্ডুলকার এর রেকর্ড ভেঙ্গে দিলেন তারই শিষ্য ভিরাট কোহলি

in Incredible India9 months ago

"শুরু করছি পরম করুনাময় আল্লাহ তায়ালার নামে"

আসসালামুয়ালাইকুম

কথায় আছে রেকর্ড হয় ভাঙার জন্যে। একজনের রেকর্ড ভেঙ্গেই তৈরি হয় নতুন রেকর্ড। আজকে তেমনি এক রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার ভিরাট কোহলি

Screenshot_20231115-173913.jpg
মোবাইল ফোন থেকে স্ক্রিনশট নেয়া

ক্রিকেট জ্বরে যখন সারাবিশ্ব কাপছে, ঠিক তখন ই ইন্ডিয়া ফাইনালে যাওয়ার লড়াই এ মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের। আজকে টসে জিতে ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিং এর সিদ্ধান্ত নেন। রোহিত-গিলের ওপনিং জুটিতে উড়ন্ত সূচনা পায় ইন্ডিয়া। হটাৎ আউট হয়ে যান রোহিত। এর পর আসেন ভিরাট কোহলি। কে জানতো হয়তো আজকেই তিনি ছাড়িয়ে যাবেন তারই গুরু ইন্ডিয়ার কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে

আজকে যখন ব্যাট হাতে নামছিলেন তখন ভিরাটের সেঞ্চুরি আর টেন্ডুলকারের সেঞ্চুরির সংখ্যা সমান ৪৯। হাতছানি ছিল শচীনকে ছাড়িয়ে যাবার।

বিশ্বকাপের মত এত বড় মঞ্চে সেমি ফাইনাল ম্যাচে কোহলি কি পারবেন শচীন কে পেছনে ফেলতে? সবাই যখন এমন জল্পনা কল্পনায় ব্যস্ত তখন ই দেখা টিভি স্ক্রিনে দেখা গেল শচীন টেন্ডুলকার কে। আজকে উনি স্টেডিয়ামে বসেই খেলা দেখছেন। পুরো মঞ্চ প্রস্তুত।

পুরো স্টেডিয়াম কানায় কানায় ভর্তি
Screenshot_20231115-155530.jpg

মোবাইলের স্ক্রিনশট থেকে নেয়া

কোহলিও শুরু করলেন। প্রথমে দেখে শুনে খেলতে লাগলেন কিউই বোলারদেরকে।ক্রমেই চড়াও হতে থাকলেন। তুলে নিলেন হাফ সেঞ্চুরি।

একদিকে আগলে রেখে ইন্ডিয়াকে নিয়ে যাচ্ছেন রান পাহাড়ের চূড়ায়। দেখে শুনে খেলতে লাগলেন। অবশেষে চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ইনিংসের ৪১.৪ ওভারে ঠেলে দিয়ে ২ রান নিয়ে পূর্ণ করলেন ওয়ানডে ক্যারিয়ারের ৫০ তম সেঞ্চুরি।

পুরো গ্যালারি দাঁড়িয়ে কোহলিকে করতালি দিয়ে অভিনন্দন জানালো। গ্যালারি থেকে হাততালি দিতে দেখা গেল ভিরাটেরই গুরু আরেক কিংবদন্তি টেন্ডুলকারকে। কোহলিও বাধভাঙ্গা আনন্দে ভেসে গেলেন, ভাসালেন পুরো স্টেডিয়াম।

৫০ তম সেঞ্চুরির পর ভিরাট কোহলি
Screenshot_20231115-174101.jpg

মোবাইলের স্ক্রিনশট থেকে নেয়া

গ্যালারির এক পাশে থেকে ফ্লায়িং কিস দিতে দেখা গেলো ভিরাট কোহলির স্ত্রী আনুশকা মানে আমাদের ভাবিকে। এরকম একজন গ্যালারি থেকে উৎসাহ দিলে আলাদা করে আর চিয়ার লীডারের দরকার নেই। আনুশকার ফ্লায়িং কিস ভিরাট সাদরে গ্রহণ করে নিলো।

Screenshot_20231115-174012.jpg

মোবাইলের স্ক্রিনশট থেকে নেয়া

ভিরাট ও রিপ্লাই দিতে ভুল করলেন না। পাঠালেন চুমুর বদলে চুমু।

Screenshot_20231115-174355.jpg

মোবাইলের স্ক্রিনশট থেকে নেয়া

এই দৃশ্য আমার দেখা ক্রিকেটের অন্যতম সেরা মুহুর্ত।

এর পেছনে অনেক অনেক সাধনা, পরিশ্রম স্যাক্রিফাইস এর গল্প লুকিয়ে আছে। এইতো সেদিন ২০১৯ এ বাংলাদেশের সাথে সব শেষ সেঞ্চুরি করে এবাদতের বলে কোহলি আউট হলে এবাদাত স্যালুট জানিয়ে উদযাপন করেন। এর পর থেকে কোহলির খারাপ সময় যেন পিছু ছাড়ছিল না।

Screenshot_20231115-174708.jpg

মোবাইলের স্ক্রিনশট থেকে নেয়া

২০১৯ এর ওই সেঞ্চুরির পর -২০২২ সাল অব্দি কোহলি একবার মাত্র সেঞ্চুরির দেখা পান। এসময় তার অফফর্ম নিয়ে অনেক কথা উঠেছে, এমনকি টিম সিলেক্টরদেরকেও প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। পাশে ছিল ভিরাটের পরিবার, অনুপ্রেরণা দিয়েছিল আনুশকা। তাইতো আজকে রাজার এমন অর্জনে রানীর এমন আনন্দাশ্রু। কিং কোহলিও তার রানীর অবদান ভুলে যায় নি। জীবনসাথী তো এমন ই হবে।

শিষ্যের এমন অর্জনে গুরুর তো গর্ব হওয়ায় স্বাভাবিক। হোক সেটা নিজের রেকর্ড ভেংগে দেয়া। তাইতো ক্রিকেটঈশ্বর শচীন টেন্ডুলকার শিষ্যের এমন অর্জনের পর উনার ভেরিফাইড পেইজে অভিনন্দন জানাতে ভুলেন নি। তিনি বলেছেন

The first time I met you in the Indian dressing room, you were pranked by other teammates into touching my feet. I couldn’t stop laughing that day. But soon, you touched my heart with your passion and skill. I am so happy that that young boy has grown into a ‘Virat’ player. I couldn’t be happier that an Indian broke my record. And to do it on the biggest stage - in the World Cup Semi-Final - and at my home ground is the icing on the cake.-শচীন টেন্ডুলকার

এর পরে হয়তো আবারো কেউ ভিরাটের রেকর্ডে ভাগ বসাবে। তার মানে এই নয় ভিরাটের এই অর্জন বিলীন হয়ে যাবে। ক্রিকেটের অবিস্মরণীয় মুহূর্তের মধ্যে আজকের সেঞ্চুরি জায়গা করে নিল। স্মরণীয় হয়ে থাক এবারের বিশ্বকাপ। এই ট্রফিটা কোহলির হাতেই বেশি মানাবে।, জিতুক ইন্ডিয়া। অনেক অনেক শুভকামনা টিম ইন্ডিয়ার জন্যে। অভিনন্দন ভিরাট কোহলি।

Sort:  
 9 months ago 

বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটর এক জ্বলন্ত তারকা। ধীরে ধীরে তিনি সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন। আসলে এমনই হয়। একজন একটি কীর্তি গড়েন তো আরেক জন গড়ে ওঠে তা ভাঙার জন্য ।বর্তমানে ভারতের ক্রিকেট খুবই উপভোগ্য খেলায় পরিণত হয়েছে।

আমারও খুব ভালো লাগে ওদের পারফরম্যান্স দেখতে।আপনি অনেক সুন্দর ভাবে আপনার লেখায় চারপাশের সব কিছুই বর্ণনা করেছেন। সাথে এটাও বর্ণনা করেছেন কিভাবে সে শচীন টেন্ডুলকারের মতো খেলোয়ারকে ছাড়িয়ে যাচ্ছে। যেভাবে লিখেছেন এধরনের লেখা সাধারণত পত্রিকায় খেলার পাতায় প্রকাশিত হয় ।এভাবেই লিখতে থাকুন।ভালো থাকবেন।

 9 months ago 

ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্যে। আপনাদের এমন মন্তব্য ভালো লিখতে অনুপ্রেরণা দেয়

 9 months ago 

আমার খুব পছন্দের একজন খেলোয়াড় হলেন ভিরাট কোহলি। আসাধারণ খেলেন তিনি। একজনের রেকর্ড অন্য আরেক জন ভাঙ্গবেন এটা খেলার রীতি। খুব সুন্দর লিখেছেন আপনি
অনেক ভালো লাগলো পড়ে খেলা সম্পকৃত পোস্ট টি। ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

অনেক ধন্যবাদ, শুভকামনা থাকলো

 9 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার মন্তব্যের রিপ্লাই দেওয়া জন্য।

Loading...
 9 months ago 

বিরাট কোহলির খেলা সত্যি অসাধারণ। তবে অনেক দিন ক্রিকেট খেলা দেখি না। আপনি খুব সুন্দর করে টেন্ডুলকারের রেকর্ড ভাঙা ও বিরাটের রেকর্ড গড়ার গল্প তুলে ধরেছেন। পড়ার সময় যেন মাঠে বসে খেলা দেখছি।

 9 months ago 

ধন্যবাদ আপনাকে

 9 months ago 

ভিরাট কোহলি বর্তমানে ভারতের সেরা খেলোয়ার কার খেলা দেখতে খুবই ভালো লাগে ৷ তিনি ৫০ তম সেঞ্চুরি করে ফেলেছে শচিন কে অতিক্রম করে ফেলেছে ভিরাট কোহলি ৷ ভারতের সব খেলোয়াড়দের আমি সবসময় সম্মান করি তাদের খেলার জন্য ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 9 months ago 

আপ্নাকেও ধন্যবাদ আমার পোস্ট পড়ে সুন্দর মিন্তব্য করার জন্যে

 9 months ago 

যেকোনো খেলায় কোন না কোন এক খেলোয়াড়ের রেকর্ড থাকে আর এই রেকর্ড ভাঙ্গে অন্য কোন খেলোয়াড় আর এরকমই ইন্ডিয়ার অনেক পুরাতন খেলোয়ার শচীন টেন্ডুলকার অনেক বড় একটা রেকর্ড ছিল আগে রেকর্ড তারই দেশের খেলোয়ার ভিরাট কোহলি ভেঙ্গে বিশ্বকে টাক লাগিয়ে দিয়েছে।।

আপনি খেলা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করেছেন সবকিছুই অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন যেটি আমার খুবই ভালো লেগেছে।।

 9 months ago 

ধন্যবাদ ভাই, সামনে ফাইনাল নুয়েও লিখবো

 9 months ago 

অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী পোস্টের।।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আমার সত্যি কথা বলতে এই বিষয়টা জানা ছিলো না আর তার কারন হলো অনেক দিন ধরে খেলা দেখা হয় না আর তাই এর বিষয় বেশি কিছু জানতে ও পারি না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই বিষয়টা শেয়ার করার জন্য।ভিরাট কোহলি অনেক ভালো একটা খেলোয়াড় তা মে কেউ বলে দিতে পারবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 9 months ago 

সুন্দর মনতব্যের জন্যে ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62768.63
ETH 2678.95
USDT 1.00
SBD 2.56