বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন চিকেন নাগেটস

in Incredible India6 months ago (edited)

20240117_110307.jpg

হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন?

আসসালামু আলাইকুম,
ঢাকা শহরে যখন কোন স্কুল বা কলেজের সামনে দিয়ে হেটে যাবেন প্রায়শই দেখবেন ছোট ছোট অনেক গুলো খাবারের দোকান। বিশেষ করে CP বা কাজী ফার্মস এর ফাস্টফুডের ছোট দোকান গুলো বেশি চোখে পড়ে। এই দোকানের সামনে দিয়ে হেটে গেলেই মিষ্টি একটা খাবারের গন্ধ নাকে আসে। দোকানের সাম্নেই ছোট একটি কাচ ঘেরা বাক্সে এক পাশে চিকেনফ্রাই অন্য পাশে চিকেন বল আর নাগেটস গুলো দেখতে পাওয়া যায়।

এই দোকান গুলোর সামনে দিয়ে হাটলেই আমার ক্ষুদা লেগে যায়। পকেট থেকে টাকা বের করে এক প্লেট মেরে দেই যায়গায় দাঁড়িয়ে। আমার সব থেকে বেশি পছন্দ এই চিকেন নাগেটস এবং চিকেন বল গুলো। কিছুদিন আগে আমি এই চিকেন নাগেটস বাসায় বানিয়েছিলাম। প্রথমবার হিসেবে খেতে খারাপ হয় নি। আজকে সেই রেসিপি এখন শেয়ার করবো সবার সাথে।

চিকেন নাগেটস বানাতে বেশ কিছু উপকরণ দরকার পরে, চলুন এক নজরে দেখে আসা যাক উপকরণ গুলো

20240117_111337.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
মুরগীর মাংস২৫০ গ্রাম
ডিম১ টি
ময়দা১ কাপ
ঘি১ টেবিল চামচ
ব্রেড১ টি ছোট
গোল মরিচের গুড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
মরিচের গুড়া১ চামচ
জিরার গুড়া১/২ চামচ
তেল২ কাপ
সয়া সস১ চামচ

রান্নার পদ্ধতি :

ধাপ - ১ :

প্রথমেই মুরগীর মাংস গুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবো। ব্লেন্ড করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে নিবো।

20240106_124746.jpg

ধাপ - ২ :

এখন ব্লেন্ড করা মাংসের উপর সাদা ও কালো গোল মরিচ গুড়ো করে মাংসের উপর ছিটিয়ে দিবো। এখন লবণ, মরিচের গুড়ো ও অন্যান্য উপকরণ গুলো একে একে দিয়ে দিবো।

20240106_125205.jpg

ধাপ - ৩ :

এখন একটি ডিম ফাটিয়ে মাংসের উপর দিবো। এবার পরিমাণ মতো সয়া সস দিয়ে ভালো ভাবে মেখে নিতে হবে। এমন ভাবে মাখবো যেন সব উপকরণ ভালো ভাবে মিক্সড হয়ে যায়।

20240106_125719.jpg

এই অবস্থায় ৩-৪ মিনিট ধরে উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। মাখানো হলে ১০ মিনিটের জন্যে রেখে দিলাম।

20240106_130020.jpg

ধাপ - ৪ :

এখন নাগেটস এর উপরের লেয়ার এর জন্য ব্রেডক্রাম্বস লাগবে। আপ্নারা চাইলে সুপারসপ থেকে রেডিমেট কিনতে পারেন আর যদি না থাকে তাহলে আমাকে অনুসরণ করুন। প্রথমেই একটি ব্রেড নিবেন। একটি প্যানে ব্রেড গরম করে ভেজে নিবেন। ১-২ মিনিট ভাজলেই মচমচে হয়ে আসবে। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করলেই হয়ে যাবে ব্রেডক্রাম্বস।

20240106_130842.jpg

ধাপ - ৫ :

এবার মসলা মেশানো ব্লেন্ড করা মাংস গুলো নিয়ে নাগেটস সেপ করে নিতে হবে। এখন সেই সেপের চারপাশে এই ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিতে হবে। মাখানোর পর আমি একটা একটা করে চপিংবোডে সাজিয়ে রেখেছি। এই ব্রেডক্রাম্পসের কারণে চিকেন নাগেটস ক্রিস্পি হবে।

20240106_130856.jpg
20240106_132451.jpg

ধাপ - ৬ :

আমার চিকেন নাগেটস রেডি। এখন একটি লোহার কড়াই এ তেল গরম করে নাগেটস ভেজে নিতে হবে। অবশ্যই ডুবন্ত তেলে ভাজবেন, তাহলে মচমচে হবে।

20240106_132913.jpg
.

শেষ ধাপ :

অবশ্যই চুলা লো মিডিয়াম আচে রেখে ভেজে নিতে হবে। আমার নাগেটস গুলো ভাজা শেষ। চলুন দেখে আসা যাক ফাইনালি কেমন হলো বাড়িতে বানানো নাগেটস গুলো।

20240106_133744.jpg

20240106_133820.jpg

20240106_133839.jpg

20240106_133849.jpg

20240106_133902.jpg

20240106_134018.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung M31
ফটোগ্রাফার@mukitsalafi
লোকেশনDhaka

চিকেন নাগেটস বানাতে তেমন কোন আহমরি উপকরণের দরকার পরে না। সব কিছু হাতের নাগালেই পাওয়া যায়। আমার বানানো নাগেটস গুলো কিন্তু দোকানের মতই ক্রিস্পি আর মজার হয়েছিল। অবশ্যই হট টমেটো সস দিয়ে খেতে হবে এর আসল মজা পেতে হলে। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন

Sort:  
Loading...

TEAM 4

Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts and comments!
Curated by: @sohanurrahman


 6 months ago 

ধন্যবাদ @sohanurrahman স্যার সাপোর্ট করার জন্য।

 6 months ago 

চিকেন নাগেটস দেখতে যেমন লোভনীয় খেতে অনেক মজা। তবে কখনো খাওয়া হয়নি। আজকে আপনি তার ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। সেই সাথে শেয়ার করেছেন তার রন্ধন প্রণালী কিভাবে। খুব সহজেই তৈরি করা যাবে সেই বিষয়টা আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। ইনশাআল্লাহ অবশ্যই তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে চমৎকার ফটোগ্রাফি এবং রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 6 months ago 

শুধু ফটোগ্রাফি দেখে খেতে মন চাইলেই হবে না। অবশ্যই একদিন বানিয়ে ফেলবেন উপরের রেসিপি ফলো করে। একদম ই সহজ।

 6 months ago 

চিকেন নাগেটস তৈরি করার রেসিপিটা খুব সুন্দরভাবে এবং সহজভাবে তৈরি করেছেন। আপনি কিন্তু একদম ঠিক বলেছেন এটা তৈরি করতে আমার দেখা মতে খুব একটা আহামরি উপকরণের দরকার হয়নি।

ধন্যবাদ এরকম একটা মজাদার এবং সুস্বাদু রেসিপি করার জন্য।

 6 months ago 

একদম ই সহজ। যে কেউ নিজেই বাসায় বানিয়ে নিতে পারবে যদি আমার রেসিপি ফলো করে। ধন্যবাদ আপু।

 6 months ago 

চিকেন নাগেটস এটি বাচ্চাদেরও খুব প্রিয় এবং বড়দেরই খুব প্রিয় । খাবারটি আপনি খুব সহজ ভাবে আমাদের সাথে তুলে ধরেছেন। প্রতিটি ধাপে ধাপে আপনি সুন্দর ভাবে এটি তুলে ধরেছেন। উপকরণ এবং রান্নার পদ্ধতি এত সহজ ভাবে বুঝিয়ে দিয়েছেন যে কেউ এটি দেখে সহজে বানাতে পারবে। আপনার রান্নার ছবিগুলো দেখে মনে হচ্ছে আপনি রান্নায় খুবই পারদর্শী। সত্যিই ভাবি অনেক ভাগ্যবতী এমন একজন পার্টনার পেয়েছেন জীবনে। আপনাদের জন্য রইল শুভকামনা।

 6 months ago 

একদম ই সহজ প্রণালী। যে কেউ বানাতে পারে। আপনার ভাবী লাকি নাকি আমি লাকি সেটা আল্লাহ ভালো জানেন। আমরা একে অপরের পরিপূরক। তাই মনে হয় দুজনেই লাকি।

 6 months ago 

চিকেন নাগেটস পছন্দ করে না এমন মানুষ কমই আছে।
আর বিশেষ করে বাচ্চারা। তাদের পছন্দের খাবারের তালিকার প্রথম দিকে থাকে এই খাবার ।
আগে যখন আমার ছেলেরা ছোট ছিলো তখন ওদের স্কুলের টিফিন দেয়ার জন্য অনেক বানাতাম।
এখন বড়ো হয়ে যাওয়ার পরে কমিয়ে দিয়েছি এসব বানানো।
ধন্যবাদ আপনাকে এত্ত সুন্দর করে এই রেসিপি শেয়ার করার জন্য।
ভালো থাকবেন।

 6 months ago 

আপ্নাকেও ধন্যবাদ আমার রেসিপি পরিদর্শন করে মতামত প্রদানের জন্য।

 6 months ago 

বিকালবেলা নাস্তা করার সময়,আপনার পোস্টটি পড়ছি। ভাবুন তাহলে মনে মনে কি অবস্থা হচ্ছে আমার।
আপনার পোস্ট পড়ে নাগেটস এর রেসিপিটি অনেক সহজ মনে হচ্ছে,এবং মনে হচ্ছে এখনই বানিয়ে খাই।

আমার বাসায় নাগেটস তৈরির সব উপকরণ ই রয়েছে, কিন্তু দুঃখের বিষয় শুধু চিকেন ব্রেস্ট পিসটাই নেই এই মূহুর্তে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সহজ এবং লোভনীয় একটি স্ন্যাকস আইটেম এর রেসিপি শেয়ার করার জন্য।

 6 months ago 

উঃহ, আফসোস। আমি হলে তো তখন ই দোকানে গিয়ে মুরগী কিনে নিয়ে আসতাম। খেতে মন চাইলে খাবো এমন একটা ব্যাপার। যাই হোক আসা করি খুব শীঘ্রই আপনি বানাবেন এবগ তার ফিডব্যাক জানাবেন।

 6 months ago 

চিকেন নাগেটস তৈরি করার রেসিপিটা খুব সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে দেখিয়ে দিয়েছেন কিভাবে নাগেটস তৈরি করতে হয় । খাবারটা দেখতে খুব লোভনীয় দেখাচ্ছিল। খুব ভালো লাগলো আপনার এই ছবিটি দেখে থ্যাঙ্ক ইউ।

 6 months ago 

হ্যা, অনেক লোভনীয় একটা খাবার। আর বাচ্চারা এটা বেশি পছন্দ করে। ধন্যবাদ আপু।

 6 months ago 

চিকেন নাগেটস নতুন নাম শুনলাম এবং আপনার পোস্ট দেখে বু়ঝতে পারলাম চিকেন নাগেটস দেখতে কেমন ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 6 months ago 

ধন্যবাদ ভাই সুন্দর মতামত প্রদান করার জন্য। চিকেন নাগেটস অবশ্যই একদিন খেয়ে দেখবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74