আমার বারান্দা বাগানে সদ্যফোঁটা কয়েকটি ফুলের ফটোগ্রাফি
"Bismillah-hir-rahman-ir-rahim"
শুভ সকাল,
আজকে অনেক দিন পর আমি আবারো ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। বেশ কিছুদিন ধরে এতটাই ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে যে ক্যামেরা বের করে ফটোগ্রাফি করবো সেই সুযোগ ই পাচ্ছি না। অবশেষে শত ব্যস্ততাকে দূরে ঠেলে ক্যামেরা হাতে কিছু ফটোগ্রাফি করা হলো। আজকে সেগুলোই দেখাবো।
আমি ফুল অনেক বেশি ভালো বাসি। ফুল আমাকে প্রশান্তি দেয়। আমার বারান্দা বাগানে চেষ্টা করেছি কিছু ফুলের গাছ রাখার।
ফুল নিয়ে কত কবি কত কবিতা লিখেছে, কত শত গান রচিত হয়েছে তার ইয়াত্তা নেই। ফুল কম বেশি সবারই পছন্দ। একদম বাসার ছোট বেবিকে যদি ফুল দেন দেখবেন সেও হাসবে। আবার একদম বাসার সব থেকে বয়োবৃদ্ধকেও যদি ফুল দেন দেখবেন সে তার হারানো দিনের ফিরে যাবে, চোখ ছলছল করে ঊঠবে অতীতের কোন স্মৃতি মনে করে।
আমার বারান্দায় সম্ভবত সবার আগে আমি নয়তারা ফুলের গাছটি লাগিয়েছি। আমার গ্রামের বাড়ি থেকে এই ফুলের কিছু বীজ নিয়ে এসেছিলাম। পরে সেগুলো থেকে চারা করার পর ২ টা গাছ হয়। সেগুলো থেকে একটা এখনো বেচে আছে। গাছের বয়স প্রায় ২ বছর। কিন্তু এখনো সে প্রতি সকালে ফুল দিতে ভুল করে না।
নয়নতারা বিভিন্ন রঙ এর হয়ে থাকলেও আমার বাগানের টা পিংক রঙ এর। এই ফুলের সাধারণত ৫ টি পাপড়ি থাকে।নয়নতারা মূলত Apocynaceae পর্বের অন্তর্ভুক্ত। এর নানাবিধ ওষধি গুণাবলি রয়েছে।
এখন যে ফুলের ফটোগ্রাফি দেখাবো সেটর নাম কাটামুকুট। ইংরেজিতে এটিকে Crown of thorns বলে। এর বৈজ্ঞানিক নাম Euphorbia milii এটি এক ধরণের ক্যাকটাস প্রজাতির গাছ। অসংখ্য কাটা থাকে এই গাছে। তবে পাতার ফাকে খুব সুন্দর ফুল ফোটে। এই গাছটিও আমি আমার বারন্দা বাগানের এক কোণে রেখেছি। সব সময়ই এই গাছে ফুল ফোটে। এই ফুল গুলো অনেকদিন অব্দি সতেজ থাকে।
আজকের সব শেষ ফুলের ফটোগ্রাফি হিসেবে আমি বাগানবিলাস কে রেখেছি। আমার বারান্দা বাগানে বাগানবিলাস ফুলের ২ টা গাছ আছে। একটা পিংক রঙ এর ফুল দেয়। আরেকটা মেরুন রঙ এর। এরা সারাবছর ধরে ফুল না দিলেও ৩ মাস অন্তর ফুল দেয়। গাছগুলো আমি ইচ্ছে করেই কেটে ছেটে ছোট করে রেখেছি। বেশি বড় হয়ে গেলে বারান্দায় রোদ ঢুকতে পারে না। তার পরেও এই গাছ থেকে খুব ই চমৎকার ফুল আসে। এবারো একদম শীতের শুরুতেই ফুল আস্তে শুরু করেছে। চলুন বাগান বিলাসের কিছু ফটোগ্রাফি দেখে আসি।
এই বাগান বিলাসের গাছটি আমি নিজে ছোট থেকে বড় করেছি। অফিসের ছাদে বড় একটা বাগানবিলাস আছে। সেখান থেকে মাত্র একটা ছোট ডাল নিয়ে এসে আইসিইউ পদ্ধতিতে ওই ডাল থেকে এই গাছের চারা করেছি। সুযোগ হলে কোনদিন এই আইসিউ পদ্ধতিতে ডাল থেকে গাছের চারা করার পদ্ধতি আপনাদের শেখাবো।
Camera | Nikon D5500 |
---|---|
Lense | Nikon 18-55 mm |
Category | Nature photography |
Photographer | @mukitsalafi |
Location | Dhaka,Bangladesh |
যকন নিজের ফুল গাছে ফুল ফুটে তখন ওই দৃশ্য দেখতে বেশ আনন্দ লাগে। আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আসল গাছ রোপণে সার্থকতা তখন আসে যখন নিজের গাছে ফুল অথবা ফল আসে তখন মনের মধ্যে আলাদা একটা আনন্দ বিরাজ করে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আসলেই সত্য কথা। নিজেক রোপন করা গাছে ফুল ফোটা দেখাটা অনেক আনন্দের। ধন্যবাদ আপনাকে
Twitter share link
https://twitter.com/Mukit_Salafi/status/1729014658898784672?t=jvQie8Ng4kNo-K1NDRGGzA&s=19
আপনার ফুলের ফটোগ্রাফিগুলো সত্যি খুব চমৎকার হয়েছে প্রিয় ভাই। আপনার কাছে আমাকে ফটোগ্রাফি শিখতে হবে। ফুল একটি পবিত্র জিনিস। ফুল যেমন নিজে পবিত্র রাখে ঠিক তেমন অন্যকেও পবিত্র হতে শেখায়। তাছাড়া নিজেকে বিলিয়ে দেয়ার বার্তা ফুল চারিদিকে ছড়িয়ে দেয়। ফুলের কাছ থেকে আমরা শিখি কিভাবে নিজেকে অন্যের উপকারে বিলিয়ে দিতে হয়।
সব মিলিয়ে আপনার পুরো লিখা পড়ে এবং ফটোগ্রাফি দেখে আমি অনেক খুশি। ভালো থাকবেন সবসময় ভাই।
ধন্যবাদ ভাই। আমার যপ্তটুকু জ্ঞান আছে আমি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো। খুব শীঘ্রই ফটোগ্রাফি টিউটোরিয়াল নিয়ে আসবো।
ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য । কাটা মুকুট,
আমার বাগানে রয়েছে তবে এই ফুলটা আমার কাছে এত বেশি ভালো লাগে দেখতে তাছাড়া নয়ন তারা ফুল কিন্তুু অসম্ভব সুন্দর, এক কথায় বলা যায় আমি একটু ফুল প্রেমিক মানুষ ।ধন্যবাদ ফুলগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।
হ্যা আপু এই ফুলগুলো অনেক চমৎকার আর সারাবছর হাতের নাগালে পাওয়া যায়।
ধন্যবাদ আউন্দর মন্তব্যের জন্যে
Welcome 😊
আপনি আজকে অনেক দিন পরে ফটোগ্রাফি পোস্ট করেছেন ৷ আপনার বারান্দার বাগানের বেশ কয়েকটি ফুলের ছবি তুলে আমাদের মাঝে শেয়ার করেছেন ৷ তার পাশাপাশি ফুল গুলোর বর্ণনা গুলো উল্লেখে করেছেন ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷ ভালো থাকবেন ৷ দিনটি আপনার শুভ হোক ৷
ধন্যবাদ ভাই আপনাকে, এত সুন্দর মন্তব্য করার জন্যে। আমার ফটোগ্রাফি ভালো লেগেছে শুনে খুশি হলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন।
আসলে একদম সত্যি কথাই বলেছেন ফুল ছোট বড় সকলে খুব পছন্দ করে। ফুল এমন একটি প্রবিত্র জিনিস যা এটা দেখলে চোখে মন জুড়িয়ে যায়।
থ্যাংক ইউ খুব সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি আমাদের উপহার দিলেন।
চমৎকার বিশ্লেষণ ও কমেন্টের জন্যে অনেক অনেক ধন্যবাদ।
ফুল ভালোবাসা না এমন মানুষ আদৌও আছে কিনা আমার জানা নেই। তবে আমার কাছে মনে হয় ফুল ভালোবাসার প্রতীক। প্রত্যেকটা মানুষ ভুল পছন্দ করে। ছোট বড় সবাই ফুল দেখলেই তাদের মুখে হাসি ফুটে ওঠে।
আপনি বাগান করতে ভালবাসেন। বিগত কয়েকটা পোস্টেও আপনার বাগান সম্পর্কে জানতে পেরেছিলাম কেননা। আপনি বাগানের অনেক বেশি যত্ন নিয়ে থাকেন। আজকে আপনার বাগানের সদ্য ফুল ফোটা যে বিষয়টা সেটা আপনি আমাদের সাথে তুলে ধরেছেন। শীতের সকালে রোদ উজ্জ্বল দিনে ফুল দেখতে বেশ ভালই লাগে। ফটোগ্রাফি পোস্ট এবং তার সাথে বিস্তারিত আলোচনা করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
ধন্যবাদ আপু। আসলে বাগানে দিনে একবার গেলেই সারাদিনের ক্লান্তি কমে যায়। আত্মার খোরাক এই বাগান থেকেই পাই।
ভাই আপনার ফটোগ্রাফির প্রশংসা না করলে এই ফটোগ্রাফির অপমান করা হবে।। অসম্ভব সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো।
আজকে আপনি বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফি করেছেন যার মধ্যে আমার কয়েকটি চেনা আবার অচেনা রয়েছে।।
ধন্যবাদ আপনাকে একসাথে তিনটা ফুলের ফটোগ্রাফি করার।।
ধন্যবাদ ভাই। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে৷ তাই মাঝে মধ্যে ফটোগ্রাফি নিয়ে হাজির হই।
আপনার ফটোগ্রাফি পড়তে অনেক ভালো লাগে ভাই অসম্ভব সুন্দর হয় সবকিছুই।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনার ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ ছিলো। আমাদের এতো সুন্দর কিছু ফটোগ্রাফি দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।আমি আপনার পোস্টের ভিতরে উল্লেখ করা অনেক ফুল এর নাম জানি না কিন্তু দেখে অনেক ভালো লাগলো।আপনার কাছ থেকে এই রকম আরও ফটোগ্রাফি দেখতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
অসংখ্য ধন্যবাদ। শুনে ভালো লাগলো যে আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে। ভালো থাকবেন।