নেদারল্যান্ডস কে হারিয়ে সুপার এইটে এক পা দিয়ে রাখলো বাংলাদেশ

in Incredible Indialast month
সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর আজকে ক্রিকেট ম্যাচ রিভিউ নিয়ে হাজির হলাম। চলছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ, গতকাল রাতে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আজকে সেই ম্যাচের ই রিভিউ জানাবো। তো চলুন শুরু করা যাক।


টস আপডেট

ব্যাটিং সহায়ক উইকেট হলেও ডাচ ক্যাপ্টেন টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। গতকালের এই ম্যাচটি ছিল দুই দলের জন্যে সমান গুরুত্বপূর্ণ, কেননা যে জিতবে তারাই সুপার এইটের দৌড়ে এগিয়ে যাবে। হয়তো রান তাড়া করে জেতার জন্যেই ডাচ অধিনায়কের এমন সিদ্ধান্ত।


বাংলাদেশের একাদশ

বাংলাদেশ আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামে। সাকিব এর ফর্ম নিয়ে বেশ জল ঘোলা হয়েছে, অনেকে ভেবেছিল আজকে হয়তো সাকিবের যায়গা শেখ মেহেদী আসবে, তবে দলের কোচ ও অধিনায়ক ভরসা রেখেছেন সাকিবের উপর।

নেদারল্যান্ডসের একাদশ


বাংলাদেশের ইনিংস

বাংলাদেশের ইনিংসের গোড়াপত্তন করেন অধিনায়ক শান্ত ও তরুণ ওপেনার তানঅজিদ তামিম। বাংলাদেশের ইনিংস শুরুর সময় আমার মত অনেকেই আতংকে থাকেন এই বুঝি আউট হলো। এবং এই ম্যাচেও তাই হলো। অধিনায়ক শান্ত যেন রিভার্স সুইপ করতে গিয়ে সুইসাইড করলেন। উইকেট দিয়ে চাপে ফেললেন বাংলাদেশ দলকে।

শান্ত আউট হবার পর ক্রিজে আসেন লিটন। তবে উড়িয়ে ছক্কা হাকাতে গিয়ে দারুণ এক ক্যাচে আউট হয়ে গ্যালারিতে ফিরে যান। এর পর ক্রিজে আসেন বাংলাদেশের প্রাণভোমরা সাকিব আল হাসান। সাকিব তামিম মিলে ভালোই এগুচ্ছিলেন। কিন্তু তামিম ফিরে গেলে আবারো বাংলাদেশ চাপে পড়ে। যদিও হৃদয় এসে সাকিব কে ভালোই সঙ্গ দিচ্ছিলেন তবে রান তুলতে পারছিলেন না। চাপে পড়ে সেও উইকেট বিলিয়ে আসে।

বাকি গল্পটা যেন শুধু সাকিবময়। দারুণ সব চার আর সিংগেল ডাবল নিয়ে দ্রুত রানের চাকা সচল রাখেন। সাকিবের সাথে ক্রিজে তখন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। তাদের দুজনের জুটিতে ভর করে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ। শেষ দিকে জাকির এর ক্যামিও বাংলাদেশের সংরহ গিয়ে দাঁড়ায় ১৫৯ রানে।

বাংলাদেশের সবাই আজ খুশি প্রিয় সাকিবকে রানে ফিরতে দেখে, সাকিব রা এমন ই হয়, সব সমালোচনার জবাব মাঠেই পারফর্ম করে দেয়।

নেদারল্যান্ডস এর ইনিংস

নেদারল্যান্ডস এর ওপেনার প্রথম দিকে দেখে শুনে খেলতে থাকেন। বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই উইকেট বিলিয়ে না দেয়ার মানসিকতা ছিল, তবে পরাস্ত হন তাসকিনের দারুণ বোলিং এ। ২১ রানের ওপেনিং জুটি হাড়িয়ে নেদারল্যান্ডস যেন খেই হারিয়ে ফেলে। দ্রুত ৩ উইকেট পড়ে যায়।

|||
|-|

তবে এর পর নেদারল্যান্ডস এর অধিনায়ক এডওয়ার্ড ও সেইব্রান্ড দারুণ খেলতে থাকে। গ্যালারির বাংলাদেশ দর্শক রা চুপসে যায়। বিপরীতে ডাচ গ্যালারিতে কমলা উৎসব। আমাদের কপালে চিন্তার ভাজ, গ্রুপ পর্বেই কি আবারো বিদায় নিতে হবে?

![](

আবারো বাংলাদেশের ত্রাণকর্তা হিসেবে লেগ স্পিনার রিশাদের আগমণ। এক ওভারে দুই উইকেট তুলে নেদারল্যান্ডস কে ব্যাকফুটে ঠেলে দেন। বাকি কাজটা সারেন মুস্তাফিজ ও তাসকিন। তাদের নিয়ন্ত্রিত বোলিং এ নেদারল্যান্ডস ১৩৪ রান সংগ্রহ করতে পারে। বাংলাদেশ জিতে যায় ২৫ রানে। বাংলাদেশের সামনে সুপার এইট এখন সময়ের ব্যাপার।

পোস্ট বিবরণ
শ্রেণীSports
ডিভাইসSamsung M31
স্ক্রিনশটইউটিউব
লোকেশনঢাকা

পোস্টে ব্যবহৃত সকল ছবি মোবাইল থেকে স্ক্রিনশট নেয়া

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ সুপার এইটে গিয়ে অন্তত একটা ম্যাচ জিতুক এখন সেটাই চাওয়া। শুভ কামনা বাংলাদেশ দলের জন্য। শুভ কামনা সাকিবের জন্য।

Sort:  
Loading...
 last month 

বাংলাদেশ জিতলে আমাদের জন্য সেটা আমাদের দেশের জন্য গর্বের বিষয়। বাংলাদেশ জিতেছে এটা খুবই ভালো বিষয় তবে আমি ম্যাচটা দেখিনি। ধারাবাহিকভাবে বাজে পারফর্ম করছে দল, এই জয়টা দলের মনোবল ফিরে পেতে সাহায্য করবে আশা করি।অনেক দিন পর সাকিব খুব ভালো খেলেছে তার কাছ থেকে এমন পারফর্মই আশা করে দল। শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য। ভালো থাকবেন।

 last month 

সাকিব এর খেলা এখন আর আগের মত নেই। ১০ ম্যাচ পর একবার ভালো খেলে তাও ছোট দলের বিপক্ষে, মনে হচ্ছে সাকিব কে এই ফরম্যাট থেকে সড়ে যেতেই হবে। চোখের সমস্যার কারণে প্রথমে ব্যটিং এ খারাপ করা আর এখন রান বিলাচ্ছে বল করতে গিয়ে। অথচো আগে সাকিব ব্যাটে না পারলেও বলে পুষিয়ে দিত।

 last month 

আপনার সাথে আমি পুরোপুরি একমত সাকিবের খেলা আর আগের মতো নেই। খেলোয়াড়দের ফর্ম খারাপ যায় আবার ফর্ম ফিরে আসে তবে সাকিবের খেলার প্রতি আর আগের মতো আগ্রহ নেই।খেলায় মনযোগ কম এখন। আগের সাকিব আর এখনকার সাকিবের অনেক পার্থক্য। ধন্যবাদ আপনাকে আমার মতামতের উওর দেওয়ার জন্য। ভালো থাকবেন।

 last month 

কালকের সম্পূর্ণ খেলা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি। যখন ১৬০ রানের টার্গেট দেখলাম তখনই বুঝেছি আজকে বাংলাদেশের জেতার চান্স অনেক। বোলিং লাইনআপ বাংলাদেশের ভালো। কিন্তু ব্যাটিং এ বরাবরঅই কাঁচা। আর আমাদের ওপেনারদের নিয়ে তো কথাই নেই। এক ম্যাচে রান পেলে আগামী ১০-১৫ ম্যাচে আর খবর নেই। একমাত্র সাকিবই তার কন্সিসটেন্সি ধরে রাখতে সক্ষম। কাল একটি দূর্দান্ত ইনিংস খেলেছেন। ঈদের দিন নেপালের সাথে বাংলাদেশের ম্যাচ র‍য়েছে। আশা করি বাঙালীর ঈদের আনন্দকে দ্বিগুণ করে দিবে সেই ম্যাচটি জিতে। আপনার পোস্টটিতে খুবই সুন্দরভাবে বাংলাদেশের গত কালকের ম্যাচের বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 last month 

বাংলাদেশের ওপেনার সম্ভবত এবারের আসরের সব থেকে দুর্বল। যারা এখন অব্দি একটা ৩০+ রানের ওপেনিং জুটি করতে পারে নি। তার পরেও বাংলাদেশ জিতেছে বোলার দের কারণে। নেপাল কে হারিয়ে আমরা পরবর্তী মিশন শুরু করবো এটাই এখন চাওয়া।

 last month 

নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ জিতে গেছে বিষয়টা সত্যিই অসাধারণ। আসলে কেমন যেন বাড়িতে টিভি না থাকার কারণে খেলা তেমন একটা দেখা হয় না। মাঝে মাঝে চেষ্টা করি মোবাইলে দেখার জন্য। কিন্তু তাও হয়ে ওঠে না, আর বুঝতেও পারি না কখন খেলা হবে। তবে আজকে আপনার এই খেলার রিভিউ দেখার পর সত্যিই অসাধারণ লেগেছে। যাইহোক শুকরিয়া আদায় করছি সৃষ্টিকর্তার কাছে। বাংলাদেশ যেতে গিয়েছে জানতে পেরে ভালো লাগলো। আশা করি তারা এভাবেই একটু একটু করে এগিয়ে যাবে। ধন্যবাদ চমৎকার খেলার রিভিউ আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 last month 

আমার বাসাতেও টিভি নাই। তার উপর ইন্টারনেটের ও বাজে অবস্থা। এর পরেও বাংলাদেশের খেলা দেখা মিস করি নাই। বাহিরে ঘুরে ঘুরে মোবাইলে লাইভে খেলা উপভোগ করেছি। এবং খুব খুশি হয়েছি যখন বাংলাদেশ জিতেছে।

ধন্যবাদ আপু আপনাকে, সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67388.31
ETH 3311.98
USDT 1.00
SBD 2.74