মাটন দম বিরিয়ানি রান্নার সহজ পদ্দতি

in Incredible India3 months ago

20240618_134833.jpg

হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন?

আজকে অনেকদিন পর আবারো রেসিপি নিয়ে চলে এলাম। ব্যস্ততার কারণে অনেকদিন হলো কোন রেসিপি শেয়ার করা হয় না, তাই বলে আবার ভেবে বসবেন আমি রান্না ছেড়ে দিয়েছি। এবার ঈদে গ্রামে গিয়ে বাসার সবাইকে স্পেশাল মাটন দম বিরিয়ানি রান্না করে খাইয়েছিলাম, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো।

প্রয়োজনীয় উপকরণ :

মূল রান্নায় যাবার আগে চলুন উপকরণগুলো জেনে আসা যাক।

প্রধান উপকরণপরিমাণ
খাসির মাংস১ কেজি
বাসমতি চাল১ কেজি
আলু৩-৪ টি
টক দই৬-৮ চামচ
কাচা মরিচ১০-১২ টি
পেয়াজ বেরেস্তা১ কাপ
লবণ৩ চামচ
হলুদ গুড়া২ চামচ
ঘি২ চামচ
সয়াবিন তেল২ কাপ
গুড়ো দুধ২ চামচ
শাহি জিরা১ চামচ
দারচিনি, এলাচি, মৌরিপরিমাণমতো

রান্নার পদ্ধতি :

ধাপ - ১ :

প্রথমেই মাংস ভালোভাবে ধুয়ে নিবো। সম্ভব হলে মাংস মেরিনেট করে নিবেন। তবে আমার রান্নাটা পূর্ব পরিকল্পনা ছাড়া হঠাৎ করে করায় মেরিনেট করার সময় পাই নি। তাই আমি যেভাবে রান্না করেছি সেটাই দেখাচ্ছি। মাংস ধুয়ে ফেলে একটা প্যানে তেল, পেয়াজ কুচি ও অন্যান্য উপকরণ গুলো নিবো, এখন মাংস প্যানে দিয়ে ভালো করে মসলার সাথে মাখিয়ে নিবো।

20240618_121857.jpg20240618_125438.jpg

এখন পরিমাণমতো পানি দিয়ে ঢাকনা লাগিয়ে মাংস গুলো সেদ্ধ করে নিবো। মাংস সেদ্ধ হয়ে এলে মাংসের মধ্যে টক দই দিয়ে ভালোভাবে মাংস কষে নিবো।

20240618_133610.jpg

ধাপ - ২ :

এবার আলু গুলো হালকা সেদ্ধ করে তেলে ভেজে নিবো। বিরিয়ানির আলু নিয়ে সবার কাড়াকাড়ি লেগে যায়, আলুই যেন দম বিরিয়ানির প্রাণ।

20240618_133630.jpg

ধাপ - ৩ :

এখন বিরিয়ানির চাল ধুয়ে হাফ সেদ্ধ করে নিবো। হাফ সেদ্ধ হয়ে গেলে স্টেনারে করে পানি ঝড়িয়ে নিবো। আমি লম্বা বাসমতি চাল ব্যবহার করেছি আজকের বিরিয়ানিতে।

20240618_130515.jpg

ধাপ - ৪ :

আমাদের বিরিয়ানির রান্নার আসল কাজ শেষ এখন দমে দেবার পালা। এর জন্যে বড় একটা প্যান নিয়েছি। এখন আলু, সেদ্ধ চাল, আর মাংসের লেয়ার করে নিবো। একদম নিচের লেয়ারে সেদ্ধ চাল, তার উপর মাংস দিয়ে দিলাম।

20240618_134256.jpg20240618_134342.jpg

এর পর আবারো সেদ্ধ চাল, তার উপর আলু এবং মাংস। এর পর আবারো সেদ্ধ চাল। সব শেষে পেয়াজ বেরেস্তা দিয়ে দিলাম।

20240618_134411.jpg20240618_134537.jpg
20240618_134641.jpg

ধাপ - ৫ :

এখন ঢাকনা লাগিয়ে দিয়ে দমে দিতে হবে। ঢাকনার ফাক দিয়ে যেন গরম ভাপ বের হতে না পারে তাই ময়দা গুলিয়ে ঢাকনার চারিপাশে লাগিয়ে দিতে হবে।

20240618_134654.jpg20240618_134934.jpg

ধাপ - ৬ :

এখন বিরিয়ানির প্যান চুলার উপর বসিয়ে অল্প আচে রেখে দিতে হবে ৩০ মিনিট। ৩০ মিনিট পরে ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন মজাদার মাটন বিরিয়ানি। আর সাথে যদি পারেন তাহলে সেদ্ধ ডিম দিতে পারেন, গিন্নি অবশ্য একটি ডিমকে ২ ভাগ করে স্পেশাল শেইপে কেটেছে, আপ্নারা চাইলে ট্রাই করতে পারেন।

20240618_143930.jpg
20240618_143829.jpg
20240618_150115.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung M31
ফটোগ্রাফার@mukitsalafi
লোকেশনDinajpur

এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের মতামতের অপেক্ষায়, অনেক অনেক ভালো থাকবেন সবাই।

Sort:  
Loading...
 3 months ago 

আসলে আপনি যে বিরিয়ানি রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করছেন সেটা আসলে অনেক সুন্দর ছিল, এবং কিভাবে রান্না করতে হয় সেটাও আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে বুঝিয়ে দিয়েছেন, যদি কোনদিন সময় হয় তাহলে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর বিরয়ানির রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

বিরিয়ানি খেতে আমি খুব ভালোবাসি। আপনি খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে বিরিয়ানি রান্না করেছেন। আমিও আপনার মত বাড়িতে রান্না করার চেষ্টা করব। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। ভালো থাকবেন।

 3 months ago 

ভাই আপনি তো লোভ লাগিয়ে দিলেন আজ। বিরিয়ানি পছন্দ করে না এমন কাউকে তেমন পাওয়া যাবে না৷ আজ আপনি মাটন দম বিরিয়ানি বানানোর রেসিপি শেয়ার করেছেন। যদিও বিরিয়ানি খেতে পছন্দ করি তবে রান্না করতে পারি না। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 3 months ago 

অনেকদিন পর আবারো আমাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে।। আপনি মাঝে মাঝেই আমাদের মাঝে খুবই চমৎকার চমৎকার রেসিপি নিয়ে পোস্ট করে থাকেন।।

মাটন দম বিরিয়ানি রান্নার সকল পদ্ধতি ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন খুবই ভালো হয়েছে।। ধন্যবাদ এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 3 months ago 

মাটন দম বিরিয়ানি রান্নার সহজ পদ্দতি আমাদের মাঝে হাজির করেছেন ৷ যদিও এই গুলো খাবার কখনো খাই নি তবে কিভাবে রান্না করতে হয় সেই সম্পর্কে ধারনা একটু নেওয়াই যায় ৷

রান্নার যাবতীয় জিনিস এবং উপকরণ গুলো বেশ সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন দেখে খুব ভালো লাগলো ৷ ধন্যবাদ 🌼

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 64834.92
ETH 2540.16
USDT 1.00
SBD 2.67