You are viewing a single comment's thread from:
RE: "INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"
ধন্যবাদ দিদি এত সুন্দর করে এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করার জন্য। স্বভাবতই আমি আমার নামটি লিস্টের নিচের দিকে খুজতেছিলাম। সেখানে আমার নাম না পেয়ে ভেবেছিলাম আমার নাম হয়তো বাদ পড়েছে। পরবর্তীতে ভালো করে লক্ষ্য করে দেখি আমার নামটি লিস্টের মাঝামাঝি রয়েছে। আমার পদোন্নতি দেখে খুশি হব নাকি বাকি সবার অবনতি দেখে ব্যথিত হব বুঝতে পারছি না।
@mrsokal পড়ার অভ্যেসের কারণবশত আপনার মন্তব্যে চোখ পড়ল, আপনি নিজের পোস্টের সংখ্যা বৃদ্ধি করেছেন এটা একটা উন্নতির দিক অবশ্যই কিন্তু ৩ টে কমেন্ট আর সাপ্তাহিক টিউটোরিয়াল তথা Hangout এ আপনার অনুপস্থিতিকে কোন নজরে দেখেছেন দয়া করে জানাবেন। এখানে অনেকের উন্নতির দিক এমন আছে যেটা হয়তো আপনার ক্ষেত্রে একেবারেই অবনতির কারণ হিসেবে ধরা যেতে পারে। কাজেই, সর্বদা নিজের উন্নতির কথাই ভাবা শ্রেয় বলে আমার মনে হয়। ধন্যবাদ।
এইজন্যই আমার নামটা শেষের দিকে খুজি। সবাই বরাবরই সবার বেস্ট চেষ্টা করে যাচ্ছে। তবে এই সপ্তাহে একসাথে সবার পারফরমেন্স কমে গিয়েছে। হয়তো রোজার কারনেও এমনটা হতে পারে।এই কারণেই হয়তোবা আমার নামটা উপরের দিকে উঠে এসেছে। কারণ আমার যে এক্টিভিটি তাতে আমার নামটা সবার শেষেই আসার কথা। এই কথাটিই একটু হাস্যকর ভাবে বলতে চেয়েছি। জানিনা উল্টো হয়ে গেছে কিনা।
আর আমার নজরে যদি আমি আমার এক্টিভিটি বিবেচনা করি তবে নিজেকে ১০ এর ভেতর এক দুই এর বেশি দিব না।
নিজের কার্যক্রম উন্নত করার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আমরা কেবলমাত্র আপনাকে পথ দেখাতে পারি, কিন্তু চলতে আপনাকেই হবে। পরবর্তী সপ্তাহে আশাকরি নিজের কার্যক্রম আপনি উন্নত করবেন, যাতে নিজের নামটি সকলের নীচে খুঁজতে না হয়। ভালো থাকবেন।
অবশ্যই দিদি, নেক্সট সপ্তাহে উপরের দিকে খোঁজার চেষ্টা করবো।