হুমায়ুন আহমেদের নন্দিত নরকে বই নিয়ে কিছু কথা

in Incredible India9 days ago

1_20240903_150241_0000.png

Image edited in canva

আমাদের মধ্যবিত্তের জীবনে বিভিন্ন সময় সংঘাতময় বিভিন্ন পরিস্থিতির তৈরী হয়। তবে মাঝে মাঝে কিছু কিছু পরিস্থিতি আমাদের জীবনের সব আনন্দকে ম্লান করে দেয়। 'নন্দিত নরকে' এ আমরা এমনই ম্লান হয়ে যাওয়া জীবনের গল্প দেখতে পাই। এখানে একটি মধ্যবিত্ত পরিবারের জীবনের গল্প তুলে ধরা হয়েছে। মহসিন হলে থাকার সময় লেখক হুমায়ূন আহমেদ এই উপন্যাসটি লিখেন। পরবর্তীতে ১৯৭২ সালের প্রায় শেষ দিকে বইটি প্রকাশিত হয়। বইটিতে ক্ষুদ্র পরিসরে হুমায়ূন আহমেদ মধ্যবিত্ত জীবনের সামগ্রিক স্বরূপ ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। বইটির গল্পকথক খোকা নামের একটি ছেলে, তার পরিবারে ঘুরতে যাওয়া ঘটনা নিয়ে গল্প সামনের দিকে যেতে থাকে।

খোকার পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে অপ্রকৃতস্থ এক বছরের বড় বোন রাবেয়া , ছোট বোন রুনু, বাবা আর মা, বাবার বন্ধু মাস্টার কাকা আর বাবার প্রথম ঘরের সন্তান মন্টু । তবে গল্পটি মূলত রাবেয়াকে নিয়ে কেন্দ্রীভূত হয়েছে। হঠাৎ করে একদিন ২২ বছর বয়সী রাবেয়া হারিয়ে যায়। এক সময় রাবেয়াকে খুঁজে পাওয়া গেলেও তাদের পরিবারের উপর নেমে আসে কালো মেঘের ঘনঘটা। দেখা যায় রাবেয়ার পেটে চলে এসেছে ছোট্ট শিশু। সমাজের দুর্নাম থেকে বাঁচতে এমন অবস্থাতেই রাবেয়াকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু কোনমতেই এটা সম্ভব হয় না। কিছুদিন পর গর্ভপাত করাতে গিয়ে মারা যায় রাবেয়া। অপরদিকে মনটু খুন করে তার বাবার বন্ধু মাস্টার কাকা কে, বিচারে ফাঁসির আদেশ হয় তাঁর। কেন মন্টু খুন করে মাস্টার কাকা কে জানতে হলে বইটি পড়তে হবে।

pexels-rdne-9241457.jpg

Source

মধ্যবিত্ত পরিবারের গল্প গুলো যেন এরকমটাই হয়। পাশের বাড়ির শিলুদের প্রেমে খুব সহজেই পড়ে যায় খোকার মতো সহজ সরল ছেলেরা তবে এই ভালোবাসার কথা শেষ পর্যন্ত মুখ ফুটে বলা হয়ে ওঠে না। ভাইয়েরা স্বপ্ন দেখে প্রথম বেতন পেলে ছোটবোনের জন্য সবুজ রঙের শাড়ি কিনে দিবে। মায়েরা স্বপ্ন দেখে ছেলের ঘরে সুন্দরী ও লক্ষী একটি বউ আসবে। কিন্তু সব সময় এই স্বপ্নগুলো সত্যি হয়ে উঠেনা। কোন এক ঝড়ো হাওয়ায় সে স্বপ্নগুলো হারিয়ে যায়।

উপন্যাসটির চরিত্র পর্যালোচনা করতে গেলে দেখা যায় গল্পকথক খোকা চরিত্রটি একই সাথে আবেগী এবং আন্তরিক। পাশাপাশি পরিবারের সবাইকে নিয়ে তার অনেক স্বপ্ন এবং একজন গুপ্ত প্রেমিক পুরুষও বটে। খোকার বড় বোন রাবেয়া খুবই সুন্দরী একটা মেয়ে, চোখগুলো ভাসা ভাসা এবং খুবই সুন্দর ঠোঁটের অধিকারী। তবে চাঁদের গায়ে যেমন কলঙ্ক থাকে ঠিক তেমনি সুন্দরী হলেও রাবেয়া মানসিকভাবে বিকারগ্রস্ত যার ফলে এই সুন্দর পৃথিবীতে তার খুব বেশি দিন বেঁচে থাকা হয় না। তাকে হতে হয় ভাগ্যের নির্মম পরিহাসের শিকার।

pexels-photo-1485114.jpeg

Source

মন্টু খুবই চুপচাপ এবং শক্ত প্রকৃতির ছেলে। যে কারণে পরিবারের সকলের প্রতি তার ভালোবাসা থাকলেও সেটা খুব সহজে প্রকাশ করতে পারে না। তবে গল্পের শেষের দিকে গিয়ে মন্টুর সেই ভালোবাসা বেশ ভালোভাবেই প্রকাশ পায়। অপরদিকে মনে হচ্ছে ১৩ বছর বয়সী সহজ সরল বালিকা যার কাছে পরিবারের বড় ভাই সব থেকে প্রিয় এবং কাছের মানুষ। এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র হলো মাস্টার কাকা, খোকার বাবার বন্ধু। তিনি এই পরিবারের সাথে এমন ভাবে মিশে গেছেন যে বাইরের কেউ বুঝতেই পারবে না তিনি এই পরিবারের কেউ নন।

মধ্যবিত্ত পরিবারগুলোতে সুখ,শান্তি, হাসি,কান্না ছাপিয়ে কিছু কিছু ঘটনা সবকিছুকে ম্লান করে দেয়। একটি সাজানো গোছানো পরিবার পরিণত হয় নরকে। বইটি পড়তে পড়তে আপনার মন নিজের অজান্তেই বিষাদে ভরে উঠবে। বিশেষ করে রাবেয়ার চরিত্রের মাধ্যমে আমাদের সমাজের নিকৃষ্টতম একটি দিক তুলে ধরা হয়েছে। বর্তমানে জগৎটাই এমন হয়ে গিয়েছে যে কাউকে আর সম্পূর্ণরূপে বিশ্বাস করা যায় না কারণ এখানে খারাপ মানুষেরা ভালো মানুষের মুখোশ পড়ে থাকে। আর এমন একটি জায়গায় যদি রাবেয়ার মত মানসিক বিকারগ্রস্ত সুন্দরী মেয়ে থাকে তবে মানুষরূপী পশুরা ওঁৎ পেতে থাকে সুযোগের সদ্ব্যবহার করার জন্য। যদি কখনো সময় সুযোগ হয় তবে অবশ্যই হুমায়ূন আহমেদের লেখা নন্দিত নরকে বইটি পড়বেন আশা করি ভালো লাগবে।

Sort:  
 8 days ago 

হুমায়ূন আহমেদ স্যারের লেখা সকল বইগুলোই অনেক সুন্দর হয়, তার বইগুলোতে সামাজিক অনেক বিষয়ে উঠে আসে, এবং তার বইগুলোতে অনেক কিছু শেখার থাকে, এই গল্পে খোকার চরিত্রটা খুব ভালো লেগেছে, আমার সুযোগ হলে এই বইটা পড়ার চেষ্টা করব, অসংখ্য ধন্যবাদ হুমায়ূন আহমেদ স্যারের লেখা নন্দিত নরকে বইটি নিয়ে সুন্দর উপস্থাপনার জন্য।

CONGRATULATIONS!!

Your post has been supported by TEAM SHINING STARS. We support quality posts, good comments anywhere, and any tags.


1000152665.gif

Curated by : @wilmer1988
Loading...
 8 days ago 

অনেক আগে হুমায়ুন স্যারের একটি বই পড়েছিলাম স্যারের বইগুলো বাস্তবসম্মত অনেক বিষয় তুলে ধরে এই জন্য বইগুলো মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে ।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হুমায়ুন স্যারের নন্দিত নরকে বইয়ের রিভিউ দেওয়ার জন্য। ভালো থাকবেন।

 7 days ago 

হুমায়ূন আহমেদ তিনি অনেক বই লিখেছেন যেখানে মানুষের বাস্তবিক কথা তুলে ধরেছেন।। আর সেই বইগুলো পড়ে আমরা জীবন সম্পর্কে অনেক কিছুই বুঝতে পারি, আজ আপনি খুবই চমৎকার ভাবে তার একটি নন্দিত নরক বই নিয়ে কিছু কথা উল্লেখ করেছেন।।

"যারা বিশ্বাসঘাতকতার মুখোশ পড়ে থাকেন, এই নন্দিত নরকে বলে আমার হৃদয় গভীরভাবে ছেদ করে। 📚💔 এই বইটির স্পষ্ট নিশ্চয়তা আমার জন্য অনন্য, আলোড়নে ভর্তি এবং উদ্ধত। 🌊 Rabeeyar এর প্রকৃত গল্প সাথে যুক্ত হওয়ার মাধ্যমে, আমি উপভোগ করেছি এটি। 🌱 যদি সন্দেহবাদী লুকানো ধর্মত্যাগী, অপকর্মী ও নিঃসন্দেহে খারাপ মানুষেরা যারা বিশ্বজগতের অলৌকিক বা আকর্ষণীয় দিকটি ছোঁয়ামান। 🎭 এই পরিস্থিতিতে, রাবেয়া হল আমার ফোকাস, অন্যদিকে সাজানো-গোছানো পরিচিত। 😷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58251.65
ETH 2369.70
USDT 1.00
SBD 2.37