"Yellow Bird"(Black-Hodded Oriole) is a Yellow Guest in My Garden./"হলদে পাখি"আমার বাগানের হলদে অতিথি।

in Incredible Indialast year (edited)

Tuesday 23 May 2023

20230509_133201~7.jpg

Hi Everyone.

হলুদিয়া পাখি সোনার ই বরন
পাখিটি ছাড়িল কে রে আমার?
পাখিটি ছাড়িল কে কে
-----------



কেমনে পাখি দিয়া যে ফাঁকি
উইড়া গেল হায় চোখের পলকে
--------



Video source

এভাবেই হলদে পাখির কথা, আমাদের কবি ও সাহিত্যিকেরা , তাদের লেখনীতে হলদে পাখির কথা তাদের কবিতা, সাহিত্য ও গানে মনের মাধুরী মিশিয়ে তাঁদের লেখাকে রাঙিয়ে তুলেছেন।

হলুদিয়া পাখির সাথে তুলনা করে , বিরহের আগুন শীতল করার চেষ্টা করেছেন। আফসোস করেছেন। তুলনা করেছেন। সান্তনা পাওয়ার চেষ্টা করেছেন।

20230509_133159~8.jpg

Hi প্রকৃতি প্রেমিক বন্ধুরা আমার

বর্তমান সময়ে হলদে পাখি আমাদের আশেপাশে আগের চেয়ে কম দেখা গেলেও, তা এখনো বিলুপ্ত প্রাণীর তালিকা ভুক্ত হয়নি। তবে যেভাবে হারিয়ে যেতে শুরু করেছে, তাতে পরিবেশবাদিরা ধারনা করছে , পাখিটি বিলুপ্ত প্রাণীর তালিকা ভুক্ত হতে হয়ত বেশি সময় নিবে না।

হলদে পাখি নিয়ে আমাদের এলাকায় একটি প্রচলিত একটি কথা আছে,হলদে পাখি কাটল(কাঁঠাল) খায়, মোর জিউ না সয় ( মন মানে না) অর্থাৎ হলদে পাখির কাঁঠাল খাওয়া দেখে দর্শক এর মনও উতাল-পাতাল করে।

20230509_133157~8.jpg

এমন গ্রামীণ প্রবাদের বিশ্লেষণ করলে সহজেই অনুমেয় যে, মানুষ সহ অন্যান্য প্রানীর মত হলদে পাখিও কাঁঠাল খেতে পছন্দ করলেও,তা হয়ত একটু বেশি পছন্দ করে। তবে হলদে পাখির চেয়ে আমারও যে কাঁঠালে লোভ কম, তা আমি কিন্তু বলতে চাইনা ।

বন্ধুরা

আজ আমি আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি একটি সুন্দর হলদে পাখির রেনডম ফটোগ্রাফি।

এখনো সপ্তাহ পুরে নাই। হবে ৪ কিংবা ৫ দিন। মেঘলা আকাশ। একটু আগেই টিপটিপানি বৃষ্টি হয়েছে। গাছের পাতা এখনো শুকায়নি । গাছের পাতা থেকে অল্প বিস্তর পানি নিংড়িয়ে পড়ছে।

20230509_133155~7.jpg

ভেজা উঠান, ছাদের পানি গড়িয়ে, এখনো একটু আগের বৃষ্টির কথা জানান দিচ্ছে। বৃষ্টিতে আশ্রয় নেওয়া পশুপাখি গুলো দু-একটি করে বাহিরে আসতে শুরু করেছে। বন্য ও বেওয়ারিশ পশুপাখি গুলোও দৃষ্টি সীমার মধ্যে আসতে শুরু করেছে।

আমরা সবাই ফ্লাটের সদর দরজার ভিতরেই রয়েছি। এখনো দরজা খোলা হয়নি।বড় মেয়ে মেঘা দরজা খুলে বের হয়েছে।আমি দরজার ভিতরেই ভাঙ্গা চেয়ারটা নিয়ে বসে পড়লাম।

হটাৎ করে মেঘা বলে উঠলো, আমাদের বাগানে হলদে পাখি এসেছে। আব্বা ছবি উঠবেন না ? একথা শুনে আমি ক্যামেরা পরিস্কার করে মেঘার হাতে দিলাম। বললাম ভিডিও এর সাথে ছবিও তুলতে থাকবে।

20230509_133154~6.jpg

সে ঠিক আছে বলে , মোবাইল নিয়ে নিজেকে অনেকটা আড়াল করে ক্যামেরা চালাতে থাকল। প্রায় দু মিনিট ভিডিও ও ছবি ধারণ করতে করতে পাখিটি উড়ে উঠে পাশের ডালে বসে তৎক্ষণাৎ আবার ফুড়ুৎ করে উড়ে চলে গেল।

এবার মেঘা আমার হাতে মোবাইল দিয়ে তার পূর্বের কাজে চলে গেল।

এবার আমি ছবি ও ভিডিও পরখ করে নিলাম। ভিডিও ইতিমধ্যে ইউটিউব এ পাবলিশ করা হলে,আজ ভিডিও সহ ছবিগুলো ও সেই সময়টি আপনাদের সাথে ভাগাভাগি করছি।

20230509_133149~4.jpg

কাল রঙের মাথা ও হলুদ রঙের এ পাখিটিকে আমাদের এলাকায় হলদে পাখি বলে। এর ইংরেজি নাম -Black-hodded Oriole এবং বৈজ্ঞানিক নাম -Oriolus Xanthornus.

20230509_133159~8.jpg

বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশাকরি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভালো আছেন। মহান আল্লাহ পাক আমাদেরকে সুস্থ থাকার তৌফিক করুন।আমিন

আলহামদুলিল্লাহ

সবার দোয়ার বরকতে, মহান আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আসুন সবাই একযোগে, পৃথিবীর সকল প্রানীর জন্য মহান আল্লাহর অনুকম্পা কামনা করছি। আমিন

20230509_133144~6.jpg

20230509_133141~10.jpg

20230509_133130~6.jpg

20230509_133128~6.jpg

বন্ধুরা

এই ছিল আমার হলদে পাখির রেনডম ফটোগ্রাফি ও কিছু কথা।
সাথেই থাকুন।
ভাল থাকুন।

Enjoy With Love

Writer /Photographer@mrnazrul
CameraHandset
CategoryVegetable-Flower√ Photography ,Flower
EditNo Editing and Filtering
CaptureOne by One
LocationBanglades

Best Regards

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 63064.93
ETH 2468.39
USDT 1.00
SBD 2.55