Random Photography of Raintree Flower's and Some Early Evening Moments/রেইন্ট্রি ফুলের রেনডম ফটোগ্রাফি ও কিছু কথা।steemCreated with Sketch.

in Incredible Indialast year

Wednesday 26 April 2023

20230426_172300.jpg

পড়ন্ত বিকাল ।পশ্চিম আকাশে কালো মেঘের গুড়-গুড়ানি ডাকহাক। কালো মেঘের উপরে সাদা মেঘের বহর। সাথে জোড়ায় জোড়ায় সাদা বক এর উড়ে যাওয়ার দৃশ্য ‌। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, ভারতের কোন অঞ্চলে প্রচন্ডভাবে বৃষ্টি হচ্ছে। সাথে ঝড়ো হওয়া ও যে হচ্ছে, তা মেঘ দেখে সহজেই অনুমান করা হচ্ছে।

একেবারেই পড়ন্ত বিকাল ।সূর্যটা কখনো কালো মেঘের ভিতরে স্নান করতে যাচ্ছে। আবার স্নান করে নিজেকে শুকিয়ে নেওয়ার জন্য বাহিরে এসে উঁকি মারছে।

এরই মধ্যে আমাদের এলাকায় খেকশিয়ালীর বিয়ে হতে শুরু করেছে। ঝাকে ঝাকে খেঁকশিয়ালি পাত্র-পাত্রী হয়ে আমাদের অগোচরেই বসে বসে বিয়ের আমেজ গ্রহণ করছে।

20230426_171013.jpg

20230426_171007.jpg

সেই সাথে আমরাও শেয়াল-শেয়ালীর বিয়েতে বরযাত্রী হয়ে নানান রকমের গান গাচ্ছি। ঝড় হচ্ছে রোদ হচ্ছে, খেকশিয়ালীর বিয়ে হচ্ছে প্রায় সবার মুখে একথাটি উচ্চারিত হচ্ছে।

বৃষ্টির কোন তীব্রতা নাই ।কয়েক ফোঁটা বৃষ্টির পর আবার নিমিষেই মিশিয়ে গেল। বৃষ্টির আগমনী বার্তায় এতক্ষণে খেঁক শিয়ালের বিয়ে পুরাটাই শেষ হয়ে গেছে।

আমরাও বরযাত্রীরা উঠানি দিয়া, যার যে অবস্থানে চলে যাওয়ার চেষ্টা করছি। সন্ধ্যার রোদ হলেও মেঘের পরে আবারো বৃষ্টি স্নাত হয়ে, আমাদেরকে আলোর ছটা উপহার দিতে ছিল।

20230426_170956.jpg

20230426_170950.jpg

ফ্লাটের গেটে ভাঙা চেয়ারটা টেনে নিয়ে বসে পড়লাম।ডানে বামে , বাড়ির ছোট-বড় সকলে সন্ধ্যার পুর্ব মুহুর্তের কাজ-কামে ব্যাস্ত।

কেহ দিচ্ছে উঠান ঝাড়ু ।কেউবা কাটছে তরকারি ।কেউ বা বাছতেছে শাক । কেউবা হাঁস মুরগি গুলো ঘরে তোলার জন্য ব্যাস্ত। কেউবা চুলার ছাই তুলে রান্না করার জন্য সময় নিয়ে কাজ করছে ।

সবার এত ব্যস্ততার মাঝখানে আমিও মোবাইলে ভয়েস টাইপিং এ ব্যস্ত। নিয়মিত পোষ্ট সহ কাজকর্ম গুলি করতে হবে।

আমার মাথার উপর থরে থরে রেইন্ট্রি গাছটার ফুল ফুটেছে । শোভায় ভরে তুলেছে আমাদের বাহির বাড়িকে।

20230426_170923.jpg

20230426_170917.jpg

এর মধ্যেই হাঁস মুরগি ঘরের মধ্যে ঢুকিয়ে, খাঁচায় খাঁচায় আবদ্ধ করে রাখা হয়েছে ।ছাগলের গলায় লাগা হয়েছে দড়ি, ছেলে মেয়ে এখন পুরোটাই ফ্রি।

আমার সামনেই পড়ে আছে হাঁস মুরগি তাড়ানো সেই লম্বা বাঁশের কঞ্চির কোটাটি। হঠাৎ করে বাম পাশে দেখি আমার ছোট শ্যালক কোঁটাটি হাতে নিয়া রেইন্ট্রি গাছে বারবার ঝাকুনি, পিটুনি ও খোঁচানি দিচ্ছে। উদ্দেশ্য তার ভাগ্নে-ভাগ্নিদের কে রেইন্ট্রি গাছের ফুল পেড়ে দেওয়া।

তার সাথে তার বড় ভাগিনা যোগ দিয়ে, দুজনে এক কাজে মত্ত হলে, তার ছোট ভাগিনীদ্বয় এসব ফুল কুড়াতে থাকে এবং বড় ভাগ্নির কাছে জমা করতে থাকে।

তাদের এমন অবস্থায় আমিও লেখা ছেড়ে তাদের হাতের ফুলগুলো ফটোগ্রাফি করার জন্য আমার কাছে একে একে নিয়ে ডাকি। যে যেমন পারে তেমন করে ডান হাতে ,বাম হাতে সাজিয়ে আমার কাছে ফুলের তোড়া নিয়ে হাজির হয় এবং ছবি তোলার জন্য প্রস্তুত করে রাখে।

20230426_172300.jpg

20230426_171022.jpg

এ সময় আমি ছোট্ট দুই পরিবারের সদস্যের কাছ থেকে কয়েকটি ছবি ম্যাক্রো এবং ফটোগ্রাফি আকারে মোবাইল ক্যামেরায় ধারণ করি যা এখন আমি এই পোস্টের মাধ্যমে ভাগাভাগি করার চেষ্টা করছি।

রেইন্ট্রি গাছকে আমাদের এলাকায় কড়াই শিল কড়াই কড়াই ইত্যাদি নামে ডেকে থাকে। এর ইংরেজি নাম-Raintree(রেইন্ট্রি) বৈজ্ঞানিক নাম -Albizia-saman .

বন্ধুরা
মহান আল্লাহ এই গরমের দিনে সুস্থ থাকার তৌফিক দান করুন, আমীন।

এই ছিল আমার আজকের রেন্ট্রি গাছের ফুলের ফটোগ্রাফি ও কিছু কথা আশা করি সবার ভাল লাগবে।

20230426_170903(0).jpg

20230426_170847.jpg

20230426_170831.jpg

20230426_170812.jpg

20230426_172516.jpg

20230426_172515.jpg

20230426_172440.jpg

20230426_172427.jpg

20230426_172418.jpg

20230426_172304.jpg

Enjoy With Love

Photography by@mrnazrul
CameraHandset
CategoryNature, Photography ,Flower
EditNo Editing and Filtering
CaptureOne by One
LocationBangladesh

Best Regards

Sort:  

জীবনে প্রথমবার এই ফুলগুলো দেখতে পেলাম প্রিয় ভাই,আর এরকম একটা ফুলের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে🥰।

সত্যিই আমিও ছোটবেলা থেকে শুনে আসছি হালকা বৃষ্টি আর চকচকে রোদের মধ্যে খেঁকশিয়ালের বিয়ে হয়ে থাকে।আমরাও ছোটবেলা এমন পরিবেশে সমস্বরে অনেকবার গেয়েছি"রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেঁকশিয়ালির বিয়ে হচ্ছে"।

অসাধারণ উপস্থাপনার সাথে এত সুন্দর ফুলের ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই🥰🥰

ভালো থাকবেন🥰🥰।

#miwcc

Loading...
 last year 

এই ফুল গুলোর আমার নাম জানা নেই তবে এই ফুল গুলো রাস্তার মধ্যে বেশীরভাগে দেখা যায় ৷ রাস্তার মধ্যে হাটলে এই ফুল গুলোর অনেক ঘ্রান পাওয়া যায় ৷ রাস্তার মধ্যে এই ফুলগুলো অনেক সৌন্দর্য তা সৃষ্টি করে থাকে ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

#miwcc

 last year 

অনেক সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি। সেইসাথে গ্রাম বাংলার আবহমান কিছু ঘটনা আপনি আপনার লিখুনিতে তুলে ধরেছেন, যা অত্যন্ত চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে অনেক।
#miwcc

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61639.07
ETH 2982.91
USDT 1.00
SBD 2.46