"Fast Childhood",Some Photos and Video Footage ./"দুরন্ত শৈশব"এর কিছু ফটো ও ভিডিও চিত্র

in Incredible India3 months ago

Tuesday 14 Match 2023

আচ্ছালামো আলাইকুম

আমি @mrnazrul আপনাদের বাংলাদেশী বন্ধু।

Picsart_23-03-15_00-13-05-735.jpg

আমার সকল বন্ধুরা,মহান আল্লাহর রহমতে সুস্থ থেকে, উৎসব মুখর পরিবেশে নিজেকে, নিজ কর্মে নিয়োজিত রাখতে সচেষ্ট থাকবেন, মহান আল্লাহর দরবারে, এতোটুকু কামনা করছি। আমিন। আমার জন্যও অনুরূপ দোয়া করবেন। আমারও এতটুকুই কামনা।


Video 📸 from you tube

মানুষের জীবনে, জীবনের কয়েকটি অন্যতম অধ্যয়ের মধ্যে, শৈশবও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।, মা-বাবা,ভাই বোন,পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের রক্ষনাবেক্ষন ও কোলে পিঠে বড় হইয়ে এ অধ্যায়ে প্রাথমিক ভাবে পদচারণা শুরু হয়।

20230313_133012~7.jpg

আধো আধো বোল, তিন পায়ে চলন শুরু করে, চার পায়ে হামাগুড়ি, বিভিন্ন অবলম্বন ধরে দাঁড়ানোর চেষ্টা করতে করতে, একসময় টগর-বগর করে ও কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে যাওয়া দিয়ে শুরু হয় মানবজাতির শৈশব কাল।

ভাঙ্গা ভাঙ্গা বোলে আব,আম,দাদ,নান কথা গুলো আস্তে আস্তে ,আব্বা,মা,আম্মা, দাদা ও নানা হয়ে স্পষ্ট ফুটে উঠে । সাথে নতুন কথার ফুলঝুরি,খৈ এর মত ফুটতে শুরু করে,নিস্পাপ অবোয়য়ের স্বর্ন চমকানো ঠোঁট দুটোতে।

মা বাবা ভাই বোন সহ পরিবারের সবাই স্বর্গীয় সুখ ও পার্থিব আনন্দে অপলোকে মেতে উঠে।

যতই দিন যায় , ততই উৎকর্ষতা বেড়েই চলে এবং বাঁধনহারা হয়ে উঠে । শাসন,বারন সবকিছুই তুচ্ছ মনে করতে শুরু । প্রতিবেশী সমবয়সীদের সাথে অবাধ চলাফেরা রুটিনে পরিনত করতে তৎপর হওয়ার চেষ্টায় ব্যাকুল হয়ে পড়ে ।যখন তখন নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে যা নহে, তাই করার চেষ্টা করে।

  • শুরু হয়ে যায় শৈশবের দূরান্তপনা আর দুরন্তগতিতে চলাফেরা। কখনো কখনো অকারনে দৌড়া-ঝাপ, ঢিল ছোড়াছুড়ি, সমবয়সী কাহারো সাথে মারামারি, ধুলায় লুটিয়ে পড়া ও মাখামাখি,গাছে উঠা, পাখি, কুকুর ও বিড়াল পিছনে অকারনে ধাওয়া করা, পুকুরে নেমে হইহুল্লোল করা, সবার সাথে পুকুরে বা ডোবায় নেমে গোসল করা, কাদামাখা ইত্যাদি ইত্যাদি।

বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশাকরি মহান আল্লাহর রহমতে সবাই সুস্থ একটি সময়ে ,নিজের কাজ গুলোকে সময়মত সমাধান করে চলছেন।
আলহামদুলিল্লাহ
আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে কিছুটা বিঘ্ন হলেও সহজ মনে সমাপ্ত করার চেষ্টা করছি।

তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদেরকে উপহার হিসেবে দিতে নিয়ে এসেছি,শৈশব এর দুরন্তপনার ফটো ও ভিডিওগ্রাফি।

চৈত্রের কাঠফাঁটা রোদে,তিনজন ছেলেমেয়ের পুকুরে নেমে দুরন্তপনার বিষয়টি আমার নজরে আসলেই আমকে ছোট বেলার দুরন্তপনায় টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকে। একপা-দু'পা করে পুকুর পাড়ে এগিয়ে যেতে থাকি। সাথে আমারও মনে হলো আমিও তাদের সাথে পুকুরে নেমে তাদের সাথে মিশে আছি।

এবার হাতের মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিওচিত্র ধারণ করতে করতে,একই সাথে ছবিও ধারণ করতে থাকি।

এখন আমি আমার মোবাইল ক্যামেরায় ধারণ করা ভিডিও ও ফটোগ্রাফি গুলো ভাগাভাগি করতে পোস্ট আকারে প্রকাশ করছি ।আশা করি সবার ভালো লাগবে।

Picsart_23-03-14_23-59-45-352.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

Picsart_23-03-14_23-57-13-812.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

Picsart_23-03-14_23-53-16-494.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

Picsart_23-03-14_23-52-37-663.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

Picsart_23-03-14_23-48-13-496.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

Picsart_23-03-14_23-45-58-221.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

Picsart_23-03-14_23-43-50-061.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

Picsart_23-03-14_23-40-53-500.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

Picsart_23-03-14_23-38-51-227.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

Picsart_23-03-14_23-34-09-320.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

Picsart_23-03-14_23-32-05-511.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

Picsart_23-03-14_23-28-45-604.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

Picsart_23-03-14_23-25-32-938.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

Picsart_23-03-14_23-22-44-221.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

Picsart_23-03-14_23-20-01-764.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

Picsart_23-03-14_21-13-50-435.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

Picsart_23-03-14_20-57-27-266.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

Picsart_23-03-14_20-53-59-906.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

বন্ধুরা

দুরন্ত শৈশব নিয়ে এই ছিল আমার আজকের ফটো ও ভিডিওগ্রাফি, সেই সাথে কিছু আলোচনা।

Enjoy With Love

Article By@mrnazrul
CaptureHandset
CategoryNature Photography
LocationVillage of Bangladesh

Best Regards

Sort:  
 3 months ago 

La infancia es la etapa más maravillosa que tenemos, las fotos que nos muestras son los mejores ejemplos, los niños se ven muy alegres disfrutando del estanque.

Fue un gusto leerte 😊

 3 months ago 

আপনি যথার্থ মন্তব্য ছুড়ে দিয়েছেন। আমরা যদি পুরো শৈশবের স্মৃতি জাগিয়ে তুলতে পারতাম ! তাহলে আরো কতই না কিছু উপহার হিসেবে ফিরে পেতাম। সুন্দর মন্তব্য করার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Loading...
 3 months ago 

আপনার পোস্টটি পড়ে রীতিমত শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে গেল। কতই না আনন্দের ছিল সেই সময় গুলো। খেলাধুলা, হৈহুল্লোর, পুকুরে ডুব দিতে দিতে চোখ লাল করে ফেলা। হোক রোদ হোক বৃষ্টি। কিছুই মানতাম না ছুটে চলতাম আপন গতিতে।

সময়ের পরিবর্তনের সাথে সাথে হারিয়ে গেছে সেই আনন্দের সোনালী দিনগুলো। আপনাকে ধন্যবাদ শৈশবের স্মৃতি বিজড়িত একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 months ago 

ভিডিওটি ধারণের সময় আমারও মনে হইতেছিল, আমিও যেন তাদের সাথে পানিতে নেমে ছিলাম । বর্তমান যান্ত্রিক যুগে, আমরা সবাই যন্ত্রে পরিণত হতে যাচ্ছি।

সুখ, দুঃখ ,হাসি ,কান্না, মায়া-মমতা, কোন কিছুই আমাদের মধ্যে আর কাজ করে না ।সর্বদা শুধু বড় হওয়ার চিন্তা নিয়ে সবাই পার করি। সুন্দর আলোচনায় মন্তব্য উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 months ago 

ঠিক কথাই বলেছেন ভাই।

 3 months ago 

আসলে কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছি। আপনার পোস্ট পড়ে এবং আপনার পোস্টের ভিডিওটা দেখে, আমি নিজেই মনে হয় শৈশবের মধ্যে হারিয়ে গেছি। আসলে শিশুকালে আমরাও এই ধরনের কাজগুলো করেছি।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা বিষয় আমাদের সাথে তুলে ধরার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 3 months ago 

এ ধরনের বিষয়গুলো মানুষের মধ্যে কিছুটা আবেগের সৃষ্টি করতে পারে। যেমনটা ভিডিও ধারণকালীন সময়ে আমারও হয়েছিল ।সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

এটা যেন এমন পোস্ট, যা রীতিমত দুরন্ত শৈশবে নিয়ে আমাকে ফেলে রাখে। পোস্টের শুরু থেকে শেষ অব্দি শৈশবের স্মৃতির কল্পনায় ভাসমান ছিলাম। অনেক ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ভালো থাকবেন।

 2 months ago 

শৈশব ধারন সবার একটা নিজস্ব পুঁজি। যা যখন তখন মনের গভীর থেকে তুলে এনে চোখের আয়নায় দেখা যায়। সুন্দর অনুভূতি প্রকাশের জন্য ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। ধন্যবাদ।

আপনার প্রতিটি কথায়ই খুজে পাই সাহিত্যের গন্ধ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.08
JST 0.027
BTC 27099.65
ETH 1887.50
USDT 1.00
SBD 2.27