স্বরচিত কবিতা। "ইনক্রেডিবল ইন্ডিয়া এর তরে"। কমিউনিটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে উপহার।steemCreated with Sketch.

in Incredible Indialast year (edited)

Thursday 18 May 2023

Picsart_23-05-17_21-12-51-055.jpg

আসসালামু আলাইকুম

আমি মিঃ নজরুল (@mrnazrul) আপনাদের বাংলাদেশী বন্ধু।

বন্ধুরা

আমার প্রিয় কমিউনিটিIncredible India এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের লেখা শুরু করছি।

আজ আমি আপনাদের জন্য কমিউনিটির প্রথম বর্ষপূর্তিতে উপহার হিসেবে নিয়ে এসেছি একটি স্বরচিত কবিতা

আপনারা সবাই জানেন, আমি কোন লেখক বা কবি নই আমি শুধুমাত্র একজন অক্ষরজ্ঞান সম্পন্ন সাধারণ মানুষ। তবে মাঝেমধ্যে ছন্দে ছন্দ সাজিয়ে কিছু লেখার চেষ্টা করি মাত্র।

তারই ফলশ্রুতিতে গতকাল সিনিয়র মডারেটর শম্পা বিশ্বাস(@sampabiswas) এর, আজকেরহ্যাংআউট এ কবিতা শোনার আগ্রহে, আমি আজকে ইনক্রিডিবল ইন্ডিয়া(Incredible India](https://steemit.com/trending/hive-120823) এর বর্ষপূর্তি উপলক্ষে, ছন্দে ছন্দে মিলিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর চেষ্টা করছি।

সেই সাথে লাল গোলাপের শুভেচ্ছা জানাতে, এই পোস্টে কতগুলো লাল গোলাপের ছবি সংযোজন করেছি।

আমার আজকের পরিশ্রম আপনাদের পছন্দ হলে, আমাকে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন । এ লেখা নিয়ে আজকে আমার এতটুকুই চাওয়া পাওয়া।

বন্ধুরা

সবাই কেমন আছেন ?আশা করি মহান আল্লাহর রহমতে বর্তমান পরিস্থিতির সহনীয় আবহাওয়ায় ,সবাই নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন। আমিও দোয়া করছি , আপনারা সবাই সুস্থ থেকে নিজ নিজ কাজগুলো সুন্দরভাবে চালিয়ে যাবেন, এ তৌফিক মহান আল্লাহ সবাইকে দান করুন। আমীন

আলহামদুলিল্লাহ

আমিও সবার দোয়া নিয়ে, মহান আল্লাহর রহমতে সহনীয় একটি আবহাওয়া পেয়ে , স্বস্থির নিঃশ্বাস ফেলে নিজের কাজগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে আমার নিজের কাজগুলো চালিয়ে যেতে, মহান আল্লাহর অনুকম্পা পেতে পারি ।আমিন

আমার আজকের কবিতা

incredible india এর তরে

এ জে এম নজরুল ইসলাম(@mrnazrul)

18/05/2023

কমিউনিটির বর্ষপূর্তিতে
লাল গোলাপের সেতুবন্ধন,
কর্তৃপক্ষ ও লেখক বন্ধুদের জানাই
শুভেচ্ছার কথন।

ইনক্রিডিবল ইন্ডিয়ারIncredible Indiaপ্রথম বর্ষ পূর্তিতে
জানাই অভিনন্দন,
আনন্দঘন মুহূর্তে আজ সবাই
কাজে দিবো মন।

ঘন্টা পেরিয়ে দিন গেল
মাস পেরিয়ে বছর,
আমাদের পরিবার আমাদের কমিউনিটি
আমাদেরকে ফেলেছে আছর।

হাটি হাটি পাঁ পাঁ করে
একটি বছর শেষ,
নতুন উদ্যমে আরও একটি বছর
সামনে আসলো বেশ।

বিগত বছরকে ধন্যবাদ জানাই
নতুন বছরকে শুভেচ্ছা,
নূতন আঙ্গিকে কাজ করতে
সবার জাগুক শুভ ইচ্ছা।

ভুল না হলে ১৫-৫-২০২২ এর
এমনই একসময়,
আমাদের সাধের ইনক্রেডিবল ইন্ডিয়া'র
সঠিক জন্মের সময়।

এডমিন ম্যাম সুনীতা (@sduttaskitchen) দেবীর
পরিকল্পিত পরিশ্রমের ফল,
মডারেটর সহ ইউজারগণ
বাড়িয়ে দিয়েছেন বল।

এডমিন ম্যামের কঠোর পরিশ্রম
হিতাকাঙ্ক্ষীদের দিকনির্দেশনা,
শম্পা বিশ্বাসের(@sampabiswas)সঞ্চালন
কমিউনিটিকে এগিয়ে নিতে রাখে নাই মানা।

নিস্বার্থভাবে শম্পা বিশ্বাস(@sampabiswas)
এখনো চালিয়ে যাচ্ছেন কাজ,
কমিউনিটিটি এগিয়ে যেতে
বাধাও রইলো না আজ।

ফাউন্ডারকে সাহস যুগিয়ে
এগিয়ে নিতে তিনি সদা তৎপর,
কমিউনিটিকে এগিয়ে দিতে
সরিয়ে দিয়েছেন ঝড়।

আসুন,একসাথে পথ চলি
এগিয়ে নেই কমিউনিটি,
অবশ্য অবশ্যই সফল হবো
আসুন সবাই মিলে কাজ করি।

মস্তিষ্কের ক্রিয়েটিভিটি
পোস্টে দিব ঢেলে,
লেখার মান করব ভালো
ভালো ফটোও দিব সেটে।

কমিউনিটি এগিয়ে গেলে
বাড়বে লেখক এর মান,
আমরা হবো উপকার ভুগি
গাইবো স্বাচ্ছন্দ এর গান

দায়িত্ব নিয়ে আসবে দায়িত্ববোধ
এগুবে সমান তালে,
লেখার পরিধি রাখবো বজায়
সম উপস্থিতির অন্তরালে।

দোয়া করি সার্থক হোক
ফাউন্ডার ম্যামের স্বপ্ন,
সফলতা ভেসে আনুক
সেই মহেন্দ্রক্ষন লগ্ন।

আমি হলাম না জানা মানুষ
জ্ঞানের পরিধি কম ,
তবু লেখার চেষ্টা করি
মিলিয়ে সবার সম।

বাংলায় জানাই অভিনন্দন
ইংরেজিতে কংগ্রেচুলেশন(Congratulation),
আসুন নুতন উদ্যমে কাজ শুরু করি
কমিউনিটির সকল ভাই ও বোন।

শেষ

Picsart_23-05-17_21-10-21-122.jpg

Picsart_23-05-17_21-05-03-579.jpg

Picsart_23-05-17_20-50-02-884.jpg

Picsart_23-05-17_20-47-10-592.jpg

Picsart_23-05-17_20-43-07-937.jpg

Picsart_23-05-17_20-38-20-911.jpg

Picsart_23-05-17_20-33-08-037.jpg

Picsart_23-05-17_20-26-46-703.jpg

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।ফি আমানিল্লাহ

উৎসর্গ

সন্মান @rme কে যার আগ্রহে স্টিমিট প্ল্যাটফর্মে প্রথম কবিতা লেখা শুরু করেছিলাম। উৎসর্গ তার জন্যেই।

Enjoy With Love

Writer /Photographer@mrnazrul
CameraHandset
CategoryPoetry√ , Photography ,Flower
EditNo Editing and Filtering
CaptureOne by One
LocationBangladesh

Best Regards

Sort:  
 last year (edited)

আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই 🎉।
আপনি যে সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করেছেন তা সত্যই বলার অবকাশ নেই।

কমিউনিটির একটি বছর দেখতে দেখতে অতিবাহিত হয়ে গেল নতুন বছরকে আমরা সামনে রেখে নতুন উত্তমভাবে কাজ করে যাব।

তারই পরিপেক্ষিতে সুন্দরভাবে একটি ছন্দ বানিয়ে ফেলেছেন যা অনেক সুন্দর সমৃদ্ধ যুক্ত। মন কেড়ে নেয়ার মত। রয়েছে এর মধ্যে অন্তর্ভুক্ত সমস্ত কিছু। দাদার জন্য উৎসর্গ করে দিয়েছেন। তার প্রতি রইল অনেক ভালোবাসা শুভেচ্ছা।

মার্ক ডাউন সুন্দর ব্যবহার করেছেন এই ছন্দের ক্ষেত্রে। একই সাথে ফটোগ্রাফির ছবিগুলো বেশ অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর হয়েছে।

 last year 

যা বুঝিলাম তাই লিখিলাম
সাজাইলাম মনের মাধুরী দিয়ে,
সবাইকে শুভেচ্ছা জানার চেষ্টা ছিল
এই লেখনীর মধ্য দিয়ে।

সুন্দর করে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57171.31
ETH 3134.47
USDT 1.00
SBD 2.26