দোকান ঘর সাজানো

in Incredible India4 months ago

আপনারা সবাই অবগত আছেন যে, আমি একটা দোকানে কাজ করি। আমি মূলত রাত দশটা থেকে সকাল দশটা পর্যন্ত দোকানে কাজ করি। যাকে বলা হয় রাতের কাজ বা আমরা সাধারণত বলে থাকি যে নাইট ডিউটি। এর আগেও আমি বলেছিলাম রাস্তার কাজের জন্য আমাদের দোকানটি একটু পিছনে নেওয়া হয়েছে।

1000033637.jpg
কিছুদিন আগের ছবি

প্রতিদিনের ন্যায় রাত দশটায় আমি যখন দোকানে আসলাম। আমি দোকানে উপস্থিত হওয়া মাত্রই দোকানের মালিক বলতেছেন দোকান একটু সামনে নিতে হবে একটু কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে কাজ শুরু করি। তারপর আমার দোকানের মালিক ও দিনের কর্মচারী এবং আমি তিনজন মিলে কাজ শুরু করে দেই।

আস্তে আস্তে দোকানের যত চিপস ছিল সব একটা বস্তার মধ্যে ভরলাম। তারপর বিস্কিট গুলো কার্টুনের ভিতরে ভরলাম। আরো অনেক মালামাল ছিল সব আস্তে আস্তে বের করে একটা ফাঁকা জায়গায় রাখলাম। এভাবে সব মালামাল দোকান থেকে বের করতে প্রায় রাত একটা বেজে গেল। আসলে একটা গোছালো দোকান ভেঙ্গে আবার নতুন করে সাজানো অনেক কষ্টকর।

1000035566.jpg
দোকান ভেঙ্গে মালামাল গুলো ফাকা জায়গায় রাখার ছবি

এভাবে সব মালামাল বের করার পরে দিনের কর্মচারীটাকে বললাম তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে ঘুম পারো। আর কাল একটু সকালে এসো, কারন আমরা তিনজনই যদি রাতে থাকি তাহলে দিনে কে থাকবে। এই বলে দিনের কর্মচারীটাকে বাড়িতে দিয়ে পাঠালাম। থাকলাম আমি আর আমার দোকানের মালিক।

আমাদের দোকানের মূলত কোল্ড ড্রিংকস বিক্রির জন্য দুইটা ফ্রিজ, এবং আইসক্রিম বিক্রির জন্য একটা ফ্রিজ সর্বমোট তিনটি ফ্রিজ। প্রত্যেকটা ফ্রিজেই মালামাল লোড করা আছে। আমি আর আমার মহাজন দুইজন অনেক কষ্ট করে ফ্রিজ তিনটি সুন্দর করে সাজালাম।

1000035567.jpg

এভাবে সব কাজ কমপ্লিট করতে প্রায় সকাল দশটা বেজে গেল। এর মধ্যে কিন্তু আমরা কেউ খাওয়া দাওয়া করিনি। সব কাজ শেষ করার পর আমার ও আমার দোকানের মালিকের শরীর নোংরা হয়ে গেছে। সকালে দুজন হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম।

তারপর আমি দোকানের মালিক কে বললাম আপনি বাসায় গিয়ে ঘুম পারেন আমি দোকান আস্তে আস্তে বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এরপর আমি দোকানের মালিক কে বাসায় পাঠিয়ে দিলাম। তারপর দিনের কর্মচারী চলে আসলো। তারপর আমিও বাকি কাজ কমপ্লিট করে আমিও বাসায় চলে গেলাম।

1000035556.jpg

1000035558.jpg
এখন বর্তমান দোকানের ছবি

আসলে প্রত্যেকটা জিনিস অগোছালো থাকলে গোছালে সুন্দর লাগে। সেটা শুধু আমার দোকান দিয়ে নয় প্রত্যেকটা জিনিস গোছালে বা সাজালে অনেক সুন্দর দেখায়।মূলত আজকে আমার এই পোস্টটি থেকে শেখার তেমন কিছু নেই বললেই চলে। তবে আমরা যারা যে কোন প্রতিষ্ঠান চালাই তারা অবশ্যই চেষ্টা করবো সবকিছু গুছিয়ে রাখার জন্য ।

কারণ দোকানের মালামাল যত সুন্দর ভাবে সাজিয়ে রাখবেন তত দোকানের বিক্রি বেশি হবে। অগোছালো দোকানে কাস্টমার কম আসে। যদি দোকানে মালামাল গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা যায় তাহলে সেই দোকানে কাস্টমার বেশি আসে। বন্ধুরা আজকে এখানেই সমাপ্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  

image.png
CONGRATULATIONS!!

This post has been upvoted - Steem's Angels with @steemcurator0x/ Curated by: @solperez

«El único modo de hacer un gran trabajo es amar lo que haces» Steve Jobs.

Loading...
 4 months ago 

আপনার দোকান সাজানো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে নতুন দোকান সাজাতে একটু কষ্টই হয়। তবে এটা ঠিক কথা দোকান যত ভালোভাবে সাজিয়ে রাখবেন। দোকানে বিক্রি তত ভালো হবে। আর অগোছালো কোন জিনিসই দেখে মানুষ ভিড় করে না। আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো।

 4 months ago 

দোকান যত সুন্দর ভাবে সাজানো যাবে দোকানের সৌন্দর্য তত বৃদ্ধি পাবে, আর দোকানের সৌন্দর্য বৃদ্ধির কারণে দোকানের কাস্টমার বেশি হবে বিক্রিও বেশি হবে, ধন্যবাদ দোকান সাজানোর এই সুন্দর পোস্টে আমাদের সাথে শেয়ার করার জন্য, ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67985.45
ETH 2400.41
USDT 1.00
SBD 2.35