সকাল বেলায় দেশি মাছ ধরার অনুভূতি
বন্ধুরা আজকে কোন গল্প বা কোন ঘটনা আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আমার সকাল বেলার অনুভূতিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটু দেশি মাছ ধরেছি জমি থেকে সবজি তুলেছি আপনাদের সঙ্গে শেয়ার করব।
প্রতিদিনের ন্যায় আজকেও সকালে ঘুম থেকে উঠলাম। আমরা সবাই জানি কিছুদিন আগে বর্ষা হয়েছিল। সেই বর্ষার কারণে খালে বিলে পানি জমে ছিল, আমাদের বাড়ি থেকে একটু দুরে আমাদের একটি জমি রয়েছে। সেই জমির সাইটে ছোট্ট একটি দরিয়া করেছিলাম বর্ষাকালে যেন পানি জমে থাকে। আর সেই পানিতে কিছু দেশীয় মাছ যেন পাওয়া যায়। সে আশায় ছোট্ট একটি দরিয়া করেছিলাম।
সকালে ঘুম থেকে ওঠার পর ভাবলাম যে দরিয়াটা ছ্যাচ দিয়ে কিছু দেশীয় মাছ পাওয়া গেলে ভালোই হবে। আমার পায়ে একটু সমস্যা হয়েছে, তার জন্য আমি কাদা মাটিতে নামতে পারবোনা। তাই আমার বাবাকে বললাম বাবা আসেন একটু দরিয়াটা ছ্যাচ দেই।কিছু ছোট মাছ পাওয়া গেলে, আমাদের গাছের জালি কুমরা দিয়ে রান্না করলে খেতে বেষ মজা লাগবে।
তারপর আমি আমার বাবা ও ছোট ভাই মিলে দরিয়ার দিকে গেলাম।আমার বাবা ও ছোট ভাই দড়িয়া ছ্যাচ দেওয়া শুরু করল । আমি পাশে বসে থেকে দেখলাম। রোদের কারণে পানি অনেকটাই শুকিয়ে গেছে। তাই পানি বেশি ছিল না। কিছুক্ষণ পরে পানি কমে গেল। এভাবে আমার বাবা ও ছোট ভাই কিছুক্ষণ মাছ ধরার পড়ে দেশীয় ছোট মাছ পাওয়া গেল। আমি ভেবেছিলাম হয়তোবা মাছ তেমন নেই। কিন্তু যাই হোক মোটামুটি কিছুটা পেয়েছি।
আমার ছোট ভাই ও আমার বাবা যখন পানি ছ্যাচ দিল তখন আমারও ইচ্ছা করছিল ওইভাবে পানির মধ্যে নেমে পানি ছ্যাচ দিয়ে মাছ ধরতে।কিন্তু আমার পায়ে একটু কেটে গিয়েছে তার জন্য আমি পানিতে নামতে পারছি না। আমার ছোট ভাই তো পানি পেয়ে অনেক খুশি।সারাদিন পানিতে খেলাধুলা করে।
আসলে গ্রামের মাছ ধরার দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে। আগে ছোটবেলায় অনেক মাছ ধরতাম আমি এভাবে। কিন্তু এখন কাজের চাপে বাড়িতে বেশি সময় দিতে পারিনা। বেশিরভাগ সময় শহরেই থাকা পরে। এভাবে কিছুক্ষণ মাছ ধরার পরে, সেখান থেকে একটু দূরেই একটা জমিতে আমার বাবা কিছু সবজি লাগিয়েছিলেন। সেই সবজির জমিতে গেলাম। সেখানে গিয়ে বেশ কিছু সবজি উঠালাম।
সবজিটুকু উঠিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর মনে মনে ভাবতে থাকলাম, আজকে একদম দেশি ছোট মাছ ও নিজের জমির কীটনাশক ছাড়া তরতাজা সবজি এগুলো একসঙ্গে রান্না করলে অনেক মজা হবে। এগুলো ভাবতে ভাবতে বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে বললাম একটু সুন্দরভাবে রান্না করে দিও। তবে একটা সত্যি কথা বলতে কি দেশি জিনিসের স্বাদই অন্যরকম। তারপরও সবজিগুলো একদম তাজা।
বন্ধুরা আজকে এখানে সমাপ্তি টানছি। তবে আজকে আমার সকাল বেলার অনুভূতিটি কেমন লাগলো আপনাদের কাছে জানি না। তবে আজকে আমার সকাল বেলার অনুভূতিটি অনেক ভালো লেগেছে। বন্ধুরা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার কোন নতুন গল্প নিয়ে।
আধুনিক প্রযুক্তি ব্যবহার না করে হাত দিয়ে মাছ ধরার আসলে অনুভূতিগুলো অন্যরকম। দেশি পুটি মাছ ঝায়া মাছ একসাথে খেতেও বেশ মজা লাগে।
ছোটবেলায় আমরা দুই ভাই আমাদের বাড়ির পাশে ছোট্ট একটি খাল রয়েছে মাঝেমধ্য ে এভাবেই পানি বেঁধে মাছ ধরতাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মাছ ধরার অনুভূতিগুলো আমাদের কাছে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
মাছ ধরা দেখতে সত্যিই খুব ভালো লাগে। আমিও শুনেছি বর্ষার সময় জমিতে জল জমে থাকলে সেখানে নাকি মাছ পাওয়া যায়। আপনারা যেভাবে জল ছেঁকে মাছ ধরছেন সত্যি খুব সুন্দর লাগছে। সব থেকে সুন্দর লাগছে পাশের ধান ক্ষেতটি। তবে এরকম টাটকা মাছ বা টাটকা সবজি খেতে খুব ভালো লাগে। আপনার এই সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।