আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর রেসিপিটা আমাদের মাঝে তুলে ধরার জন্য। মুরগির মাংস খেতে আমিও ভালোবাসি। আমাদের বাড়িতে বেশিরভাগ মুরগির মাংসই রান্না করা হয়। তবে বাড়িতে বেশিরভাগই আমার বর মাংস রান্না করে। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
মুরগির মাংস আমারও খুব প্রিয়। আর বাসায় মাঝেমধ্যে আমি মুরগির মাংস রান্না করি। আমার স্ত্রী প্রায় সময়ে আমার কাছে আবদার করে মুরগির মাংস আমি যেন রান্না করি। আমার রান্না করা মুরগির মাংস নাকি খুব দারুণ হয়। আর আমিও স্বাচ্ছন্দ বোধ করি মুরগির মাংস রান্না করতে। তাই বাসায় প্রায় সময় মুরগির মাংস রান্না আমি করি। এর কারণ হচ্ছে যে আমার প্রিয় মানুষটি আমার হাতের মুরগির মাংস রান্না পছন্দ করে। আপনার বরের হাতের রান্না ভালো হয় বলে এখানে ব্যক্ত করেছেন। আর প্রিয়জনকে যেকোনো কিছু দ্বারা আনন্দিত করা একজন স্বামীর প্রদান কর্তব্য। তাতে রান্নার মাধ্যমে অথবা পার্কে গুড়াতে নিয়ে অথবা যেভাবে পরিবারে আনন্দ আসে সেভাবেই সংসারে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকের আচরণ করা দরকার । আমার পোস্টটি পড়ে এত সুন্দর করে একটা মন্তব্য করার জন্য এবং আপনার বরের রান্নার বিবরণ ব্যক্ত করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।