রাখী পূর্ণিমা

in Incredible India3 days ago

আপনারা সকলে কেমন আছেন?আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে আমি নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

IMG20240816221616.jpg

প্রথমেই সকলকে জানাই রাখী পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভাই বোনের সম্পর্ককে আরও দৃঢ় করতে আমাদের দেশে রাখী উৎসব পালন করা হয়। রাখী সুতোই আরো গভীর বন্ধনে আবদ্ধ হয় ভাই বোনের সম্পর্ক। এই বছর 19 আগস্ট রাখী পূর্ণিমা। মানে আজকে রাখী পূর্ণিমা পালন করা হচ্ছে। একসময় ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনে চরম পর্যায়ে পৌঁছালে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেন বাংলাকে দুটি প্রদেশে বিভক্ত করার। ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তই বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ও মুসলমান ভাই ও বোনকে একতা হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন।

IMG20240816221624.jpg

হিন্দু-মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখী বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেছিলেন। সেই সময় রবীন্দ্রনাথ জাতি, ধর্ম নির্বিশেষে রাখী বন্ধন উৎসব প্রচলন করেন। তবে রাখী যে ভাই ও বোনের উৎসব হিসেবেই মনে করা হলেও ইতিহাসে দেখা যায়। যে পুরুষকে সব বিপদ থেকে রক্ষা করার জন্য মহিলারা তাদের হাতে সুতো বেঁধে দেন। এটাই পরে রাখি বন্ধন উৎসবে পরিণত হয়। এখনো অবশ্য অনেক জায়গায় বিভিন্ন ধরনের রাখী উৎসব পালন করা হয়। সেটা জাতি ,ধর্ম নির্বিশেষে। প্রতি বছর শ্রাবণ মাসে পূর্ণিমার দিন বোনেরা তাদের ভাই বোনের হাতে সুন্দর সুন্দর রাখী বেঁধে দেয়। যা নিরাপত্তা রক্ষার বন্ধন হিসেবে মনে করা হয়।

IMG20240817221952.jpg

এছাড়াও আপনারা হয়তো অনেকেই জানেন সুভদ্রা শ্রী কৃষ্ণের ছোট বোন । ভগবান শ্রীকৃষ্ণ সুভদ্রা কে অত্যন্ত ভালবাসতেন। তবে দ্রৌপদী আপন বোন না হয়ে ও কৃষ্ণের প্রতি স্নেহ ভজন ছিলেন ।একদিন সুভদ্রা কিছুটা অভিমান করে। কৃষ্ণকে এই কারণ নিয়ে প্রশ্ন করলে কৃষ্ণের উত্তরে বলেছিলেন ঠিক সময়ে এর কারণ বুঝতে পারবে। কিছুদিন পর শ্রীকৃষ্ণের হাত কেটে রক্ত ঝরছিল ।সেই দেখে বোন সুভদ্রা রক্ত বন্ধ করার জন্য কাপড় খুঁজছিলেন ।কিন্তু কোন পাতলা সাধারণ কাপড় খুঁজে পাচ্ছিলেন না। এর মাঝেই দ্রৌপদী সেখানে পৌঁছে দেখলেন শ্রীকৃষ্ণের হাত থেকে রক্ত ঝরছে। দেখা মাএ তিনি বিন্দুমাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের মূল্যবান শাড়ি ছিড়ে কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন। কিছুক্ষণ পর রক্তপাত বন্ধ হয়েছিল।

IMG20240819163404.jpg

তখন শ্রীকৃষ্ণ বোন সুভদ্রা কে ডেকে বলেছিলেন। এখন বুঝতে পেরেছ কেন আমি দ্রৌপদী কে এত স্নেহ করি । সুভদ্রা বুঝতে পেরেছিল ভক্তি ও পবিত্র ভালোবাসা ,শ্রদ্ধা কি জিনিস। দাদার চেয়ে মূল্যবান বস্ত্র নিজের কাছে বেশি প্রিয়। এটা ভেবে সুভদ্রা খুব লজ্জা পেয়েছিল। রাখি বন্ধন উৎসব বা রাখী পূর্ণিমা দক্ষিণ এশিয়ার একটি উৎসব। এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রতি বন্ধনের উৎসব। হিন্দু ,জৈন, বৌদ্ধ সকলেই উৎসব পালন করে। এই দিনে দিদিরা বা বোনেরা তাদের ভাই বা দাদা হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় ।এই রাখী টি ভাই বা দাদা প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা। এবং দিদি,বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়।

IMG20240819172428.jpg

আজ সকাল বেলায় ঘুম থেকে উঠে থেকে শুনছি চারিদিকে শঙ্খের আওয়াজ ।প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে ভাই বা দাদাকে রাখি পড়াতে ব্যস্ত। কিন্তু দুঃখের বিষয় হল আমার নিজের কোন দাদা বা ভাই নেই। তাই আমি ছোট থেকেই কাউকে রাখী পড়াতে পারি না। কিছুদিন আগে হাঁটতে বেরিয়ে দেখছিলাম। কত রাখীর দোকান।বর বলছিল কেনার জন্য। কিন্তু আমার তো কেউ রাখী পড়ানোর নেই। তাই আর রাখী কিনিনি। আজকে আমার মামার মেয়ে আমার বরকে রাখী পড়িয়েছে।


আজ এইখানেই শেষ করছি। আশা করছি সকলেরই ভালো লাগবে। পরবর্তী কোন গল্প নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে।

Sort:  
Loading...
 3 days ago 

শ্রদ্ধা ও ভক্তি এবং পবিত্র স্নেহ ভালবাসার কাছে দামি জিনিস ,দামি পোশাক ,সবকিছুই তুচ্ছ ।ভক্তি ও ভালবাসা সবকিছুর ঊর্ধ্বে।এই সত্যের দৃষ্টান্তমূলক প্রমাণ হচ্ছে দ্রৌপদী।ভারতবর্ষে রাখি পূর্ণিমা অনুষ্ঠানটি অনেক বড় করে পালন করা হয়। কিন্তু আমাদের বাংলাদেশে হয় না।কিন্তু আমাদের দেশে ভাইফোঁটার দিন খুব আনন্দ করা হয়।ভাইদের মঙ্গল কামনার্থে বোনেরা ভাইকে ভাইফোঁটা দেয় ।তার জন্য মঙ্গল কামনা করে।
সুভদ্রা, শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর এই গল্পটি আমার আগে জানা ছিল না। আপনার পোস্ট পড়ে এ গল্পটি জানতে পারলাম। সত্যি আমার ভীষণ ভালো লেগেছে আপনার গল্পটি পড়ে।এ সুন্দর গল্পটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Rakshabandhan is one of the best festival of India 🇮🇳 it brings brother and sister together and give strong bond..

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 60794.44
ETH 2623.30
USDT 1.00
SBD 2.62