রথযাত্রা

in Incredible Indialast month

আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

প্রথমে সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন। বাঙ্গালীদের ১২ মাসে ১৩ পার্বণ লেগেই থাকে। তার মধ্যে অন্যতম আষাঢ় মাসে রথযাত্রা উৎসব। ভারতবর্ষে সারা বছর ধরেই নানান রকম ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়। ভারত বর্ষ হল উৎসবের দেশ। পুরী, মহেশ ,ইসকন ইত্যাদি জায়গায় খুব ধুমধাম করে রথযাত্রা পালন করা হয়। এছাড়াও যেখানে জগন্নাথ দেব রয়েছেন ।সেখানে রথযাত্রা পালন করা হয়। পৌরাণিক গল্পে আছে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তন কে স্মরণ করেই রথযাত্রা পালন করা হয়।

IMG20240707175623.jpg

আষাঢ় মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম এবং সুভদ্রা কে দেখতে যান জগন্নাথ দেব। এই যাত্রা কি বলে সোজা রথ। আমাদের বাড়ির কাছেই রথযাত্রা পালন করা হয়। প্রত্যেক বছর আমরা সেখানেই রথ দেখতে যাই। এছাড়া কৃষ্ণনগরের আরো বিভিন্ন জায়গায় রথযাত্রা উপলক্ষে মেলা বসে। আমাদের পাড়ায় বাড়ির সামনে দিয়ে ছোট বাচ্চারাও ছোট ছোট রথ টেনে বেড়ায়। রথ গুলোকে খুব সুন্দরভাবে সাজাই।

IMG_20240710_121403.jpg

কিন্তু আমাদের এখানে যে বড়ো রথটা হয় । সেই রথটা বড়োরা করে। রথ টাকে ভালো করে রং করে সাজায় । বড়ো রথ অনেকটা দূর পর্যন্ত ঘোরানো হয়। প্রত্যেক বছর রথ ঘোরাতে আমার বড় মামা যায়। কিন্তু এবারে মামা বলছিল রথের চাকা অর্ধেক রাস্তায় ভেঙ্গে গিয়েছিল ।আবার কাঠের মিস্ত্রি ডেকে রথের চাকা সারিয়ে ।তারপরে রথ টেনে আনা হয়েছে। সন্ধ্যা প্রায় সাড়ে ছটা নাগাদ। যেখানে রথের মেলা হয়। সেইখানে রথ এনে রাখা হয়েছে। প্রত্যেক বারের মতো এবারেও রথে খুব ভিড় হয়েছিল। কিন্তু ছোটবেলায় রথের দিন খুব বৃষ্টি হতো। এখনো রথের সময় মাঝে মাঝে বৃষ্টি হয়। এ বছরে রথের দিন একদম বৃষ্টি হয়নি । সকাল থেকেই ছিল প্রচন্ড রোদ আর গরম।

IMG-20240707-WA0005.jpg

আমি মামার মেয়ে দুজনে মিলে গিয়েছিলাম রথের মেলা দেখতে। মেলা দেখতে গিয়ে আগেই মামার মেয়ে আর আমি দুজনে মিলে রথের দড়ি টানলাম। রথের পাশেই জগন্নাথ দেবের ভোগ বিতরণ করা হচ্ছিল ।প্রতি বছর ভোগ বিতরণ করা হয় । রথের মেলা মানে পাপড় ভাজা। যেহেতু রথটা বাড়ির কাছেই হয়। তাই অনেক চেনা মানুষের সাথে দেখা হয়। মেলায় আমরা বেশিক্ষণ ছিলাম না।তাড়াতাড়ি রথে দড়ি টেনে বাড়ি চলে এসেছিলাম। এবারের রথের মেলা থেকে কিছু খাওয়া হয়নি। কারণ রাতের বেলায় আমাদের নিমন্তন্ন ছিল ।কিন্তু মেলা থেকে ঘুরে আসার পর বাড়িতে এসে দেখি আমার বর এসেছে। বর আবার বায়না ধরল মেলা দেখতে যাওয়ার জন্য। ওর সাথে আবার গেলাম রথের দড়ি টানতে। ও রথের দড়ি টেনে জগন্নাথ দেবকে প্রণাম করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম। কারণ মেলায় অনেক ভিড় ছিল। যেহেতু মেলাটা রাস্তার উপরে হয় তাই প্রচন্ড জ্যাম ছিল।

IMG20240707201736.jpg


আজ এই পর্যন্তই থাক আশা করি আপনাদের ভালো লাগবে ।পরবর্তী কোন গল্প নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে।

Sort:  
 last month 

রথযাত্রা আমাদের হিন্দু ধর্মের অন্যতম একটি ধর্মীয় উৎসব। এই উৎসবে আমরা সকলে রথের দড়ি ধরে টান দেই। ভারতবর্ষে এবং বাংলাদেশে এই উৎসব ধুমধাম করে পালন করা হয়। এশিয়ার সব থেকে বড় রথযাত্রা পালন করে ঢাকার ধামরাই নগরীতে। প্রত্যেক জায়গাতে এই উৎসব উপলক্ষে মেলা বসে। আরে এসব উপলক্ষে পরিবারের সকল সদস্যরা একসঙ্গে মিলিত হয়ে আনন্দ উপভোগ করে। জয় শ্রী জগন্নাথ দেব। আপনি আমাদের মাঝে রথযাত্রার পোস্টটি শেয়ার করেছেন খুব ভালো লাগলো দেখে।

ধন্যবাদ।

 last month 

আমাদের দেশে সবথেকে পুরীতে ধুমধাম করে রথযাত্রা পালন করা হয়। আমার পোস্টে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Loading...
 last month 

এই রথযাত্রা করতে যেয়ে আমাদের বাংলাদেশের ঢাকায় অনেক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে আপনি দেখেছেন কিনা জানিনা।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81cHLnJ2cBS6VYYhJUgrLLoeMHwsAPAtLyqwJKB9ua5HaKJqa4fNSAVeMStbdmEtaQWQUpSCFjXXtT9ymhx6aNgFsQ7bEE.jpeg

আপনাদের যে ঘরের মতো তৈরি করে এটার নাম আমার জানা নেই। এটা নিয়ে যাওয়ার সময় উপরে থাকা বিদ্যুতিক তার সাথে লেগে যায় আর সঙ্গে সঙ্গেই সাত জনের মত মৃত্যুবরণ করে এছাড়াও অনেকেই আহত হয় এবং তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়। দেখে অনেক খারাপ লেগেছিল।

 last month 

এরকম দুর্ঘটনা ফোনে দেখছিলাম ।কিন্তু কোথায় হয়েছে তা আমার জানা নেই। সত্যিই দুর্ঘটনাটা শুনে খুব খারাপ লাগলো।

 last month 

ভারতবর্ষে ও বাংলাদেশ হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে রথযাত্রা। আমি একজন মুসলিম তবে আমি দেখেছি হিন্দু ধর্মের সবচাইতে বড় উৎসবের রথযাত্রা। কিন্তু এ বছরে রথ যাত্রায় বাংলাদেশের বগুড়া জেলায় একটি দুর্ঘটনা ঘটে। বিদ্যুতে তার সঙ্গে লেগে অনেক মানুষ নিহত হয় এবং অনেক মানুষ আহত হয়। তাই আমি হিন্দু ভাইদেরকে অবশ্যই বলব। আপনাদের উৎসব একটু সাবধানে করবেন। কেননা ভাইদের পরিবার অচল হয়ে গেল।

 last month 

আপনাদের ওখানে এই দুর্ঘটনাটা ফোনে বারবার দেখাচ্ছিল। কিন্তু কোথায় হয়েছে সেটা বুঝে উঠতে পারছিলাম। অবশ্যই সবার সাবধানে করা উচিত। তবে দুর্ঘটনাটা কথা শুনে খুব খারাপ লাগলো।

 last month 

রথযাত্রার সাথে আমি ছোটবেলা থেকেই পরিচিত। ধামরাইয়ের রথযাত্রা পুরো বাংলাদেশে পরিচিত। পুরোনো রথটা অবশ্য পাকিস্তানী আর্মিরা পুড়িয়ে ফেলেছে। পরে নতুন করে বানানো হয় কিন্তু আগের মতো এতো বড়ো করে না। কিন্তু এখনো হাজার হাজার মানুষ আসে দেখার জন্য। আপনার পোস্ট পড়ে আমার ধামরাইয়ের রথযাত্রার কথা মনে পরে যাচ্ছিলো।

 last month 

ছোটবেলায় রথযাত্রার দিনগুলো সত্যি আর ফিরে আসবেনা। রথ আসার আগে আমরা কত আনন্দ করতাম। এইসব দিনগুলোর কথা খুব মনে পড়ে। আমার পোস্টে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.032
BTC 60972.25
ETH 2632.93
USDT 1.00
SBD 2.57