দোকান ভাঙচুর

in Incredible Indialast month

আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি ।আজকে আমি একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের। আশা করি আপনাদের ভালো লাগবে।

কৃষ্ণনগরে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে দোকান ভাঙার কথা। আমি বেশ কয়েক দিন সেভাবে বাইরে বেরোনো হয়ে ওঠেনি। কাজের ভীষণ চাপ।প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটছে। তাই দোকান গুলো চোখে পড়েনি। সেদিন যখন দোকান ভাঙ্গা হচ্ছিল ।তখন বড়মামা দেখতে গিয়েছিল ।এসে আমাদের গল্প বলেছিল। কিন্তু তখন ও চোখে দেখিনি। এইভাবে দোকান গুলো ভেঙে গুঁড়িয়ে দেবে কেউ ভাবতেই পারিনি। আসলে ওপর মহল থেকে যখন যা নির্দেশ আসে। তখন তা করতে তো হবেই। সাধারণ মানুষের হাতে তো আর কিছু থাকে না। শুধু দাঁড়িয়ে দেখা ছাড়া।

IMG20240705134401.jpg

কৃষ্ণনগর থানার পাশ দিয়ে বেশ অনেক জামা কাপড়ের দোকান ছিল। দোকান গুলো করে তারা নিজেদের জীবিকা নির্বাহ করত। তারা ও হয়তো বুঝতে পারেনি দোকান গুলো এত তাড়াতাড়ি ভেঙে দেবে। যখন দোকান গুলো করে তখন বাধা দিলে হয়তো মানুষের এত ক্ষয়ক্ষতি হয় না। বেশ কয়েক দিন ধরেই বলা হচ্ছিল দোকান ভাঙার কথা। যাদের দোকান তারা কত কান্নাকাটি করছে।

IMG20240705103253.jpg

কিছুদিন আগে শুনছিলাম ছোট ছোট বাচ্চারা এসে তার বাবার দোকানের সামনে চিৎকার করে কান্না কাটি করছে। তারা ছোট হলেও বুঝতে পারছে বাবার দোকান আর নেই ।কিভাবে তাদের সংসার চলবে। এরকম ভাবে কারো মা বা কারো স্ত্রী রাস্তায় বসে কান্নাকাটি করছে। সত্যিই তো আমার ও দেখে খুব খারাপ লাগছে ।এইভাবে সারিসারি দোকান কিভাবে নিমেষের মধ্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

IMG20240714194002.jpg

আমাদের বাড়ির কাছে পুতুল পট্টি বলে একটা জায়গা আছে ।সেখানে মাটির পুতুল বিক্রি করা হয় বলে তার নাম পুতুল পট্টি। সেখানেও শোনা যাচ্ছে যে কিছু কিছু দোকান ভেঙে ফেলবে ।অবশ্য আগে থেকে নোটিশ দিয়ে গেছে। তারা ও হয়তো কেউ কেউ নতুন দোকান সাজিয়েছিল । আবার কেউ হয়তো অন্য কারোর কাছ থেকে পয়সা দিয়ে দোকানগুলো কিনেছে। আসলে দোকান গুলো অনেক দিনের পুরনো।শুনে তাদের অনেকেরই কপালে হাত। তারা শোনা মাত্র অনেকেই দোকান ফাঁকা করে ফেলেছে। আবার কেউ কেউ দোকান ফাঁকা করছে। অনেকে বড়ো বড়ো মূর্তি কোথায় রাখবে ঠিক করতে পারছে না।

IMG20240714194009.jpg

সবার কিন্তু যে জামা কাপড়ে দোকান গুলো ভেঙে ফেলেছে। সত্যি তাদের কি কষ্টকর ব্যাপার। দোকান গুলো বহু বছর ধরেই ওখানে রয়েছে। শুধু কৃষ্ণনগর বলেই নয় ।এখন শুনছি বহু জায়গায় এরকম দোকান ভেঙে দেওয়া হচ্ছে। আসলে দোকানগুলো সরকারের জায়গায় করা। রাস্তা চওড়া হবে বলে দোকানগুলো জি সি পি এনে ভাঙ্গা হচ্ছে।

মানুষ যখন সরকারি জায়গায় দোকান করে। তখনই বাধা দেওয়া উচিত ।তাহলে একটা সময় এসে মানুষের এত ক্ষতি হয় না ।মানুষকে এত বিপদের মুখোমুখি হতে হবে না। এখন রাস্তায় বেরোলেই চারপাশটা ফাঁকা হা করছে। সামনেই পুজো তাদের হয়তো অনেক বেচাকেনা করতে পারত। সত্যি মানুষের এরকম খারাপ সময় আসবে হয়তো তারাও বুঝতে পারেনি। দোকান ভাঙা নিয়ে অনেকে অনেক মন্তব্য করছে।


আমার খুব খারাপ লেগেছে । আপনাদের মাঝে ও তুলে ধরলাম। ছবিগুলো আমি টোটো তে যেতে যেতে তুলেছি ।তাই ভালোভাবে ছবি তুলতে পারিনি। আজ এই পর্যন্তই থাক ।আশা করি আপনাদের ভালো লাগবে। পরবর্তী আবার কোন গল্প নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

Sort:  
Loading...
 last month 

যারা ব্যবসা করে তাদের দোকান নিয়ে অনেক স্বপ্ন থাকে, এই দোকানের মাধ্যমেই তারা নিজের আয়ের উৎস খুঁজে পায়, কিন্তু যখন সরকারি জায়গায় দোকান হয় বিশেষ করে রাস্তার পাশে অনেক সময় সরকারের পক্ষ থেকে সেই দোকান ভেঙে দেয়া হয়। ধন্যবাদ এই সুন্দর পোস্টে আমার সাথে শেয়ার করার জন্য।

 last month 

আমার পোস্টে কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 60898.61
ETH 2626.61
USDT 1.00
SBD 2.61