ইলিশ মাছের রেসিপি

in Incredible Indiayesterday

আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

বর্ষাকাল মানে ইলিশ মাছ। ইলিশ মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি। আমার মত সকলেই হয়তো ইলিশ মাছ খেতে পছন্দ করেন। তবে এখনকার ইলিশ মাছ গুলো আগের মত এখন আর ভালো স্বাদ পাওয়া যায় না। ইলিশ মাছ খুব সুস্বাদু একটা মাছ। ইলিশ মাছ অনেক রকম ভাবে রান্না করা যায় । সবরকম ভাবেই খেতে ভালো লাগে। আমাদের দেশে ইলিশ মাছ প্রায় ১৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

IMG-20240808-WA0003.jpg

ইলিশ মাছ বাংলাদেশের সব থেকে বেশি ভালো পাওয়া যায়। ইলিশ মাছ হল বাংলাদেশের জাতীয় মাছ। ইলিশ মাছ সব সময় সমুদ্রের নোনা জলে থাকতে ভালোবাসে ।যখন ডিম পাড়ার সময় হয় তখনই কেবল নদীতে আসে। পদ্মা, মেঘনা, যমুনা নদীতে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়। তবে পদ্মা নদীতে বেশি পরিমাণে ইলিশ পাওয়া যায়। ইলিশ মাছ যেমন সুস্বাদু ।তেমনি বাঙ্গালীদের জনপ্রিয় খাবার। এবছর বাংলাদেশ থেকে ইলিশ মাছ আসতে না পাড়ায় ।বাজারে তেমন ভালো ইলিশ পাওয়া যাচ্ছে না।

উপকরণ
নংসামগ্রীপরিমাণ
ইলিশ মাছ১ কেজি
লবণ১ চামচ
হলুদ১ চামচ
সরষের তেল৩ চামচ

IMG-20240808-WA0000.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি ইলিশ মাছ গুলো ভালো আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এরপর মাছ গুলোকে ভালো করে লবণ, হলুদ মাখিয়ে নিয়েছি।

IMG-20240808-WA0026.jpg

দ্বিতীয় ধাপ

লবণ, হলুদ মাখানোর পর পরিমাণমতো সর্ষের তেল মাছ গুলোকে মাখিয়ে খানিকক্ষণের জন্য মাছ গুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম।

উপকরণ
নংসামগ্রীপরিমাণ
সাদা তেল৪ চামচ
কালো জিরাহাফ চামচ
সাদা সরষে৪ চামচ
পোস্ত৩ চামচ
কাঁচা লঙ্কা১৫ টা
একটা বড় সাইজের আলু১ টা
লবণ২ চামচ
হলুদ১ চামচ
সরষের তেল১ চামচ

IMG-20240808-WA0021.jpg

তৃতীয় ধাপ

এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেল গরম হলে তেলের মধ্যে কালো জিরে দিয়েছি।

IMG-20240808-WA0019.jpg

চতুর্থ ধাপ

এরপর তেলের মধ্যে বেটে রাখা মশলা সাদা সরষে বাটা ,পোস্ত বাটা ,কাঁচা লঙ্কা বাটা দিয়েছি।


IMG-20240808-WA0018.jpg

IMG-20240808-WA0017.jpg


পঞ্চম ধাপ

সমস্ত মসলা তেলে দিয়ে নাড়াচাড়া করবার পর মসলার মধ্যে দিয়েছি পরিমাণমতো লবণ , হলুদ দিয়ে আরো ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

IMG-20240808-WA0015.jpg


ষষ্ঠ ধাপ

মশলা গুলো ফুটে উঠলে ওই মশলার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি। এটা উপকরণে লেখা নেই। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন।

IMG-20240808-WA0012.jpg


সপ্তম ধাপ

এরপর মশলা ভালোভাবে কষা হয়ে গেলে ওই মসলার মধ্যেই ইলিশ মাছগুলো দিয়ে দিতে হবে।

IMG-20240808-WA0025.jpg

IMG-20240808-WA0024.jpg


অষ্টম ধাপ

আমি একটা বড় সাইজের আলু আগে থেকে ভালো করে ভেজে তুলে রেখেছিলাম। আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ, হলুদ দিয়েছিলাম।

IMG-20240808-WA0010.jpg


নবম ধাপ

এরপর মাছের মধ্যে সেই ভেজে রাখা আলু গুলো দিতে হবে। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিতে হবে।

IMG-20240808-WA0005.jpg


দশম ধাপ

এরপর ঝোলটা ভালোভাবে ফুটে গেলেই সামান্য কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে।

IMG-20240808-WA0004.jpg


শেষ ধাপ

এভাবেই তৈরি হয়ে গেল ইলিশ মাছের রেসিপি।

আমি খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে ইলিশ মাছের রেসিপিটি তৈরি করেছি। আপনারাও খুব সহজেই এই ভাবেই তৈরি করে ফেলতে পারেন ইলিশ মাছের রেসিপি। আমি ইলিশ মাছ রান্না করতে বিশেষ কিছু উপাদান ব্যবহার করিনি। রান্নাটা খুব সহজেই করেছি। আপনারাও চাইলে এই ভাবেই খুব সহজেই ইলিশ মাছের রেসিপিটি বাড়িতে তৈরি করতে পারেন।


আজ এইখানেই শেষ করছি ।আশা করছি সকলেরই ভালো লাগবে। পরবর্তী আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 61068.10
ETH 2655.77
USDT 1.00
SBD 2.58