ফুলকপি দিয়ে সিলভার কার্প মাছের রেসিপি

in Incredible India6 months ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি, সকলেই খুব ভালো আছেন। আজকে আবারো নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে।

IMG-20241204-WA0034.jpg

বাঙ্গালীদের প্রধান খাবার মাছ ভাত। বাঙ্গালীদের মাছ ছাড়া এক মুহূর্ত চলে না। এর আগে বহু রকমের মাছের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি ।তবে এবার শেয়ার করব ফুলকপি দিয়ে সিলভার কার্প মাছের রেসিপি। এখন সব ধরনের মাছ নদী কিংবা পুকুরে চাষ করা হয়। সিলভার কার্প মাছ অতি সুস্বাদু এক ধরনের মাছ। সিলভার কাপ মাঝে গায়ে ছোট ছোট আঁশ থাকে। বিভিন্ন ধরনের সাইজের হয়। তবে একটু বড় সাইজের সিলভার কার্প মাছ খেতে বেশি ভালো হয়। সিলভার কার্প মাছে কাটা কম থাকে। তাই খেতেও অনেক সুবিধা হয়। আমি সিলভার কার্প মাছ খেতে ভীষণ ভালোবাসি। কারণ সিলভার কাপ মাছ একটু তেল তেলে ধরনের হয়। চলুন তাহলে আজকে শুরু করি ফুলকপি দিয়ে সিলভার কার্প মাছের রেসিপি।

উপকরণ
নংসামগ্রীপরিমাণ
সিলভার কার্প মাছ১ কেজি
গোটা ফুলকপি১ টা
মাঝারি সাইজের আলু৪ টে
সাদা তেল৭৫ গ্ৰাম
কাঁচা লঙ্কা১৫ টা
আদা৫০ গ্ৰাম
জিরে১ চামচ
ধনে গুঁড়ো১ চামচ
মিট মসলা১ চামচ
১০কালো জিরেসামান্য
১১হলুদ১ চামচ
১২লবণ২ চামচ

IMG_20250226_190022.jpg

প্রথম ধাপ

প্রথমেই একটা বড় মাছ নিয়ে নিয়েছি। এরপর মাছের গা থেকে ভালো করে আঁশ ছাড়িয়ে নিতে হবে। প্রথমেই বলেছি সিলভার কার্প মাছের গায়ে একদম ছোট ছোট আঁশ থাকে। তাই একটা চামচের সাহায্যে পুরো মাছের গা থেকে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে কেটে পরিস্কার করে কেটে ধুয়ে লবণ ,হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। এরপরে পরিমাণ মতো আলু ,ফুলকপি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এর সাথে সমস্ত মসলা প্রথমেই রেডি করে নিয়েছিলাম।

IMG_20250226_190135.jpg

দ্বিতীয় ধাপ

এরপরে গ্যাস অন করে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবারে কেটে রাখা ফুলকপি গুলো সামান্য জল দিয়ে হালকা সিদ্ধ করে নিতে হবে। ফুলকপি গুলো সিদ্ধ করে নিলে যাদের গ্যাসের সমস্যা থাকে তাদের কোন সমস্যা হয় না। সিদ্ধ হয়ে গেলে জল ঝরানোর জন্য রেখে দিতে হবে। জল ঝরানো হয়ে গেলে ফুলকপিতে হালকা লবন, হলুদ মাখিয়ে নিতে হবে।

IMG_20250226_190242.jpg

তৃতীয় ধাপ

এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে লবণ ,হলুদ মাখিয়ে রাখা মাছগুলো অল্প অল্প করে ভেজে নিতে হবে। মাছগুলো লাল লাল দুই পিঠ ভালো করে ভেজে তুলে রাখতে হবে।

IMG-20241204-WA0010.jpg

চতুর্থ ধাপ

এবারে ওই মাছের তেলের মধ্যেই লবণ ,হলুদ মাখিয়ে রাখা ফুলকপি গুলো ভালো করে ভেজে তুলে রাখতে হবে।

IMG_20250226_190444.jpg

পঞ্চম ধাপ

এরপর অন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আমার সুবিধার জন্য। আপনারা চাইলে একই কড়াই তে করতে পারেন। কড়াই গরম হলে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে কেটে রাখা আলু গুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আলু ভাজার সময় সামান্য পরিমাণে লবণ ,হলুদ দিয়ে ভাজতে হবে।

IMG_20250226_190654.jpg

ষষ্ঠ ধাপ

আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা সমস্ত মসলা আলুর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মসলা তে আমি ব্যবহার করেছি কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে সমস্ত কিছু পেস্ট করে নিয়ে ধনে গুঁড়ো আর মিট মসলা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম।

IMG_20250226_190836.jpg

সপ্তম ধাপ

ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা ফুলকপি গুলো কড়াইতে দিয়ে আরো ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পর পরিমাণ মতো জল কড়াইতে দিয়ে দিতে হবে। এরপর খানিকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে।

IMG-20241204-WA0032.jpg

অষ্টম ধাপ

খানিকক্ষণ পর ঢাকনা খুললে দেখা যাবে ফুলকপি আলুর ঝোল ফুটে উঠেছে। ভালো করে ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দিতে হবে।

IMG-20241204-WA0036.jpg

শেষ ধাপ

মাছ দেওয়ার পর আরও খানিকক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে।

IMG-20241204-WA0035.jpg

তৈরি

এরপর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে, ফুলকপি দিয়ে সিলভার কার্প মাছের ঝোল। তরকারির ঝোল আপনারা আপনাদের পরিমাণ মতো রাখবেন।

একদম ঘরোয়া উপায়ে এই রেসিপিটি তৈরি করেছিলাম ।বিশেষ কিছু উপকরন ব্যবহার করিনি। আপনারাও খুব সহজেই বাড়িতে রেসিপিটি তৈরি করতে পারেন। দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। এরকম হালকা খাবার খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। আমরা সচরাচর বাড়িতে এরকম হালকা-পাতলা ঝোলের তরকারি করে থাকি।মাছ ও ফুলকপি তে ব্যবহার করা লবণ, হলুদের পরিমাণ উপকরণে লেখা নেই। আপনারা চাইলে আলু, ফুলকপি আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন।

আজ এখানে শেষ করছি ।আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Sort:  
Loading...
 6 months ago 

ফুলকপি দিয়ে সিলভার কার্প মাছের রেসিপি অনেক সুন্দর ভাবে সাজিয়ে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এটা দেখে আমি সত্যি আনন্দিত অনুভব করতে পারছি কারণ পোস্টটি দেখতে অনেক সুন্দর হয়েছে।

এবং ফুলকপি আমার অনেক প্রিয় একটি খাদ্য বাংলাদেশে শীতের সময় ফুলকপি প্রত্যেকটি মানুষের বাড়ি দেখা যায় এবং মালয়েশিয়াতে ফুলকপি সব সময় পাওয়া যায়।

আমরা প্রতি সপ্তাহে দুই এক দিন ফুলকপি খেয়ে থাকি কারণ এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। যাইহোক আপনার এই রেসিপি পোস্টের মাধ্যমে এতো টুকু অনুভব করতে পারলাম এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে শুভকামনা রইল আপনার জন্য সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 6 months ago 

সত্যি কথা বলতে কোন ধরনের মাছ আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমি মাছ খেতে তেমন একটা পছন্দ করি না তবে হ্যাঁ ছোট মাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমি ছোট মাছটাই অনেক বেশি খেয়ে থাকে আজকে আপনি সিলভার কাপ মাছ দিয়ে ফুলকপি রান্না করেছেন।

দেখতে অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে খেতেও নিশ্চয়ই অনেক বেশি মজা হয়েছে অসংখ্য ধন্যবাদ সিলভার কাপ মাছ দিয়ে ফুলকপি রান্না করার পদ্ধতি এতো সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110723.01
ETH 4299.76
USDT 1.00
SBD 0.83