রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা
আপনারা সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন ।আমিও ভালো আছি। আজকে আমি রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা আপনাদের মাঝে শেয়ার করবো।
ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা হল হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি। শ্রাবণ মাসে অমাবস্যার পরে একাদশী থেকে আরম্ভ করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলে উৎসব। দোল পূর্ণিমা বৈষ্ণবদের ও একটি বড় উৎসব। দোল সাজানো ভক্তিমূলক গান ,নাচ সব মিলিয়ে রাধা কৃষ্ণের প্রেমলীলা একটি বিশেষ উৎসব। ভারতের এই উৎসবে দেশ-বিদেশ থেকে বহু দর্শনার্থীদের আগমন ঘটে।নবদ্বীপে ঝুলন উৎসব একটি বিশেষ আকর্ষণ।
এছাড়া বৃন্দাবন ,মথুরা আর ইসকন মন্দিরে ঝুলন যাত্রা পালন করা হয়। ঝুলন যাত্রা উৎসব সাধারণত শ্রাবণ মাস থেকে হয়। এ বছরে ঝুলন যাত্রা শুরু হয়েছে ১৫ ই আগস্ট বৃহস্পতিবার থেকে। শ্রাবণী পূর্ণিমা অর্থাৎ রাখি পূর্ণিমা পর্যন্ত এই পাঁচ দিন ধরে পালিত হবে ঝুলন উৎসব। ছোটবেলায় গাছের শাখায় দোলনা বেঁধে ঝুলন দোলার স্মৃতি আমাদের অনেকেরই আছে। কিন্তু এখন ও শিশুদের দেখা যায় দোল খেতে। রাধা কৃষ্ণের শৈশব বেলায় এমনি এক স্মৃতি হল ঝুলন যাত্রা।
ঝুলন পূর্ণিমাকে বলা হয় শ্রাবণী পূর্ণিমা। বৃন্দাবনে রাধা -কৃষ্ণের ,শৈশব স্মৃতি ,সখা-সখীদের সাথে দোলনায় দোলার প্রেমলীলা কে কেন্দ্র করে দ্বাপর যুগের এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। রাখি পূর্ণিমার দিন ঝুলন যাত্রা শেষ হয়। ঝুলন শব্দের অর্থ হল দোলনা। এই সময় ভক্তরা রাধা কৃষ্ণকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো দোলায় বসিয়ে পূজা করেন। শ্রীকৃষ্ণের মোট ১২ টি যাত্রার কথা উল্লেখ আছে। এর মধ্যে কয়েকটি হল -রথযাত্রা, রাসযাত্রা, দোল যাত্রা, স্নান যাত্রা, ঝুলন যাত্রা।
এক এক অঞ্চলে দোল বা দূর্গা উৎসবের মতো ঝুলনের আকর্ষণ কিছু কম না। ঝুলনে ও দেখা যায় নানা আচার অনুষ্ঠান ও সাবেকি প্রথার। এইসব উৎসব মূলত বনেদী বাড়ি এবং মঠ মন্দিরে হয়। রাধাকৃষ্ণের যুগল বিগ্ৰহ দোলনায় বসিয়ে হরেক রকমের আচার অনুষ্ঠান পালন করা হয় এই সময়ে। এর পাশাপাশি এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য। ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে ছোটদের ঝুলন সাজানোর আকর্ষণ কিছু কম নয়।
নানা ধরনের মাটির পুতুল ,কাঠের জিনিসপত্র , কাঠের দোলনা, সোলা, রং বেরঙের গাছপালা দিয়ে ঝুলন সাজানো হয় ।আবার কোথাও চলে ঝুলন উপলক্ষে নাম সংকীর্তন। এই সময় রাধা কৃষ্ণকে তালের বড়া, সুচি ,লুচি এছাড়াও বিভিন্ন ধরনের ফল খেতে দেওয়া হয়। আমাদের কৃষ্ণনগরে ও বিভিন্ন জায়গায় ঝুলন যাত্রা পালন করা হয়। আমরা দুজনে মিলে কালকে গিয়েছিলাম ঝুলন যাত্রা দেখতে। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ঝুলন যাত্রা পালন করা হয়।
ঝুলন সাজানো দেখে বেশ লাগছিল। ঝুলন যাত্রা উপলক্ষে ওখানে চলছিল কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট ছোট ছেলে মেয়েরা নাচ, গান করছিল। কিছুক্ষণ দুজনে মিলেই অনুষ্ঠান দেখলাম। ছোট বাচ্চাদের নাচ দেখতে ভালো লাগছিল।ঝুলন দেখে ফেরার পথে চোখে পড়ল একটা বাড়ির মধ্যে একটা বাচ্চা ছেলে খুব সুন্দর করে ঝুলন সাজিয়েছে।বাচ্চাটা কিছু পুতুল নিজে তৈরী করেছে।আর কিছু পুতুল কিনে এনেছে। এছাড়াও বিভিন্ন লাইট দিয়ে সুন্দর করে ঝুলন সাজিয়েছে।এই প্রথমবার বর আমাকে ঝুলন সাজানো দেখাতে নিয়ে গিয়েছিল। আমি ছোটবেলায় দেখতাম অনেকেই বাড়িতে ঝুলন তৈরি করতো। কিন্তু এখন কারোর বাড়িতে সেভাবে ঝুলন করতে দেখা যায় না। আমি দুই জায়গায় ঝুলন দেখেছি ।তাই দুটো রাধা কৃষ্ণের ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি।
কালকের দেখা ঝুলন আপনাদের মাঝে শেয়ার করলাম ।আজ এইখানেই শেষ করছি।আশা করছি সকলেরই ভালো লাগবে। আবার পরবর্তী কোন গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
THE QUEST TEAM has supported your post. We support quality posts, good comments anywhere, and any tags
Thank you 🙏
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আপনার রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা নিয়ে আমাদের মাঝে অনেক সুন্দর করে একটি পোস্ট শেয়ার করেছেন তার জন্য আসলে পোষ্টের উপরে আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন।
আমার পোস্টে কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।