ঘুরতে ঘুরতে প্রকৃতি দেখা।

হ্যালো বন্ধুরা সবাইকে সালাম ও শুভেচ্ছ। বন্ধুরা প্রত্যেক মানুষের ভ্রমন করা একটা অভ্যাস ও নেশার মত হয়ে গেছে। আমিও আজকে একটু প্রকৃতির মাঝ ঘুরতে গিয়েছিলাম। আমার বাসা থেকে মটর সাইকেলে করে আমাদর গ্রামের রাস্তায় ঘুরতে বেরিয়েছিলাম।

মহান আল্লাহ তায়ালা এই পৃথিবী যে কত সুন্দর ভাবে সৃষ্টি করেছেন তা হয়তো আমাদের কারো পক্ষে জনা বা বোঝার সম্ভব নয়। বাংলাদেশের যে কোন জায়গায় ঘুরতে গেলে বোঝা যায় এই পৃথিবীটা কত সুন্দর।

IMG_20240909_165153.jpg
Photo taken from Redmi NOTE 10S

মটর সাইকেল চালাতে চালাতে হঠাৎ একটা সুন্দর দৃষ্ম দেখে চোখ আটকিয়ে গেল। ছবিতে দেখতে পাচ্ছেন আমাদের এলকার এক ভাই তার পুকুর পাড়ে সারি সারি বরই গাছ রোপন করেছে। গাছগুলো পুকুরের চারপাশে একেবারে ছবির মত করে লাগানো হয়েছে। মুলত তিনি বরই গাছগুলো লাগিয়েছেন ব্যবসার উদ্দেশ্যে। তিনি প্রতিবছরই এই সস্বাদু ফলের চাষ করে থাকেন। তিনি এই বরই গাছ থেকে আর ২ থেকে ৩ মাস পর যখন বরই পেকে যাবে তখন সেটা সংগ্রহ করে বাজারে বিক্রি করবেন। তার এখানে বিভিন্ন জাতের বরই আছে। তবে তানার কাছ থেকে জানতে পারলাম, তিনি এখানে সবচেয়ে যে জাতের গাছ বেশি রোপন করেছেন তা হল আপেল কুল গাছ। মূলত আপেল কুল খেতে অনেক সুস্বাদু। গাছের দৃষ্ম দেখে আমার মনটা জুড়িয়ে গেল।

তার পার আবার মটর সাইকেলে করে সামনে দিকে এগুতে লাগলো এবং ধীরে ধীরে চলতে থাকলাম। আমাদের গ্রামের চারপাশের সৌন্দর্য একেবারে অন্য রকম। রাস্তার চারি পাশে গাছগাছালিতে ভরপুর। আর মাঠে বিভিন্ন ফসলের আবাদ লক্ষ্য করা যায।

IMG_20240909_165410.jpg
Photo taken from Redmi NOTE 10S

কিছুদুর চলতে চলতে হঠাৎ আরো একটি দৃষ্মচোখে পড়ল। এই দৃষ্মটি আরো চমৎকার। এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি হল একটি সবজি ক্ষেত। এই সবজি ক্ষেতটি আমাদের পাশের গ্রামের বাচ্চু মিয়ার। তিনি তার ঘেরের পাড়ে সবজি চাষ করেছেন। আর এই সবজিটি হলো আমাদের সকলের কাছে পরিচিত তা হলো উচ্ছে । আমাদের এলাকাল প্রচুর সবজি চাষ হয় তার মধ্যে উচ্ছে সবজিটি একটু বেশি চাষ হয়। আমাদের গ্রামের সপ্তাহে দুই দিন হাট বসে। এই দুদিনে কমপক্ষে দুই থেকে পাঁচটি ট্রাক সবজি লোড করে ঢাকায় চালান দেওয়া হয়।

IMG_20240909_165439.jpg
Photo taken from Redmi NOTE 10S

চারিদেকে যেদিকে তাকাই শুধু সবুজের সমারহ। আর এখনতো বর্ষাকাল তাই চারিপাশের গাছগাছলি বৃষ্টির পানি পেয়ে বেড়ে উঠেছে। যতক্ষন রাস্তা দিয়ে চলেছি চারিদিকে শুধু তাকিয়ে দেখেছি যত দেখি দেখার কোন শেষ হয়না। আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই কিন্ত কোন ছবি ফ্রেম বন্দি করি না। কার ছবি তোলার চেয়ে সৌন্দর্য টাকে দেখতে আমার কাছে ভাল লাগে। আস্তে আস্তে বিকেল হয়ে গেল তখন আবার প্রকৃতি দেখতে দেখতে বাড়িতে ফিরে আসলাম।

Sort:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Loading...
 3 days ago 

আপনার ফটোগ্রাফি গুলি খুব সুন্দর হয়েছে। এরকম সবুজ পরিবেশ দেখতে কার না ভালো লাগে। এরকম প্রকৃতির সাথে মন এমনি ভাল হয়ে যায়। গ্রাম আমারও খুব ভালো লাগে। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্যা ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57774.35
ETH 2339.45
USDT 1.00
SBD 2.44