Incredible India monthly contest November #2|Happy family.

in Incredible India8 months ago (edited)
The 8 s.png
''Edited by canva''

Hello Friends,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সবা ভাল আছেন।আমাদের শ্রদ্ধেয়@sduttaskitchen ম্যামের আয়োজিত এই মাসিক প্রতিযোগিতা" সুখী পরিবার "এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগছে। সেই সাথে @sduttaskitchen ম্যামকে জানাই অসংখ্য ধন্যবাদ।

1. What is the definition of a happy family?
friendship-day-3104635_1280.jpg

pixabay

আমি পরিবার বলতে যা বুঝি তা হচ্ছে, জন্মসূত্রে আমরা একটি পরিবার পেয়ে থাকি যেখানে একে অপরের সাথে রক্তের সম্পর্ক থাকে। আমাদের জীবনের অধিকাংশ সময় গুলো যাদের সাথে অতিবাহিত করে থাকি এবং ছোট থেকে যাদের সাথে থেকে বড় হয়েছি। এরা হচ্ছে পরিবার তৈরীর অংশ বিশেষ। এদের দিয়ে পরিবারের সূত্রপাত। আর তারা হচ্ছেন মা-বাবা,ভাই -বোন, দাদু -ঠাকুরমা, কাকা -কাকি , জ্যাঠা -জেঠি। এদের নিয়ে একসাথে বসবাস করাকে আমি পরিবার বলে মনে করি।

সুখী পরিবার বলতে যা বুঝি তা হচ্ছে ,যে পরিবারে সুখ শান্তি ও সম্মান বজায় থাকে।সুখী পরিবারের বলতে কি বুঝায় , তা বিশ্লেষণ করার পূর্বে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই।

যে কথাটা বলতে চাচ্ছি তাহল ,পরিবারের প্রধান হচ্ছে মা বাবা। যে পরিবারের সন্তান বাবা-মাকে সম্মান করবে সুখে এবং শান্তিতে রাখবে, সন্তুষ্ট রাখবে সেই পরিবারের সুখশান্তি বজায় থাকবে। গুরুজনরা বলে থাকেন বাবা-মা সন্তুষ্ট থাকলে ঈশ্বর ও সন্তুষ্ট থাকেন। বাবা-মা সন্তুষ্ট না থাকলে কোন সন্তান জীবনে সুখী ও সফল হতে পারেনা ।যাইহোক ,এখন চলে যাই সুখী পরিবার বলতে কি বুঝি সে বিষয়ে। সংসারের একটি কঠিন বিষয় হচ্ছে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া । সংসারে যে ব্যক্তি পরিবারের ভালো-মন্দ সবকিছু মেনে এবং মানিয়ে নিতে পেরেছে সেই সুখী। আর একজন সুখী মানুষই একটি পরিবারের সুখ বজায় রাখতে সক্ষম হয় এবং সুখী পরিবার গড়ে তুলতে পারে। যে পরিবারে একে অপরকে সম্মান করবে এবং সন্তুষ্ট রাখবে। সবাইকে স্নেহ ভালোবাসা দিয়ে স্নেহের বন্ধনে জড়িয়ে রাখবে। পরিবারের কেউ ভুল করলে সেই ভুলগুলো শুধরে দিয়ে তাকে মেনে নেওয়া। যেকোনো বিষয়ে পরিবারের সকলের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। বিপদ আপদে একে অপরের পাশে থাকা। পরিবারের ছোট বড় সকলের প্রতি সকলের কিছু দায়িত্ব ও কর্তব্য থাকে । সে দায়িত্বগুলো নিষ্ঠার সাথে পালন করা।

বর্তমান সময়ে সংসার জীবনে আমরা নারী-পুরুষ সবাই ব্যস্ততার মধ্য দিয়েই দিন অতিবাহিত করি। শত ব্যস্ততার মধ্যে থেকেও যারা পরিবারের মানুষগুলোর সাথে সময় কাটায় । বিপদ-আপদে একে অপরের পাশে থাকা। এই বৈশিষ্ট্য গুলো যে পরিবারের মানুষ গুলোর মধ্যে থাকে, আমি সেই পরিবারকে সুখী পরিবার বলে মনে করি।

2. What things should we follow to keep our family happy? Justify.

business-people-1050343_1280 (1).jpg

pixabay

পরিবারকে সুখে রাখার জন্য যে বিষয়গুলো মেনে চলা উচিত তা হল:

ধৈর্য ,সততা ,সহনশীলতা, যত্নশীল হওয়া ,পরিবারকে সময় দেওয়া, কর্তব্য পরায়ণতা, ক্ষমাশীলতা, বিশ্বাস
এই বিষয়গুলো পরিবারের প্রত্যেকটি মানুষ মেনে চললে একটি পরিবার সুখী পরিবারের পরিণত হবে।

বিশ্বাস:

একটি পরিবারকে টিকিয়ে রাখার মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। বিশ্বাস না থাকলে একে অপরের সাথে সম্পর্ক ভালো থাকে না আর সম্পর্ক ভালো না থাকলে একটা সময় পরিবারও টিকে থাকে না।সুতরাং পরিবারকে সুখী রাখতে হলে একে অপরের প্রতি বিশ্বাস থাকা একান্তই প্রয়োজন।

ক্ষমাশীলতা:

ক্ষমা পরম ধর্ম। আমাদেরকে ক্ষমাশীল হতে হবে।সংসারে আমরা কেউই নিখুঁত নই। আমরা প্রতিটা মানুষই দোষ গুণের অধিকারী। পরিবারে কেউ ভুল করলে তার প্রতি ক্ষমাশীল হতে হবে। তবে সব ক্ষেত্রে ক্ষমাশীল হলে হবে না। কোন কোন ক্ষেত্রে কঠোর হতে হবে।

অর্থ:

আমাদের মৌলিক চাহিদার মধ্যে একটি হচ্ছে খাদ্য। পেটে খিদে রেখেতো পরিবারকে সুখী রাখা যায় না! খাদ্যের চাহিদা পূরণের জন্য প্রথমত প্রয়োজন অর্থের উপার্জন।

ধৈর্যশীলতা:

আমরা প্রত্যেকে কোন না কোন দিক দিয়ে একটু ভিন্ন স্বভাবের হয়েথাকি । কেউ কেউ একটু বেশি ভুল করে আবার কেউ কেউ একটু কম ভুল করে সে ক্ষেত্রে আমাদেরকে তাদের প্রতি ধৈর্যশীল হতে হবে। তাহলে পরিবারের সুখ বজায় থাকবে।

সততা:

সততা মানুষকে আত্ম সুখ দান করে। একজন মানুষের মধ্যে সততা না থাকলে পরিবারের মানুষদের কাছ থেকে সম্মান পায় না। একজন ব্যক্তি যদি পরিবারের মানুষের কাছ থেকে সম্মান না পায় তাহলে সে কখনো সুখী হতে পারে না আর একজন মানুষ যদি নিজেই সুখী না হয় তাহলে পরিবারকে সুখী করবে কি করে। তাই একজন মানুষের মধ্যে সততা থাকা একান্তই প্রয়োজন। পরিবারের ছোটরা সব সময় বড়দেরকে অনুসরণ করে থাকে তাই পরিবারে বড়রা যদি সৎ থাকে ছোটরা বড়দেরকে অনুসরণ করে । এবং ভবিষ্যতে তারাও সৎ মানুষে প্রতিষ্ঠিত হয় । নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য আগে নিজেকে সৎ হতে হবে ।

3. Can professional relationships become a portion of our family? Describe.

meeting-5395615_1280.jpg

pixabay

উপরে উল্লেখিত প্রশ্নের উত্তরে আমি বলব অবশ্যই পেশাদার সম্পর্ক আমাদের পরিবারের একটি অংশ হয়ে উঠতে পারে।

উদাহরণস্বরূপ :

আমি ''Incredible India "ইন্ডিয়া কমিউনিটিতে কাজ করি। আমি মনে করি এটা একটা কর্মক্ষেত্র। এখানে প্রতি সপ্তাহে টিউটোরিয়াল ক্লাস হয় ,হ্যাংআউট হয়, একে অপরের সাথে মজার মজার কথা বলা হয় এবং মাঝে মাঝে একে অপরের সাথে পরিবারের সুখ দুঃখের কথা শেয়ার করা হয়। এই ক্ষেত্রে আমি মনে করি এই সম্পর্কগুলো আমাদের পরিবারেরই একটি অংশ।

এই প্রতিযোগিতার প্রতিটি প্রশ্নের উত্তর আমি সঠিক ভাবে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছি কিনা জানিনা। যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

@sayeedasultana,@Muktadas,@sairazerinআপুকেএইপ্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

image.png

Sort:  
 8 months ago 

আপনাকে নিমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ দিদি। আমি ইতিমধ্যে অংশগ্রহণ করে ফেলেছি।আপনার লিখায় পারদর্শী আছে।তা আপনার লেখা পড়ে অনুধাবন করতে পেরেছি। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। আসলেই সুখী পরিবার গড়তে এই দিক গুলো অনুসরণ করা অধিকতর প্রয়োজন। তাছাড়া এটি ও আমাদের খেয়াল রাখতে হবে যে,সুখ একটি আপেক্ষিক ব্যাপার। তাই সুখ নামক পাখির দেখা পাওয়া ও না পাওনা, অনেক টা নিজের মধ্যে বিদ্যমান। ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 8 months ago 

Thank you, sir.

 8 months ago 

জন্মের পর থেকে আমরা যেখানে বসবাস করি সেটাই আমাদের পরিবার। সেই সাথে সুখী পরিবারের জন্য আপনি বেশ কিছু পয়েন্ট আমাদের সাথে উল্লেখ করেছেন। ধৈর্য সততা আত্মবিশ্বাস সবকিছুই পরিবারের সাথে জড়িত। আর একটা মানুষের মধ্যে যখন এ বিষয়গুলো আয়ত্ত করতে পারবে। তবে সে পরিবারটাকে সুখে রাখতে পারবে।

পেশাগত পরিবারের হিসেবে আপনি আমাদের কমিউনিটির মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। সেটাকে বেছে নিয়েছেন। আসলে এটাও আমাদের একটা পরিবার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, পরিবারের সম্পর্কে এত বিস্তারিত আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

Loading...
 8 months ago 

আমাকে মেনশন করার জন্য আপানাকে অনেক ধন্যবাদ। আপনি খুবই চমৎকার ভাবে সুখি পরিবার সম্পর্কে আপনার যুক্তি উপস্থাপন করেছেন। প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করি।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

Thank u apu.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 57889.17
ETH 3155.19
USDT 1.00
SBD 2.42