Better Life With Steem | The Diary game14 September-2024
Hello,
Everyone,
কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সকলেই ভাল আছেন, সুস্থ আছেন এবং আপনাদের দিনটি ভালো কেটেছে।
এখন বাজে ভুর ছয়টা। আমি পোস্ট লিখতে বসেছি কারণ গত দুদিন যাবত চেষ্টা করেও পোস্ট লিখতে পারছি না।একে তো লোড শেডিং তার মধ্যে আবার দুদিন যাবৎ বৃষ্টি। এইবৃষ্টির কারণে নেটের খুব সমস্যা দেখা দিচ্ছে। গত কালকে সন্ধ্যা পর থেকে রাত দেড়টা পর্যন্ত একাউন্টে ঢোকার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ঢুকতে পারলাম না ।তারপর কখন জানি না ঘুমিয়ে পড়লাম । ঘুম থেকে জেগে দেখি ভোর হয়ে গেছে। ঘরের লাইট জ্বলছে, তো ভাবলাম দেখি এখন তো সকালবেলা !এখন পোস্ট লেখা যায় কিনা, কেননা সকালবেলা নেটের তেমন একটা সমস্যা থাকে না। লোডশেডিং ও থাকে না।
সকাল |
---|
ঘুম থেকে জেগে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে ।বৃষ্টির দিনে সকালবেলা বিছানা ছাড়তে ইচ্ছে করে না ।ইচ্ছে না করলে কি হবে !ঘরের নিত্যকর্ম তো আমাকে পিছু টানছে সু,তরাং শুয়ে থাকার কোন উপায় নেই ।বিছানা ছেড়ে ঠাকুর প্রণাম করে ফ্রেশ হয়ে নিলাম ।
ফুল তোলার জন্য আজ আর ছাদে যেতে হয়নি।পাশের ফ্লেটের মাসিও ছাদে ফুল গাছ লাগিয়েছে ।উনি ফুল তুলতে গিয়েছিল ,উনার ফুলের সাথে আমার ফুল গুলো ও তুলে নিয়ে এসেছে।তাই আজ আর ফুল তোলার জন্য ছাদে যেতে হয়নি ।
আজ বৃষ্টি হচ্ছে তো আবহাওয়া টা ঠান্ডা ।এই ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালো লাগে !তাই আজ সকালে নাস্তার জন্য খিচুড়ি আর সবজি রান্না করেছি।
দুপুর |
---|
প্রতি শনিবারে নিরামিষ খাওয়া হয়, আজ শনিবার তাই আজ নিরামিষ রান্না করেছি আজ আমি রান্না করেছি কচু শাক ও ডাটা ও কাঁঠালের বিচি দিয়ে সরষে পাতুরিএবং ডালের বড়ার তরকারি।
দুপুরে রান্না শেষ করার পর সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়ার কিছুক্ষণ পরে আমি মেশিনে বসলাম। আমার কিছু সেলাই কাজ বাকি ছিল সে কাজগুলো শেষ করলাম ।কারণ সন্ধ্যা বেলায় ছেলেকে নিয়ে পড়াতে বসতে হবে কেন।
সন্ধ্যা ও রাত |
---|
সন্ধ্যা পূজা শেষ করার পর ছেলে পড়তে বসার আগে কিছু চালতা কেটে নিয়েছি ।চালতা দিয়ে আচার তৈরি করব ।আপনাদের সাথে আগামী একদিন এই রেসিপিটি শেয়ার করব।সত্যি কথা বলতে কি! আমার রান্না করতে ,মানুষকে খাওয়াতে ভীষণ ভালো লাগে।এবংবিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে ও আমার ভীষণ ভালো লাগে । কিন্তু সময়ের অভাবে পারিনা ।
এই ছিল আমার গতদিনের কার্যাবলী। আজ এখানে শেষ করছি ,সবাই ভাল থাকবেন ,সুস্থ থাকবেন, এবং পরিবারের পাশে থাকবেন।
বিগত দুই দিনের বৃষ্টির কারণে প্রত্যেক জায়গাতেই অনেক নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে। প্রচুর পরিমাণ বাতাসের কারণে লোডশেডিং ও দেখা দিচ্ছে। মোবাইলে চার্জ দিতে পারছি না সেই সাথে নেটওয়ার্ক পরিষেবা ও খুব বাজে ব্যবহার করছে।
সহজ জীবনএই শব্দগুলো শুনলেই আমাদের মনে হয় একটা নির্মল, চিন্তামুক্ত জীবন। কিন্তু আজকের দিনের জটিল জীবনযাত্রায় সহজ জীবন কীভাবে সম্ভব? জীবনের জটিলতা কমে গেলে আনন্দ বাড়ে। আপনার পোষ্টটি পড়ে খুবই ভাল লাগলো।
আশা করি আপনার দিনটা অনেক সুন্দর কেটেছে। আর দেখানো ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে ফুলের ছবিগুলো। প্রত্যেক শনিবারে নিরামিষ খাওয়ার এই বিষয়টা একটু ভিন্ন রকম। আশা করি আপনার আগামী দিনগুলো আরো সুন্দর কাটবে