Better Life With Steem | The Diary game11September-2024

in Incredible India2 months ago
Better Life With Steem.png

source

''Edited by canva''

Hello,

Everyone,

কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সকলেই ভাল আছেন, সুস্থ আছেন এবং আপনাদের দিনটি ভালো কেটেছে।

বেশ কদিন বাদে আজ আপনাদের মাঝে হাজির হলাম, আমার দিনলিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য।

সকাল

20240911_120159.jpg

''ছাদ থেকে তুলে আনা পূজার ফুল''

প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ছাদে গেলাম প্রতিদিন সকাল বেলায় আমাকে ছাদে যেতে হয় পূজার ফুল তোলার জন্য।

ছাদে গিয়ে প্রথমে সমস্ত ফুল গাছগুলোতে আগে জল দিলাম ।এখন ভাদ্র মাস ।বছরের অন্যান্য মাসের চাইতে এই ভাদ্র মাসের রোদের তাপমাত্রা খুব বেশি থাকে ।তাই বাধ্যতামূলকভাবে গাছগুলোতে দুবেলা করে জল দিতে হয়। জল দেওয়া শেষ হলে পুজোর ফুল তুলে বাসায় চলে আসি। এসে সকালবেলার প্রতিদিনের কাজগুলো সেরে নিলাম।

20240911_120017.jpg

আজ সকালের নাস্তার জন্য ভাত ভাজি তৈরি করেছিআমার ছেলের ডিম দিয়ে ভাত ভাজি করে খেতে খুব ভালোবাসে তাই ওকে আজ সকালের নাস্তার জন্য ডিম দিয়ে ভাত ভাজি তৈরি করে দিয়েছি।

image.png

''দুপুর ''

সকাল বেলার নাস্তার পর্ব শেষ করে স্নান করে ঠাকুর পূজা দিয়ে নিলাম।ঠাকুর পূজা শেষ করে দুপুরে রান্নার আয়োজন করে নিলাম।তারপর রান্না বসিয়ে দিলা।ম আজ একটু শহরের দিকে যেতে হবে কিছু কেনাকাটা আছে।দুপুরের রান্না শেষ করার পর

20240911_161838 (1).jpg

ছেলেকে দুপুরের খাবার খাইয়ে ছেলেকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে। আজকাল সন্ধ্যার পরে বাইরে চলাফেরা করতে ভয় লাগে।ছেলেকে নিয়ে তেমন একটা বাইরে কেনাকাটা করতে যাই না। কিন্তু আজ নিয়ে যাচ্ছি।

ছেলের পরীক্ষা শেষ হল, ও বায়না ধরেছে ওকে একটি গেমিং কীবোর্ড কিনে দিতে হবে।কিবোর্ড ও নিজে পছন্দ করে কিনবে। এজন্য ওকে নিয়ে আজ বাইরে গেলাম কেনাকাটা করতে।

ও আমার কাছে কোন কিছুর জন্য তেমন একটা বায়না করে না ।ছোটদের বায়না সবসময় পূরণ করতে না পারলেও মাঝে মাঝে ওদের কিছু কিছু বায়না পূরণ করতে হয় ।তাই আজ ওকে নিয়ে যাওয়া।

বাইরে প্রচন্ড গরম ।কদিন যাবত বাইরে রোদ্রের তাপমাত্রা অনেক বেশি।রুদ্রের তাপমাত্রা বাড়ার সাথে সাথে বিদ্যুতের লোডশেডিংও বেড়ে গেছে ।ইদানিং বিদ্যুৎ থাকে না বললেই চলে।বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে বাসায় আসার পর দেখি বিদ্যুৎ নেই ।বাসায় আসার প্রায় দুই ঘণ্টা পরে বিদ্যুৎ আসে। বিদ্যুৎ যখন চলে যায় ,দু তিন ঘন্টা আগে আর বিদ্যুৎ আসে না!রাতের বেলা বিদ্যুতের সমস্যাটা খুব বেশি করে ।যার কারণে ল্যাপটপে কাজ করা যায় না।দিনের বেলা তো সংসারের কাজে ব্যস্ত থাকি। রাতের বেলাতেও ল্যাপটপ নিয়ে যখন তখন বসতে পারি না বিদ্যুতের সমস্যার কারণে।

যাইহোক ,কিছুক্ষণ বিশ্রাম করার পর ফ্রেশ হয়ে সন্ধ্যা পূজা দিতে চলে গেলাম। তো বন্ধুরা এই ছিল আমার দিনলিপি। আজ এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন ।সুস্থ থাকবেন ।

image.png

Happy Writing

Sort:  
Loading...
 2 months ago 

জবা ফুলের কালার গুলো দারুন লাগছে। একটি থালে অনেকগুলো জবা ফুল সাজিয়েছেন এজন্য আরো ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালো হবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

 2 months ago 

আমি এখন পর্যন্ত দুই তিনটা জবা ফুল দেখেছি ,তবে বিভিন্ন রঙের যাওয়া ফুলের কালার এর আগে দেখা হয়নি। হলুদ, গোলাপি, লাল ইত্যাদি রঙের জবা ফুল এর আগে দেখেছিলাম। একটি প্লেটের মধ্যে সুন্দর করে ফুলগুলো সাজিয়ে রাখা হয়েছে, এরকমভাবে মাঝেমধ্যে সময় পেলে আমিও করে থাকি। যাইহোক সবকিছু মিলে আপনার লেখা এবং ছবিগুলো দারুন ছিল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 76095.48
ETH 2918.89
USDT 1.00
SBD 2.65