Better Life With Steem | The Diary Game |16December

in Incredible India8 months ago

20231212_120921.jpg

Hello,
Every one,
আজকে আমার ডায়েরী গেমে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আমার দিনলিপি আপনাদের সকলের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন, শুরু করা যাক আমার দিনলিপি।

সকাল

শীতের সকালে বিছানা ছাড়তেই ইচ্ছে করে না। তবুও বিছানা ছাড়তেই হয় কেননা সংসারে নারীদের ইচ্ছে করে না ,এই কথাটির স্থান নেই বললেই চলে ! যাই হোক, বিছানা ছেড়ে ঠাকুর প্রণাম করে দিন শুরু করলাম।

আজ বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম অনেকদিন যাবত ঘরের কিছু টুকিটাকি কাজ ফেলে রেখেছিলাম সে কাজগুলো আজ শেষ করব।

20231216_132351.jpg
পূজার ফুল'

ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার প্রথমে ছাদ থেকে পূজোর ফুল তুলে নিয়ে আসলাম। তারপর ছাদ থেকে আসার পর ঘরের সকাল বেলার কাজকর্মগুলো সেরে তারপর চলে গেলাম রান্না ঘরে সকালে নাস্তা তৈরি করতে। আজ অনেকদিন পর ঘরে নাস্তা তৈরি করার সুযোগ পেলাম। দীর্ঘদিন যাবত আমাদের বাসায় জ্বালানি গ্যাসের সমস্যার কারণে সময় মত রান্নাও করতে পারি না খাবার ও খেতে পারি না।

20231216_064516.jpg
ঘরে তৈরি করা রুটি'

আজ সকালের নাস্তার জন্য রুটি আর সবজি তৈরি করেছি। সবাই মিলে সকালের নাস্তা সেরে নিলাম। নাস্তা শেষ করার কিছুক্ষণ পরেই আমার দেবরের মেয়েটি বাসায় আসলো তার ভাইয়ের সাথে কিছুক্ষণ খেলাধুলা করার জন্য। এখন স্কুল বন্ধ তো তাই যখন মন চায় চলে আসে ভাইয়ের সাথে খেলা করতে।

20231216_115712.jpg
দেবরের মেয়ে'

আজ সকালে খুব বেশি ঠান্ডা পড়েছিল। শীতের সকালের মিষ্টি রোদে রোদ পোহাতে কিন্তু খুব ভালো লাগে । তাই ভাবলাম দেবরের মেয়েকে নিয়ে ছাদ গিয়ে রোদে কিছুটা সময় কাটিয়ে আসি । যে কথা সেই কাজ । আমরা দুজনে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে দেখি গাঁদা ফুল গুলো কি সুন্দর ভাবে ফুটে আছে! সুন্দর ফুল গুলোর কিছু ফটোগ্রাফি তুলে নিলাম। আজ বহুদিন পর শীতের সকালে রোদ পোহালাম। আজকের সকালটা বেশ ভালই কেটেছে।ছাদ থেকে আসার পর স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিলাম।

Untitled design (13).png
ছাদ থেকে তোলা ফুলের ফটোগ্রাফি
--

image.png

দুপুর

আজ ছেলে বলছে যে, মা আজ পোলা ও মাংস খাব তাই আজ দুপুরে ঝাল মাংস, বেগুনিও পোলাও রান্না করেছি।

20231216_202923.jpg
দুপুরের খাবার

image.png

20231216_212412.jpg
সন্ধ্যা ও রাত

কদিন যাবত শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না। ইদানিং শীতের ঠান্ডা হাওয়ায় আমার মাথা ব্যথাটা বেড়েছে। আজ সন্ধ্যা বেলায় ছেলেকে নিয়ে আমার মোবাইল সার্ভিস করাতে গিয়েছিলাম। যেতে ইচ্ছে করছিল না কিন্তু তারপরও যেতে হয়েছে কারণ কদিন যাবত মোবাইলটা বেশি সমস্যা করছে। মোবাইলের ক্যামেরা তে অনেক ময়লা জমেছে । বিশেষ করে এই ময়লা পরিষ্কার করার জন্য আমাকে যেতে হয়েছে। শীতের সিজনে আমি বেশি একটা বাইরে বের হই না কারণ শীতে ঠান্ডা হাওয়ায় আমার মাথা ব্যথাটা প্রচুর বেড়ে যায়।

20231216_193015.jpg
রাস্তায় বের হয়ে দেখি সারা শহর আলোকসজ্জা সজ্জিত ও বহু লোকের সমাগম। আজ ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৬ই ডিসেম্বর উপলক্ষে শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
20231216_194009.jpg

সংসারের কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল সে কেনাকাটা গুলো শেষ করে বাসায় ফিরে আসলাম।ছেলে বলছিল আজ রাতে ভাত খাবে না তাই বাইরে থেকে পরোটার আর সবজি কিনে নিয়ে আসলাম। বাসায় ফিরতে প্রায় ৯:৩০ মিনিট বেজে গেল। বাসায় আসার পর রাতের পুজো দিলাম। পুজো শেষ করার পর রাতের খাবার খেয়ে নিলাম। শরীরটা বেশি ভালো লাগছিল না তাই খাওয়া-দাওয়া শেষ করার কিছুক্ষণ পর ঘুমোতে চলে গেলাম।

এই ছিল আমার দিনলিপি। আমার দিনলিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সকলের মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন।

End

Sort:  
 8 months ago 

আসলেই সত্যিই শীতের সময় রোদ পোহাতে বেশ ভালই লাগে। তাই আপনি আপনার দেবরের মেয়েকে নিয়ে শীতের রোদ উপভোগ করার জন্য। আপনাদের ছাদে দেখছি, নানা রকমের ফুল গাছ রয়েছে। সেই ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। মোবাইল এর মধ্যে সমস্যা দেখা দিলে অনেক বেশি খারাপ লাগে। আপনি আপনার ছেলেকে নিয়ে মোবাইল সার্ভিস এর দোকানে গিয়েছেন। সেখান থেকে 16 ডিসেম্বরের জাতীয় শহীদ মিনারের ফটোগ্রাফি করে নিয়েছেন। 16 ডিসেম্বর এর সময় চারপাশের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। আপনার শরীরটা বেশ খারাপ, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।

 8 months ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্ট পরিদর্শন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আরেকদিন টিউটোরিয়াল ক্লাসে জানতে পেরেছিলাম আপনার শীতের সিজন আসলে অতিরিক্ত মাথাব্যথা শুরু হয়, এর জন্য ভালো কোন ডাক্তার এর পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা দরকার। হয়তো ডাক্তারের পরামর্শ নিয়েছেন কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন ওষুধ সেবন করলে ভালো হওয়ার সম্ভাবনা আছে।
আপনার দেবরের মেয়ের স্কুল বন্ধ থাকায় আপনাদের বাড়িতে এসেছে তার ভাইয়ের সাথে খেলা করতে। আসলে ছোটদের খেলাধুলার মধ্যেই ওদের আনন্দ।
আপনার দিনটি অনেক সুন্দর কেটেছে, দোয়া করি আপনার আগামী দিনগুলো আরো ভালো কাটুক।
ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 8 months ago 

নিজ ধর্মের যে কোন উপাসনার মাধ্যমে মানুষের নিজের আত্মার পরিশুদ্ধি হয়। আপনি সকাল সকাল পূজো দিয়ে দিনটি শুরু করেছেন। কয়েকদিন ধরে অনেক শীত পড়েছে, সকাল সকাল মিস্টি রোদ খেতে ভালোই লাগে৷

আপনার বেবির চাওয়া মত পোলাও রান্না করে বাচ্চার আবদার পূরণ করে আপনি আদর্শ মায়ের পরিচয় দিয়েছেন।

মোবাইল ক্যামেরায় ময়লা জমে গেলে লেন্স পরিস্কার করে নিতে হয়, এতে ক্যামেরার রেজুলেশন কিছুটা হলেও ভালো হয়। আপনার ফটোগ্রাফি গুলো কেমন একটু ঘোলাটে লেগেছে এখানে।

দিনের শেষে এসে কেনাকাটার করেছেন। সব মিলিয়ে ব্যস্ততার মধ্য দিয়েই একটি দিন পার করেছেন।

মাথা ব্যাথার জন্যে ডাক্তারের পরামর্শ নিন। আশা করি দ্রুত আরোগ্য লাভ করবেন।

ভালো থাকবেন।

Loading...
 8 months ago 

কয়েকদিন আগে টিউটোরিয়াল ক্লাসে জানতে পেরেছি আপনার শীতের সিজনে অতিরিক্ত মাথা ব্যথা হয়। হয়তো এই সমস্যার কারণে কয়েকদিন পোস্ট শেয়ার করতে পারেননি। মাথা ব্যাথা অনেক বড় একটা যন্ত্রণা তো ডাক্তার পরামর্শ করে ঠিক মতন ওষুধ খেয়ে নিবেন। আপনার দেবরের মেয়ে স্কুল বন্ধ থাকার কারণে আপনাদের বাড়িতে এসেছে আপনার ছেলের সাথে খেলা করতে। আসলে ছোটদের আনন্দ থাকে তাদের খেলাধুলার মাধ্যমে। আপনার ছেলে বলেছে পোলাও মাংস খাবে। তাই দুপুরে যাওয়া জাল মাংস এবং পোলাও বেগুনি রান্না করেছেন।

আপনি সারাদিন খুব ভালোভাবে কেটেছে থ্যাংক ইউ খুব সুন্দর একটি মামার সাথে শেয়ার করার জন্য।

ছাদের সুন্দর যে হলো ফুল গাছ যেমনটা আপনি আপনার ছাদে অনেক রকম ফুল গাছ লাগিয়ে রেখেছেন আর ছাদের সৌন্দর্য বাড়িয়ে রেখেছেন। আমি ও আমার ছাদে ফুল গাছ লাগিয়েছিলাম কিন্তু সব গুলো মরে গেছে। আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 8 months ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে শেয়ার করার জন্য দিনের শুরুটা করছেন ইবাদতের মধ্য দিয়ে যেমন আপনি ঘুম থেকে উঠেই আগে ঠাকুর ঘরে গিয়ে পূজা করছেন।

শীতের সময় মনে হয় মানুষের শরীর একটু খারাপ থেকে বেশি কেননা শীতের সময় ডাক্তারের ওখানে বেশি ভিড় থাকে আবার প্রায় মানুষ কিছু না কিছু অসুস্থই ভোগে। কয়েকদিন যাবত আপনার শরীরটা ভাল যাচ্ছে না মাথা ব্যাথা বাড়ছে। আপনার জন্য দোয়া রইল যেন স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসতে পারেন দ্রুতই নিজের শরীরের প্রতি যত্ন নিবেন।

 8 months ago 

দিদি আপনার পুরো দিনলিপিটি পড়ে ভালো লাগলো। আপনি সময় উপভোগ করতে খুব ভালোবাসেন, যতদূর বুঝলাম আপনার লিখা পড়ে। আপনার ছাদের ফুলগুলো সত্যি অনেক সুন্দর। যত্ন ছাড়া এমন ফুল সত্যি ফোটানো সম্ভব না। ফুলের ফটোগ্রাফি দেখে মন ভরে গেলো।

আজ দুপুরে আপনি আমার প্রিয় পোলাও রান্না করেছেন দেখে খুব ভালো লাগলো। আমাদের বাসায়ও আজ পোলাও রান্না হয়েছে। ষোলই ডিসেম্বর উপলক্ষে বাসায় একটু ভালো মন্দ খাওয়ার আয়োজন করেছিলাম।

যাইহোক আপনার প্রতিটি দিন সুখময় হোক এই কামনা করি, ভালো থাকবেন।

 8 months ago 

আপনার ছাদে চমৎকার ফুল ফোটে এবং আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। শীতের দিনে সকালবেলা বিছানা ছাড়তে সবারই খুব কষ্ট হয়। তারপরে উপায় নেই যত কষ্টই হোক বিছানা ছেড়ে উঠতেই হয়। আপনার এদিকে আবার গ্যাস থাকে না তাই রান্নার সমস্যা। সেদিন শুনলাম আপনার মাথাব্যথার একটি সমস্যা আছে। হতে পারে এটা মাইগ্রেন
আপনাকে ছোট একটি পরামর্শ দিতে চাই কিছু মনে করবেন না। আমার মেয়েরও মাইগ্রেনের সমস্যা আছে। বেশ কয়েক বছর সে ভুগেছে ও। হঠাৎ করে কি মনে করে সে সিদ্ধান্ত নিলো চুল কেটে ছোট করে ফেলবে।ওর অনেক লম্বা চুল ছিল। মাথার উপর চুল বেঁধে রাখাতে মাথা ভারী হয়ে থাকতো। চুল কাটার পর তার মাইগ্রেনের ব্যথা এখন হয় না বললেই চলে। এছাড়া বাইরে গেলে মাথায় ক্যাপ পরে যায় যাতে রোদ না লাগে চোখে। এখন সে মোটামুটি ভালো আছে। আপনিও চেষ্টা করে দেখতে পারেন এভাবে।হয়তো উপকৃত হবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 8 months ago 

এটা ঠিক নারীদের কাজের কোন শেষ থাকেনা সংসারে যেকোনো একটি কাজ তারা গুছিয়ে রাখলেও পরবর্তীতে যেকোন অন্য কাজ চলে আসে তাদের সামনে তাই তাদের সব সময় কিছু না কিছু কাজ করতেই হয়।

যাইহোক সকালে আপনি চলে গেলেন ছাদের উপরে পুজো করার জন্য ফুল আনতে ফুলগুলো কিন্তু অসাধারণ ছিল আপনি বাড়ি ছাদের উপরে খুবই সুন্দর ফুল রোপন করেছেন ফুলগুলো দেখতে আসলেই খুবই ভালো লাগছিল।

সারাদিনে কার্যক্রম গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাল এবং সুস্থ থাকবেন

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58866.42
ETH 2515.85
USDT 1.00
SBD 2.46